See More Post

চট্টগ্রাম জেলা কতৃক আয়োজিত মাসিক মিটআপ ও পণ্য প্রদর্শনী

💢 আজ ১০ জুন নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন - উদ্যোক্তা তৈরির কেন্দ্র চট্টগ্রাম জেলা কতৃক আয়োজিত মাসিক মিটআপ ও পণ্য প্রদর্শনী খুবই সুন্দর জাঁকজমকপূর্ণ এক প্রানবন্ত মিটআপ সম্পন্ন করলাম আলহামদুলিল্লাহ।
💢 আজকের প্রোগ্রামটি সম্পূর্ণভাবে বেতিক্রম ছিল। আমাদের প্লাটফর্ম উদ্যোক্তা ভাই-বোনরা তাদের নিজস্ব পণ্য প্রদর্শন করতে নিয়ে এসেছেন। চমৎকার পণ্য প্রদর্শনী হয়েছে এবং প্রচুর বিক্রিও হয়েছে মাশাআল্লাহ।
💢 আজকের মিটআপে উপস্থিত হওয়ার জন্য অনেক দূরদূরান্ত থেকে ছুটে এসেছেন। কেউ সাতকানিয়া থেকে কেউ সীতাকুণ্ড- মিরসরাই, হাটহাজারী, ফটিকছড়ি থেকে। ভালোবাসা কি জিনিস সেটা এই প্লাটফর্ম আমাদেরকে অক্ষরে অক্ষরে শিখিয়ে দিয়েছে।
💢 যেসকল ভাই-বোন এত কষ্ট করে মিটআপে উপস্থিত হয়ে প্রানবন্ত করে তুলেছেন সেজন্য আপনাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর যেসকল দায়িত্বশীলগন মিটআপে উপস্থিত হতে পারেননি পরবর্তীতে আপনাদেরকে আসার তাওফিক দান করুক আমিন।
পরিশেষে সকলের সু-স্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আজকের মতো।

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।