🔰জয়পুরহাট জেলার ঈদ পুনর্মিলনী মিটআপ🔰
আসসালামু আলাইকুম। নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে এটা ছিল আমার সশরীরে প্রথম মিট আপ। আলহামদুলিল্লাহ নিজের জেলার উদ্যোক্তা ভাইয়া ও আপুদের সাথে পরিচিত হতে পেরে হৃদয়ে অনেক ভালোলাগার অনূভুতি বিরাজ করছে।
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।