See More Post

বাবা কে না দেখতে পারলাম না মাটি দিতে পারলাম এর থেকে খারাপ লাগা আর কি হতে পারে,হায়রে প্রবাস জীবন।

🧭জীবনের  গল্প 🧭

🖋️🖋️লেখক আমি, নুর ইসলাম। 🖋️🖋️

             🌹বিসমিল্লাহির রহমানির রহিম🌹
            
🌷পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করিলাম। 🌹
   🕋🕋আসসালামু আলাইকুম  🕋🕋

🌺সর্বপ্রথম সালাম জানাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মোবারকে, যাকে সৃষ্টি না করলে এই পৃথিবীতে কোন মাখলুকাত সৃষ্টি হতো না। ❤️লাখো কোটি শুকরিয়া মহান রাব্বুল আলামিন এর দরবারে। আমাদেরকে শ্রেষ্ঠ নবী আখেরি জামানার নবীর উম্মত হিসেবে কবুল করেছেন।আরো শুকরিয়া জানাই আল্লাহ তালা আমাদের কে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন।আলহামদুলিল্লাহ,।।
🌷কৃতজ্ঞতা জানাই আমার মা বাবাকে যাদের ভালোবাসা আমি দুনিয়ায় এসেছি। যাদের ভালো বাসায় আমি আজ এ পযন্ত  আসতে পেরেছি।আসলে মা বাবার ঋন কখনো শুধ করা যাবে না । আমার মা বাবা আমার জান্নাত ।

❤️আরো কৃতজ্ঞতার সাথে স্মরণ  করিতেছি, বর্তমান জামানায় জীবন্ত কিংবদন্তি  লাখ লাখ তরুণ তরুণীদের আইডল সুপারম্যান জনাব, ইকবাল বাহার জাহিদ স্যার
   
যিনি আমাদের কে নিঃস্বার্থ ভাবে শিখিয়ে যাচ্ছে কি ভাবে একজন ভালো মানুষ হওয়া যায় এবং একজন সফল উদ্যোক্তা হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে।
🌹আমরা ধন্য এমন একজন শিক্ষক পেয়েছি বর্তমান জমানায় স্বার্থ ছাড়া কেউ কাউকে কোন উপকার করে না কিন্তু স্যার নিঃস্বার্থভাবে আমাদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এবং আমাদেরকে শিখিয়ে দিয়ে যাচ্ছেন কিভাবে জীবনে সফল হতে হবে।

🙌আমি স্যারকে সেলুট জানাচ্ছি এবং আমার অন্তরের অন্তস্থল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা দোয়া এবং ভালোবাসা।💕

💫প্রতিটা মানুষের জীবন এ কিছু না কিছু  ঘটনা থাকে। আমরা যাকে জীবনের গল্প বলে থাকি। আমিও এর  ব্যতিক্রম নয়।
আমি  এই গ্রুপ এ অনেক ভাই বোনদের জীবনের গল্প পড়েছি অনেক কিছু শিখতে পেরেছি অজানা অনেক কিছু জানতে পেরেছি।
💥তাই সাহস করে আমি আমার জীবনের কিছু গল্প তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

        🖋️🖋️আমার জীবনের গল্প 🖋️🖋️

🏠আমি মোঃনুর ইসলাম
জেলাঃমুন্সিগঞ্জ
থানাঃলৌহজং
গ্রামঃকাজির পাগলা 
এই ছোট একটা গ্রামে আমার জন্ম,নিম্ন মধ্যবিত্ত  পরিবারে১৯৮৫ সালে। আমরা চার ভাই  এক বোন আমার বড় দুই ভাই আমি তিন নাম্বার আমার ছোট এক ভাই। সবার  আদরের ছোট বোন। আমার বাবা   গ্রামে ছোট আকারে কসমেটিকসের ব্যবসা করেন।পাশাপাশি  কৃষি কাজ করতেন ও দুইটা গরু ছিল।

💙💙মা সংসারের কাজ করতেন হাঁস-মুরগি পালতেন।আলহামদুলিল্লাহ, আমাদের কোন অভাব ছিল না।তবে মা বাবা অনেক কষ্ট করতো আমাদের জন্য।
আমার বড় ভাই  ক্লাস ফাইব পযন্ত পরছে, পরে সে ঢাকা একটা দোকানে কাজে চলে যায়। লেখা পড়া করবে না তাই। আমি প্রতিদিন স্কুলে যেতাম  বিকেলে গরুর জন্য ঘাস কেটে আনতাম খেলাধুলা করতাম।

