আলহামদুলিল্লাহ। শত ব্যস্ততার মাঝে প্রিয় প্ল্যাটফর্ম “To Be an Entrepreneur নিজের বলার মতো একটা গল্প Foundation” জাগো নরসিংদী কতৃক আয়োজিত মাসিক মিটাপে অংশগ্রহন করতে পেরে অনেক ভাল লাগছে।
প্রথমে ধন্যবাদ জানাই প্রিয় স্যার ইকবাল বাহার জাহিদ স্যার এর প্রতি যিনি এত বড় বিশাল একটি প্ল্যাটফর্ম করে দিয়েছেন যেখানে প্রতিনিয়ত উদ্দোক্তা হওয়া এবং ভাল মানুষ হওয়ার শিক্ষা দেওয়া হয়।
উক্ত মিটাপে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার গর্ব কোর ভলান্টিয়ার ও মডারেটর ভূইয়া সাব্বির ভাই, মডারেটর মোস্তাক আহমেদ মৃধা ভাই, জেলা এম্বাসেডর এম কে এম কে ইসমাইল হুসাইন ভাই,জেলা এম্বাসেডর Saiful Islam Mahabub ভাই, উপজেলা এম্বাসেডরগণ, কমিউনিটি ভলান্টিয়ার এবং সকল সদস্যবৃন্দ।
উপস্থিত সকল ভাই- বোনদের কে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা।
স্যার এর নির্দেশনায় আজকের মিটাপে প্রোডাক্ট ডিসপ্লে করে অন্যরকম অনুভূতি ও ব্যাতিক্রম ভাল লাগা কাজ করেছে।
বিশেষ ধন্যবাদ জানাই প্রিয় শাম্মি আপু, তাজরীন আপু তাদেরকে যারা অনেক কষ্ট করে বিভিন্ন মজার মজার খাবার তৈরী করে আমাদের সবাইকে খাওয়ার সুজোগ করে দিয়েছেন।
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।