See More Post

আমার আব্বু মেয়ে সন্তান পছন্দ করেননা।

🌿🌼 আসসালামু আলাইকুম 🌼🌿      

                              🔶 জীবনের গল্প🔶    


🌼আশা নয় বিশ্বাস সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে

আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ।


🌿আজ নিজের জীবনের কিছুটা অংশ শেয়ার করতে ইচ্ছে হলো আপনাদের সাথে। সেই ইচ্ছে থেকেই লিখার চেষ্টা।


                                                                                                  

🔶আমি ময়না আক্তার।  জম্নস্থান খুলনা। আব্বু আর্মি তে জব করতেন সেই সুবাদে দেশের বিভিন্ন জেলায় থেকেছি, কয়েক টা জেলার স্কুলে পড়ার সুযোগ ও হয়েছে আমার।

আমরা তিন বোন, ভাই নাই। 

          

 🔷রায়ের মহল কলেজ থেকে ইন্টার পাশ করে, খুলনা বি এল কলেজে ডিগ্রি তে ভর্তি হলেও তা শেষ করতে পারিনি। পারিবারিক কারণে পড়া বন্ধ করে দিতে হলো। জীবনে পড়াশোনা করে বড়ো হওয়ার স্বপ্ন, শুধু স্বপ্ন ই থেকে গেলো আমার। 


🔶 সামাজিক কাজ করার ইচ্ছে সেই ছোটোবেলা থেকেই। কারো সমস্যার কথা শুনলেই মন কেমন কেঁদে উঠে, তাই চুপ করে থাকতে পারিনা।যে ভাবেই হোক চেষ্টা করি কিছু একটা করার। তবে এ জন্য লোকের কাছে ঠকেছি ও বহু বার। ঠকতে ঠকতে নিজেকে নিস্য করে ফেলেছি বলা যায়। তবুও  যতটা পারি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।   তবেঁ খুবি ইচ্ছে পথো শিশু দের নিয়ে ও অসহায় মহিলা দের নিয়ে কিছু একটা করার। জানিনা তা কতটা পারবো না কি আদো পারবো না। কারণ সারিরিক ভাবে আমি নিজেও অসুস্থ। জীবনের অনেকটা পথ পাড়ি দেওয়ার ইচ্ছে বাকিটা আল্লাহ ভালো জানেন। 


🔷নিজের বলারমত গল্প গ্রুপে যুক্ত হয়ে দেখেছি এখানেই আমার স্বপ্ন পুরোনের পথ খুঁজে পেয়েছি। এখানে সবাই বিভিন্ন সামাজিক কাজে যুক্ত আছেন। আমিও চাই এখানে সবার সাথে থেকে নিজের স্বপ্ন পুরোন করতে। সামাজিক কাজে নিজেকে নিয়োজিত করতে। ১০০ বছর বাঁচার স্বপ্ন আমি দেখিনা। তবে হ্যা সারা জীবন বেঁচে থাকতে চাই মানুষের হৃদয়ে  নিজের সর্ত কর্মের মাধ্যমে। 

 


🔶আমার আব্বু মেয়ে সন্তান পছন্দ করেননা। তাই মেয়েদের যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে দেওয়াটাই ভালো মনে করেন।  মেয়ে মানেই তার কাছে বোঝা একটা ঝামেলা। 😢


তবুও আমি অনেক ভালোবাসি আম্মু আম্মু কে। আসলে মা সারা জীবন সন্তানের সব থেকে বড়ো সাপোর্ট। তবে ভিষণ কষ্ট হয় যে বয়সে মায়ের সেবা করবো আমি,  সে বয়সে এসে মা আমার সেবা করেন। পানির গ্লাস টাও আমার হাতে তুলে দেন। একটু ভালো লাগছে না বললেই দেখি তার চোখেমুখে চিন্তা আর ভয়ের ছাপ, এই বুঝি মেয়েকে হারাতে হলো😢। 


আসলে মায়ের মন বলে কথা। যে ভাবেই হোক সন্তানকে আগলে রাখেন তিনি। 

আমার কাছে মনে হয় মা মানে পৃথিবীর সব থেকে সুন্দর একটি ফুল। 🌼

যে ফুল কখনো ঝরে পড়েনা। সুবাসিত করে রাখে সব সময় চারিপাশ।


বাবা যেমনি  হোক বাবা সে তো বাবাই। বাবার মত পৃথিবীতে আর আছে কে বা। 

আমার আব্বু একজন মুক্তিযোদ্ধা। তার সম্মান কোন অংশে কম নয় আমার কাছে। আল্লাহ যেনো সব সময় ভালো রাখেন আমার আব্বু আম্মু কে। সবাই দোয়া করবেন তাদের জন্য। 


ছোটোবেলা স্বপ্ন দেখতাম বড়ো হয়ে  ডাক্তার হবো। সেটা এখন শুধুই স্বপ্ন হয়েগেছে। তবে নিজে ডাক্তার হতে না পারলেও, নিজেকে নিয়ে ডাক্তার এর কাছে নেওয়ার টানাপোড়ন টা ঠিকি কপালে জুঠে গেছে। হায় ভাগ্য... 