🕌🕌সকালে আমাদের গ্রামে মসজিদে আরবি পরতাম।  আমাদের গ্রামে প্রতিবছর ছোট ছোট মেলা হতো সেখানে আমার বাবা দোকান দিতেন।মাঝে মাঝে আমিও বাবার সঙ্গে যেতাম। আলহামদুলিল্লাহ ছোট বেলা খুব ভালো ভাবে কেটেছে।

           ✍️✍️ ছাত্র  জীবন, ✍️✍️
          
আমাদের বাড়ির সাথে লাগানো প্রাইমারি স্কুল সেখান থেকে পঞ্চম শ্রেণি  পাস করি।বাড়ি থেকে একটু দুরে হাইস্কুলে ক্লাস নাইন পযন্ত পরেছি।আমার পড়ার খুব ইচ্ছে ছিল তবে আমার বড় ভাই ও বাবা তেমন চাইতেন না। বলতেন এতো পড়া লেখা করে কি হবে, তারচেয়ে ব্যাবসা শিখো কাজে লাগবে ।
আসলে আমাদের গ্রামে পড়া লেখা থেকে বেশি  গুরুত্ব দিতেন ব্যাবসা প্রতিষ্ঠান কে। তাই আমার আর পড়া লেখা হলো না।
তবে  মনে মনে ইচ্ছে ও জিদ ছিল আমি যেহেতো পড়তে পারি নাই  তাই ছোট ভাই ও বোন কে পড়া লেখা করাবো ইনশাআল্লাহ। আমার ছোট ভাই  অনার্স, মাস্টার্স  কমপ্লিট করে, ইস্কলারশিপ নিয়ে বর্তমান কানাডার সিটিজেন শিপে আছেন।

              🛍️ কর্ম জীবন শুরু🛍️

২০০১ সাল লেখা পড়া ছেরে ঢাকায় একটা শাড়ি কাপড় এর  দোকানে  চাকরি করি। দোকানে মন বসে না আমার, কারন আমি তো ছোট  এতো কিছু জানতাম না, তাই কোরবানি ঈদে আবার বাড়িতে চলে আসি আর যাবো না বলে। ঈদের পরে আমাদের পরিচিত এক ভাই এর  দোকানে আবার যুক্ত হই গাজীপুর ।
  এর মাঝে আমার বড় দুই ভাই মিলে শাড়ি কাপড় এর দোকান দেয় রংপুর।  আলহামদুলিল্লাহ, ভালো চলছিল। তিন  চার বছর পরে মেঝ ভাই ঢাকা চলে যায়। বড় ভাই এর সাথে  মিল হয় না সে একা ব্যবসা  করবে।

আমি ও আবার রংপুর চলে আসি তবে আমাদের দোকানে না অন্য দোকানে চাকরি করি। মনে অনেক কস্ট ছিল নিজেদের দোকান থাকতে, অন্য দোকানে চাকরি করতে হবে। আমার বড় ভাই চাইতো না আমাদের দোকান এ এক সাথি থাকি, তাই বাধ্যহয়ে অন্যের দোকান এ চাকরি করি।  যাইহোক সে অনেক কথা সবকিছু বলা যায় না।
এরই মাঝে আমি মোটামুটি কাপড়ের ব্যবসা শিখে ফেলি, আমাদের দোকান এর সাথে আর একটা নতুন দোকান তৈরি করছিল সেই দোকান নেওয়ার চেষ্টা করি। তা আর হলো না দোকান টা অন্যজন কে দিয়েছেন আমার মামাতো বোন। কারন দোকান টা তার ছিল, অন্য লোক এডভান্স টাকা বেশি দিছে তাই আমার আর দোকান নেওয়া হলো না।
এভাবেই চলে গেলো আরো কয়েক বছর,  ফখরুদ্দিন তত্ত্বাধায়ক সরকার  ক্ষমতায় আসলে আমাদের দোকান টা একটু রাস্তার মাঝে পরে তাই দোকান ভেঙে  দেয়। পরে আমার বড় ভাই দোকান ছেরে দুবাই চলে যায় ।
আমি আমার মা বাবা  কে নিয়ে রংপুর এ  থাকি। কয়েক বছর থাকার পরে রংপুর এ বাড়ি বিক্রি করে আবার আমরা  ঢাকায় চলে আসি। একটা ফ্লাট ভারা নিয়ে  থাকি।

