See More Post

কেরানীগঞ্জ জোনের মাসিক মিটআপ

আলহামদুলিল্লাহ! ছোট পরিসরে হয়ে গেলো দূরন্ত কেরানীগঞ্জ জোন এর মাসিক অফলাইন মিটআপ।


আজ অনেক নতুন সদস্য উপস্থিত ছিলেন। নতুন ও পুরাতন সবাই কে অসংখ্য ধন্যবাদ এতো ব্যস্ততার মাঝে ও আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।

আন্তরিক ধন্যবাদ জানাই মোঃআকবর হোসেন ভাইকে। সে তার নিজ অফিসে মিট আপ করার সুযোগ করে দিয়েছেন।খুব সুন্দর ভাবে আ্প্যায়ন করেছন সবাই কে।

আরো ধন্যবাদ জানাই  Jasmin Akther আপুকে।আপু মিট আপের জন্য হোম মেড কেক নিয়ে এসেছিলেন।আপু হোম মেড কেক, বাটার,ঘি,বান ও আরো কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করেন।


উপস্থিত ছিলেন মডারেটর Runa Ahmed  আপু, কেরানীগঞ্জ জোনের জোন এম্বাসেডর@ MD Tofayel Bhuiyan Toha ভাই,Abir Ahmed  ভাই, Kaniz Sultana আপু,kobir vai,উপজেলা এম্বাসাডর Md Sohel Khan ভাই,@Rimis bd আপু,কমিউনিটি ভলান্টিয়ার Tarak Ahamad vai,

আজীবন সদস্য Md ALamgir Shekh  vai, Jasmin Akter apu এছাড়া  আরো অনেকে ।

 আমি সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এভাবেই সব সময় মিলেমিশে কাজ করে  কেরানীগঞ্জ জোনটাকে আরও এগিয়ে নিয়ে যাবেন।


সকলের জন্য দোয়া ও ভালোবাসা রইলো। 



ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।