 

বিছানায় শুয়ে আমি স্বপ্ন দেখি উদ্যোক্তা হবো। যে কিনা নিজে পারেনা কিছুই করতে, তবুও এ স্বপ্ন আমাকে ঘুমাতে দেয়না। 

কিভাবে হবো জানিনা।কিন্তু কাউকে তা বলতে পারিনা, বললেই তো সবাই শুনে হাসবে। এ জন্য যা করি নিজের মধ্যে রাখি কারো কাছে বলবো, যখন কিছু একটা করতে পারবো তখন। তখন আর কেউ হেসে উড়িয়ে দিতে পারবে না।


 শুরু করতে হবে ভাবতাম কিন্তু কি করবো? নিজের জমানো টাকা দিয়ে লেডিস ড্রেস নিয়ে কাজ শুরু করি এক আপুর সাথে। ভালোই চলছিলো, কিন্ত হঠাৎ সেটা বন্ধ করে দিতে হয়। সব পুঁজি শেষ হয়ে যায় আমার। 

আবার শুন্য থেকে শুরু করতে হবে।🥺


এমন সময় একা থাকলে হয়তো ভেঙ্গে পড়তাম, কিন্ত আমাকে সাহস দিতে আমার পাশে আছে স্যারের সেশন আর আমার প্রিয় খুলনা টিম। তাই সাহস না হারিয়ে আবার ও শুরু করি, সুন্দরবনের মধু ও গাওয়া ঘি নিয়ে।

                                                                                                             

 শুরুতে সবাই এক কথায় বলে দিত, এমনকি এখনো সবাই বলে, তুমি পারবেনা, ও সব তোমার জন্য না। বার বার আমার অসুস্থতা কে মনে করিয়ে দিয়েছে সবাই। কিন্ত আমি নিজেকে সব সময় বলেছি আমি পারবো। অসুস্থতার কাছে আমি হার মানতে চাইনা।  শুকরিয়া জানায় আল্লাহ কে যে ভাবেই রাখছেন ভালো রাখছেন। তিনি চাইলে আমাকে আরো খারাপ অবস্থায় রাখতে পারতেন। তখন হয়তো এই স্বপ্ন টাও দেখার সাহস হতোনা। তাই লাখোকটি শুকরিয়া স্রোষ্টার কাছে। কিন্তু আমি যখন সুস্থ ছিলাম তখন এতটাও সাহস ছিলোনা। পরিবার ও সমাজ নামক শেক্ষলে আবদ্ধ ছিলাম আমি। আজ আর পিছুকথায় কান দেইনা। লোক্ষ টাকে অটুট  রেখে এগিয়ে চলতে চাই।  আমার নিজের একটা বলারমত গল্প তৈরি করবো ইনশাআল্লাহ। 


   আমার নামের অর্থ 

আক্তার ( তারা, নক্ষত্র) ময়না ( মৃদু,নরম,আধুনিক) এর সাথে মিলিয়ে আমার পেজের নাম রেখেছি।


💙   Abisham 

🧡 #আবিশাম   -মানে ভালো কিছু উপহার দেওয়া।                                                                                                                                                                                                                                                   

আমি সব সময় আমার কাস্টমার কে ভালো কিছুই উপহার দিতে চাই।

                                                                                                                                                                                                                                             

 স্বপ্ন দেখি আর সব নামিদামি ব্রান্ড এর মতই আমার ব্রান্ড এর সু নাম ও একদিন ছড়িয়ে পড়বে চারিদিকে।  ইনশাআল্লাহ।                                                                                                                                                                                                                                            

                                                                                                                                                                                                                                                                                                                                                                                           স্যারের প্রেরোনাই এই পথ চলা শুরু আমার।

স্যারের সেশন স্যারের আদর্শ আমাকে সব সময় অন্ধকারে আলো দেখায়।  অনেক বেশি সাহস পাই।


 তাই সব সময় কৃতজ্ঞতা প্রকাশ করি আমার সৃষ্টিকর্তার প্রতি। তিনি স্যারের মত মহান ব্যাক্তি কে সৃষ্ট করেছেন আমার মত লাখো মানুকে ভালোমানুষ হওয়ার শিক্ষা ও প্রেরণা যুগিয়ে চলেছেন প্রতিনিয়ত। আল্লাহ স্যারের নেক হায়াত দান করুক সেই প্রার্থনা করি সব সময়। এমন অন্ধকারে ছেয়ে যাওয়া সমাজে স্যারের মত মানুষের খুবি প্রয়োজন।


সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেনো আমার লোক্ষে পৌঁছাতে পারি। ও একজন পজেটিভ মানুষ হতে পারি।


🌿🌼🌿 আজ আল্লাহ হাফেজ 🌿🌼🌿


🙎‍♀️ময়না আক্তার 

🌼ব্যাচ ১২ (৩৯৪৩৭) খুলনা 

👩‍💼কমিউনিটি ভলেন্টিয়ার

👩‍💼 লাইভ সাপোর্ট ও হাট মনিটরিং টিম মেম্বার 

👩‍💼 কাজকরছি 🐝 সুন্দরবনের মধু ও🍯 গাওয়া ঘি নিয়ে। 

🇧🇩পেজ- @Abisham #আবিশাম 🌿🌼🌿

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।