    🏙️🏙️  আমি ঢাকা গুলিস্তান পীর ইয়ামেনি মার্কেট  এ শাড়ী কাপরের দোকানে চাকরি করি। দুই মাস চাকরি করার পরে দোকান মালিক আমার কাজ ও সততা দেখে খুশি হয়।পরে দোকানের পুরা দায়িত্ব আমাকে দেয়। প্রতিদিন কতো বিক্রি হয়, কতো টাকা খরচ হয় সম্পূর্ণ হিসাব আমি করতাম, এমন কি দোকানের চাবি টা ও আমাকে দিতো কারন সে ১০/১১ টায় দোকান এ আসতো। 

                     🤲🤲 মা বাবা দোয়া 🤲🤲

আমার মা আমাকে অনেক ভালো বাসতেন, আমি যখন ছোট ছিলাম তখন আমার বোন হয় নাই, আমি মা সাথে সব কাজ করে দিতাম।অনেকে মা কে বলতো তোমার এটা ছেলে না হয়ে মেয়ে হলে ভালো হতো, কারন আমি আমার মা সব কাজ করে দিতাম  । সে অনেক কথা যাইহোক।

💙আমার মা বাবা আমাদের কে সব সময় বলতেন, জীবনে এমন কিছু করবে না যাতে লোকে তোমাকে  খারাপ বলে , আর সব সময় সত্য পথে থাকার চেস্টা করবে। আলহামদুলিল্লাহ মা বাবা আদেশ আজ পযন্ত মেনে চলার চেষ্টা করি।

                        🚎  স্বরনীয় ঘটনা 🚎
                       
২০০২ সালে ঢাকা থেকে কোরবানির ঈদে গ্রামের বাড়ি গেলাম। ঈদ শেষে যখন ঢাকা ফিরে আসার জন্য বের হলাম তখন মা পিছু পিছু অনকে দূর পযন্ত আসে, তখন আমি মাকে বলি চিন্তা করো না আমি যেতে পারব তুমি বাসায় চলে যাও।
তারপর কিছু দূর যাওয়ার পর মা আবার ডেকে বলল আয়াতুল কুরশি পড়ে বুকে ফু দিয়া যাও।  আমি যেই বাসে করে যাচ্ছিলাম সেই বাস হঠাৎ উলটাইয়া পানিতে পড়ে যায়।
জীবন কি জিনিস সেদিন বুঝতে পারছি, আমার পাশের সিটের লোকটি সহ ৩/৪ মারা যায়। আমার আলহামদুলিল্লাহ সামান্য ব্যথা লাগে।
মায়ের দোয়া হইত সেইদিন আল্লাহর রহমতে আমার কিছু হইনি। মা বাবার দোয়া পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া। মা বাবা দোয়া করলে আপনি আমি জীবনে অনেক বড় হতে পারব।
সবাই মা বাবা খেদমত করবো কখনো তাদের মনে কস্ট দিবো না মা বাবা দোয়া ছারা এই পৃথিবীর কেউ সফল হতে পারে নাই।
                     ✈️প্রবাস জীবন ✈️
                    
২০১০সালে আমি প্রথম দুবাই আসি আমার বড় ভাইয়ের মাধ্যমে । আস্তে খরচ হই ১লাখ ২০ হাজার টাকা। দুবাই এক আজব শহর। এখানে যেই পরিমাণ গরম কেউ না আসলে বুজতে পারবে না ৪০/৪৫ডিগ্রী  তাপমাত্রা কাজ করতে যে কি পরিমাণ কস্ট হই।
ফুড কোম্পানিতে হেল্পার হিসাবে কাজ করি। ১২ ঘন্টা কাজ করে  বাসায় যেয়ে রান্না করে খাওয়া কি যে কস্ট বলে বুজানো যাবে না। এভাবে ৭/৮ মাস চলে গেলো।
পরে সুপারভাইজার কে রিকুয়েষ্ট করে বাইরে ডেলিভারি ম্যান হিসাবে যুক্ত হই। উদ্দেশ্য একটাই বাইরে গেলে অনেক কিছু জানতে পারবো  শিখতে  পারবো, এর পর ৩/৪ বছর ডেলিভারিম্যান  এর কাজ করি।পরে ড্রাইবিং শিখে দুবাইয়ের ড্রাইবিং লাইসেন্স নেই।কিছু দিন পরে কম্পানি  আমাকে গাড়ি দেয়। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভাল আছি।

