আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার ও সফলভাবে সম্পন্ন হলো নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন - উদ্যোক্তা তৈরির কেন্দ্র এর উদ্যমী জামালপুর জেলার গাজীপুরের আশেপাশে মেম্বারদের নিয়ে ফিজিক্যাল মিট আপ।
👉আলোচনার বিষয়বস্তু ছিলোঃ
কীভাবে ১০০তম অনলাইন মিট-আপ ও উদ্যমী জামালপুর জেলাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়।
🍂🍂আমি সহ আরও যারা উপস্থিত ছিলেনঃ
মাফি সরকার ভাই, মোঃ বিল্লাল হোসেন রিফাত ভাই, মোঃ আব্দুল মতিন ভাই, সোহেল হাসান ভাই, উমর ফারুক ভাই, মোঃ রুকন উদ্দিন ভাই , মোঃ রাকিব বাবু ভাই ও মিজানুর রহমান ভাই।
🖐️🖐️সকলেই নিজের পরিচয় তুলে ধরেন এবং ফাউন্ডেশন থেকে কি পেয়েছেন বা শিখেছেন এবং কি নিয়ে কাজ করেন তা আলোচনা করেছেন।
🍀🌿উক্ত মিট আপে অংশগ্রহণ করে নিজেদের সাথে আরও আন্তরিকতা বৃদ্ধি পেয়েছে, পরিচিতি, ব্র্যান্ডিং ও নেটওয়ার্ক বৃদ্ধি পেয়েছে। অনেকেই ইউনিক কিছু আইডিয়া শেয়ার করেছেন এবং কিছু বিজনেস কৌশল তুলে ধরেন। যা আমাদের উদ্যোক্তা জীবনের জন্য অনেক কল্যান বয়ে আনবে। এভাবেই এগিয়ে যাবে উদ্যমী জামালপুর জেলা।
🤲 যারা উপস্থিত ছিলেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো। সকলের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করছি। সকলের জীবন হোক সুখময়, নিরাপদ ও শান্তিপূর্ণ।
⭕⭕ধন্যবাদান্তে⭕⭕
মোঃ নাঈম হোসেন
ব্যাচ নং ১৩
রেজিস্ট্রেশন নং ৬১৭৯১
জেলা জামালপুর
বর্তমান ঠিকানা গাজীপুর
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।