See More Post

প্রবাসে বাংলাদেশী হিসাবে পরিচয় দিতে গর্ববোধ করি তার কারণ হলো এই ২১ শে ফেব্রুয়ারী

বিসমিল্লাহির রাহমানির রাহিম, 


আজ মহান মাতৃভাষা দিবস ২১ শে ফেব্রুয়ারী 


একুশ নিয়ে আমার অনুভূতি 


যখন শুনি গ্রাম বাংলার গান,

মন ভরে যায়

যখন প্রান খুলে কথা বলি মায়ের ভাষায়,

গর্বে বুকটা ভরে উঠে তাদের জন্য

যারা জীবন দিয়েছে ভাষার জন্য 


ছোট্ট বেলার একুশ, 


যখন প্রাইমারী স্কুলে পড়তাম 

খুব ছোট ক্লাস ২/৩ হবে তখন  ফেব্রুয়ারি মাস আসলেই দেখতাম বড় ভাই বোনেরা শুরু করে দিয়েছেন তাদের চর্চা কেউ বা গাইবে গান কেউ বা কবিতা আমি ও তাদের সাথে সাথে কখনো গান কখনো বা কবিতা বলতে থাকতাম 

তারপর আসতো সেই মহেন্দ্রক্ষন 

২১ শে ফেব্রুয়ারীর  প্রথম প্রহর বড় ভাইয়েরা সকাল থেকে ঘুম থেকে উটে খালি পায়ে হেঁটে হেঁটে চলে যেতো প্রবাত ফেরীতে আমাকে নিতো না খুব খারাপ লাগতো

 

না নেওয়ার কারণ  ছিলো একতো ছোট ছিলাম দ্বিতীয়তো ঠান্ডা থাকতো ঠান্ডার সময় অসুখ বেদে যাবে তাই ফ্যামেলী থেকে দেওয়া হতো না

 যখন সকাল বেলা ঘুম থেকে উঠতাম উটে দেখতাম সবাই প্রবাত ফেরীতে চলে গেছে খুব কান্না করতাম আর দুর থেকে দেখতে পেতাম সবাই লাইন ধরে রাস্তায় খালি পায়ে হেঁটে চলতেছে আর মন খুলে গাইতেছে

 আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি 

তাদের সাথে সাথে আমিও সুর মিলিয়ে গাইতাম যতদুর পর্যন্ত তাদের কে দেখতে পারতাম আর  সারা দিন কাঠতো আমার গান গেয়ে 

আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি 


এইভাবে শেষ হলো আমার প্রাইমারী তারপর চলে গেলাম মাদ্রাসায়  


মাদ্রাসায় একুশে ফেব্রুয়ারী 

পালন হতো একটু ভিন্নভাবে 

যেদিন একুশে ফেব্রুয়ারি হতো সেই দিন প্রথমে কোরআন খতম, তারপর, হামদ নাত, বক্তৃতা প্রতিযোগিতা হতো সবশেষে দেশের জন্য মায়ের ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাদের জন্য মোনাজাত করা হতো 


প্রবাসে ২১ শে ফেব্রুয়ারী 

আসলে প্রবাস নাম টা আগে শুনলে ভাবতাম মনে হয় অনেক স্বর্গের একটা ঠিকানা 

বাস্তবে কিন্তু তার ব্যাতিক্রম 

চাইলেই সবকিছু সম্ভব না 

তারপর ও ২১ ফেব্রুয়ারী আসলে একটু চেষ্টা করি কাজের ফাকে সব শহীদদের জন্য একটু কোরআন তেলাওয়াত করি এবং দোয়া করি 


প্রবাসে বাংলাদেশী হিসাবে পরিচয় দিতে গর্ববোধ করি তার কারণ হলো এই ২১ শে ফেব্রুয়ারী 


আমরা এমন এক জাতী যে নিজের মায়ের মুখের ভাষা রক্ষা করার জন্য জীবন দিয়েছে 

মা কে মা বলে ডাকবে বলে জীবন দিতে দ্বিধাবোধ করে নাই 

এই রকম মায়ের ভাষার জন্য আর কোনো জাতি জীবন দেয় নাই


সালাম এবং শ্রদ্ধা জানাই সেই বীর সেনাদের যাদের জন্য আজ আমরা গর্ববোধ করে বলতে পারি আমরা বাংগালী 

আমার মাতৃভাষা বাংলা আমরা মাকে ভালোবাসি 

আমরা আমাদের নিজের দেশ কে ভালোবাসি। 


স্ট্যাটাস অব দ্যা ডে"- ৪৬৭  

Date:- ২১/০২/২০২১

মোঃ রাজুল চাঁন্দ

কমিউনিটি ভলানটিয়ার 

ব্লাড ডোনেশন টিম এর সদস্য 

ব্যাচ - সপ্তম 

রেজিষ্ট্রেশন নং - ২০৪০ 

জেলা - সুনামগঞ্জ 

বর্তমানে, কাতার প্রবাসী 

উদ্দোক্তা - সুনাম শপ লিমিটেড

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।