See More Post

চট্টগ্রাম জেলা কতৃক আয়োজিত ঈদ পূনমিলনী ও পণ্য প্রদর্শনী প্রোগ্রাম

💢 আজ ২২ জুলাই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন - উদ্যোক্তা তৈরির কেন্দ্র চট্টগ্রাম জেলা কতৃক আয়োজিত ঈদ পূনমিলনী ও পণ্য প্রদর্শনী প্রোগ্রাম খুবই সুন্দর জাঁকজমকপূর্ণ এবং সকলের উপস্থিতিতে এক প্রানবন্ত মিটআপ সম্পন্ন করলাম আলহামদুলিল্লাহ।
💢 আজকের প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য প্রবাস থেকে আগত কোর ভলেন্টিয়ার Mohammad Jafar Iqbal ভাই ও কোর ভলেন্টিয়ার Zahid Islam ওনাদের উপস্থিতিতে আজকের প্রোগ্রামটি আরো বেশি প্রানবন্ত হয়ে উঠেছিল।
💢 আজকের প্রোগ্রামটির সঞ্চালনায় ছিলাম আমি Reaz Kamal Heron ডিস্ট্রিক্ট এম্বাসাডর চট্টগ্রাম জেলা। আজকের প্রোগ্রামের দুজন উদ্যোক্তার গল্প শুনলাম যাদের মাসে লাক টাকার উপরে সেইল হয় তারা হলেন Riaj ADKazi Md. Amzad Hosain তাদের জন্য শুভকামনা রহিল। এবং যারা আজকে মিটআপে নতুন আসছেন তাদের সাথে পুরাতন সদস্যদের সাথে পরিচিতি হওয়ার সুযোগ করে দেয়য়া হয়েছে। সকল জোন ও উপজেলা এম্বয়াসেডরগন প্লাটফর্ম এর বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন।
💢 আজকের প্রোগ্রামটি সম্পূর্ণভাবে বেতিক্রম ছিল। আমাদের প্লাটফর্ম উদ্যোক্তা ভাই-বোনরা তাদের নিজস্ব পণ্য প্রদর্শন করতে নিয়ে এসেছেন। চমৎকার পণ্য প্রদর্শনী হয়েছে এবং প্রচুর বিক্রিও হয়েছে মাশাআল্লাহ।
💢 আজকের মিটআপে উপস্থিত হওয়ার জন্য অনেক দূরদূরান্ত থেকে ছুটে এসেছেন। কেউ সাতকানিয়া থেকে কেউ সীতাকুণ্ড- মিরসরাই, হাটহাজারী, ফটিকছড়ি থেকে। ভালোবাসা কি জিনিস সেটা এই প্লাটফর্ম আমাদেরকে অক্ষরে অক্ষরে শিখিয়ে দিয়েছে।
💢 যেসকল ভাই-বোন এত কষ্ট করে মিটআপে উপস্থিত হয়ে প্রানবন্ত করে তুলেছেন সেজন্য আপনাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার বিভিন্ন কথায় কোন ভাই-বোন আমার অজান্তে কষ্ট পেয়ে থাকলে দয়াকরে ক্ষমা করে দিবেন।
💢 সব শেষে Jebunnessa Koli, JK Halal Foods এর পক্ষ থেকে হালকা নাস্তার আয়োজনও ছিল। ধন্যবাদ কলি ভাবিকে।
পরিশেষে সকলের সু-স্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আজকের মতো।

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।