আমাকে কতটা পরিবর্তন করেছে ??
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন - উদ্যোক্তা তৈরির কেন্দ্র
👉 প্রবাস ফেরত হতাশাগ্রস্থ একজন মানুষকে আলোর পথ দেখিয়েছে....
👉 আমাকে একজন উদ্যোক্তা বানিয়েছে...
👉 আমাকে ভালো মানুষ হয়ে সুন্দর ভাবে ডিসিপ্লিন একটা রুলসের মধ্য দিয়ে জীবন যাপন করার শিক্ষা দিয়েছে...
👉 পরোপকারী মনোভাব তৈরিতে সহযোগিতা করেছে....
👉 অন্যের সুখে সুখী হতে, অন্যের দুঃখে দুঃখী হতে শিখিয়েছে....
👉 অন্যের সুখ এবং এগিয়ে যেতে দেখে হিংসা না হয়ে খুশি হতে শিখিয়েছে...
👉 জীবনে বিনয়ী হতে শিখিয়েছে....
👉 জীবনে পজিটিভ চিন্তা করতে শিখিয়েছে...
👉 যেকোনো সিদ্ধান্ত নিতে নিজেকে সাহস ও মনোবল যুগিয়েছে.....
👉 আজকে নিজের বিজনেস পরিচালনা করার ও সময়ের সাথে আপডেট হয়ে সংযোজন বিয়োজন করার ক্ষমতা ধারণ করার সক্ষমতা হয়েছে...
👉 কাস্টমারের চাহিদা অনুযায়ী একটা প্রোডাক্ট নিজ উদ্যোগে প্রস্তুত করে মার্কেটে নিয়ে আসার ধারণা পেয়েছি....
👉 যেকোনো পরিস্থিতি ধৈর্যের সাথে মোকাবেলা করার সক্ষমতা অর্জন করেছি....
👉 রাগ, মান, অভিমান, কন্ট্রোল করার উপায়গুলো বুঝতে পেরেছি...
👉 লাজ লজ্জা পাঁচে লোকে কিছু বলে
এমন হীনমন্যতা থেকে বেরিয়ে আসতে পেরেছি...
👉 ছোট বড় যে কোন কাজ করতে ভেদাভেদ ছিন্ন করে উদ্যোমি হতে শিখেছি....
👉 উদ্যোক্তা ও ব্যবসায়ী জীবনের পাশাপাশি নিজের জীবনটাকে উপভোগ করার টিপস গুলো পেয়েছি.....
👉 মানবিক কাজ ও ভলান্টিয়ারিং করা শিখেছি......
👉 আজ বুক ফুলিয়ে অন্যের কাছে পরিচয় দিতে পকেট থেকে একটা বিজনেস কার্ড বের করে দেওয়ার ক্ষমতা অর্জন করেছি......
👉 সারা বাংলাদেশে ও বিশ্বের বিভিন্ন দেশে একই পরিবারের লাখো ভাই বোন পেয়েছি......
👉 সুখী হতে কোটি টাকার প্রয়োজন হয় না যখন যেখানে যে অবস্থায় থাকি না কেন যা আছে তা নিয়ে নিজেকে সুখী ভাবতে শিখেছি......
এমন পরিবর্তন হওয়ার সুযোগ করে দিয়েছেন প্রিয় মেন্টর জনাব Iqbal Bahar Zahid স্যার।
কৃতজ্ঞতার সাথে মৃত্যু অবধি আপনার স্থান হয়ে গেছে আমার হৃদয়ে.........
📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৮৬৮
তারিখ ১০-০৯-২০২২ইং
মোহাম্মদ ফোরকান
ব্যাচ সপ্তম
রেজিস্ট্রেশন 2943
ডিসট্রিক্ট এম্বাসেডর
জেলা ফেনী
স্বত্বাধিকারী: Jannat Touch
☎️01845783711
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।