🎆🎆🎇🎇 ২০১৫ তে দেশে যাই  আর বিয়ে করি।পড়ে বাবা মা কে নিয়ে আলাদা বাসা নিয়ে থাকি।২ ভাই আলাদা থাকে। এর পর আমি আবার দুবাই চলে আসি। আলহামদুলিল্লাহ, এভাবে ভালোই চলছিলো। এর পর করনা সময় আমার বাবা অসুস্থ হই আর বাবার ক্যান্সার দরা পড়ে,।
বাবার সাথে রেগুলার ভিডিও কলে কথা বলতাম, বাবা বলত তুই এসে আর আমকে দেখতে পারবি না। আমি যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু তখন করনার জন্য যেতে পারি নাই,  ১১/০৭/২০২০ বাবাও না ফেরার দেশে চলে গেলো। বাবা কে না দেখতে পারলাম না মাটি দিতে পারলাম এর থেকে খারাপ লাগা আর কি হতে পারে,হায়রে প্রবাস জীবন।
আমার বাবার জন্য সবাই দোয়া করবেন যাতে  আল্লাহ বাবাকে জান্নাত বাসি করে, আমিও এই দোয়া করি।

    ♥️কিভাবে যুক্ত হলাম প্রিয় এ প্লাটফর্ম♥️
    নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এর প্রিয় স্যার এর ইউটিউব ভিডিও গুলো মাঝে মাঝে  দেখতাম। একদিন এক আপুর আজওয়া খেজুর এর পোস্ট দেখে ১০ কেজি খেজুর অর্ডার করি। আর আপুকে বলি নগদ নাম্বার দেন টাকা পাঠাবো, তখন আপু বলে আগে খেজুর আপনার বাসায় পাঠানো হবে, খাবেন তারপর টাকা দিবেন।
আমাকে আপু চিনেনা অথচ বিশ্বাস করে পাঠায়া দিসে। এরপর থেকে গ্রুপের প্রতি আমার ভালোবাসা আর বেরে যাই।
তারপর আপু আমাকে ১৭তম ব্যাচে রেজিষ্ট্রেশন করে দেন।আমি আপুর কাছে চির কৃতজ্ঞতা প্রকাশ করছি। লাখ লাখ ভালো মানুষের পারিবার যুক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। অসংখ্য ধন্যবাদ জানাই প্রিয় স্যারকে, আল্লাহ যাতে স্যার কে নেক হায়াত দান করে এই দোয়া করি সব সময়।

👉👉পরিশেষে এটাই বলব মা-বাবার খেদমত করবেন, আর তাদের খোজ খবর নিবেন। নিজে ভালো মানুষ হব আর অন্যকে ভালো রাখার চেষ্টা করবো। 👈👈

         🌼🌼সদা সত্য কথা বলব 🌼🌼
         🕋পাচঁ ওয়াক্ত নামাজ পড়াবো🕋
         🌾🌾🌾ইনশাআল্লাহ 🌾🌾🌾

     নিজের বলার মতোএকটা  গল্প ফাউন্ডেশন এর সকল ভাইবোনদের অসংখ্য ধন্যবাদ এত সময় নিয়ে আমার এলো মেলো লিখা গুলো পরার জন্য। আশাকরি আমার পাশে থাকবেন। এই কামনায় আজকের জন্য বিদায়, আল্লাহ হাফেজ।


📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৮৬১
তারিখ ২৯-৮-২০২২ইং

 নুর ইসলাম।
ব্যাচ নং ১৭
রেজিষ্ট্রেশন নং৯৩১৭৮
নিজ জেলা মুন্সিগঞ্জ
থানা লৌহজ💖
❣️❣️ভালোবেসে যুক্ত আছি❣️❣️
🌿মুন্সিগঞ্জ জেলা টিম
🌴লালবাগ জোন
🌿দুবাই টিম
🌱এগ্রোফোরাম সদস্য
🕋এসো কুরআন শিখি কাফেলার ছাত্র।
✈️জীবিকার তাগিদে বর্তমানে আছি দুবাই। ✈️

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।