See More Post

জামালপুর জেলায় অফলাইন মিটাপে সদস্যদের একাংশ

আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার ও সফলভাবে সম্পন্ন হলো নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন - উদ্যোক্তা তৈরির কেন্দ্র এর উদ্যমী জামালপুর জেলার গাজীপুরের আশেপাশে মেম্বারদের নিয়ে ফিজিক্যাল মিট আপ।

👉আলোচনার বিষয়বস্তু ছিলোঃ

কীভাবে ১০০তম অনলাইন মিট-আপ ও উদ্যমী জামালপুর জেলাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়।

🍂🍂আমি সহ আরও যারা উপস্থিত ছিলেনঃ
মাফি সরকার ভাই, মোঃ বিল্লাল হোসেন রিফাত ভাই, মোঃ আব্দুল মতিন ভাই, সোহেল হাসান ভাই, উমর ফারুক ভাই, মোঃ রুকন উদ্দিন ভাই , মোঃ রাকিব বাবু ভাই ও মিজানুর রহমান ভাই।

🖐️🖐️সকলেই নিজের পরিচয় তুলে ধরেন এবং ফাউন্ডেশন থেকে কি পেয়েছেন বা শিখেছেন এবং কি নিয়ে কাজ করেন তা আলোচনা করেছেন।

🍀🌿উক্ত মিট আপে অংশগ্রহণ করে নিজেদের সাথে আরও আন্তরিকতা বৃদ্ধি পেয়েছে, পরিচিতি, ব্র‍্যান্ডিং  ও নেটওয়ার্ক বৃদ্ধি পেয়েছে। অনেকেই ইউনিক কিছু আইডিয়া শেয়ার করেছেন এবং কিছু বিজনেস কৌশল তুলে ধরেন। যা আমাদের উদ্যোক্তা জীবনের জন্য অনেক কল্যান বয়ে আনবে। এভাবেই এগিয়ে যাবে উদ্যমী জামালপুর জেলা।

🤲 যারা উপস্থিত ছিলেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো।  সকলের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করছি।  সকলের জীবন হোক সুখময়,  নিরাপদ ও শান্তিপূর্ণ।

⭕⭕ধন্যবাদান্তে⭕⭕
মোঃ নাঈম হোসেন
ব্যাচ নং ১৩
রেজিস্ট্রেশন নং ৬১৭৯১
জেলা জামালপুর
বর্তমান ঠিকানা গাজীপুর

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।