See More Post

দাগনভুইয়া উপজেলার প্রথম মিটআপের আয়োজন করা হয়েছে |

আসসালামু আলাইকুম ওয়া রাহা মাত উল্লাহ,
বিসমিল্লাহির রহমানির রহিম,
আজ ১৬/০৯/২০২২ ইং শুক্রবার দাগনভুইয়া উপজেলার প্রথম মিটআপের আয়োজন করা হয়েছে,
উক্ত মিটআপে চমৎকার উপস্থিতি ছিল , আপনাদের সবার ভালোবাসা অংশ গ্রহণ ও সহযোগিতায় সফল ও সার্থক হয়েছে আমাদের এই খুদ্র প্রয়াস ।
🎗️স্বপ্ন দেখুন
🎗সাহস করুন
🎗️শুরু করুন এবং
🎗️লেগে থাকুন
🎗️সাফল্য আসবেই ইনশাআল্লাহ।
প্রিয় Iqbal Bahar Zahid sir এর শিক্ষা গ্রহন করে নিয়মিত একটিভ থাকবো ও দাগনভুইয়া উপজেলার কার্যক্রম নিয়ে এগিয়ে যাবো ইনশাল্লাহ।
আজকের মিটআপে উপস্থিত ছিলেন জেলা সমন্বয়ক Mohammed Forkan ভাই, দুবাই কান্ট্রি এম্বাসেডর ও মড়ারেটর Manik lal দাদা, চট্টগ্রামের জেলা এম্বাসেডর Reaz Kamal Heron ভাই সহ আরও অনেকে, নারী সদস্যদের উপস্থিতি ছিলো চমৎকার, উপস্থিত সবাইকে দাগনভুইয়া উপজেলা ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
সঞ্চালনয় ছিলাম আমি ঃ J M Faruk,
প্রিয় স্যারের শিক্ষা নিয়ে নিজেকে একজন পজিটিভ ও ভালো মানুষ হিসাবে গড়ে তোলার নিরন্তর পথচলা অব্যাহত রাখবো ও সফল উদ্যোগতা না হওয়া পর্যন্ত লেগে থাকবো ইনশাআল্লাহ।
আদর্শ ফেনী জেলা টিমের দায়িত্বশীল দের সহযোগিতা ও পরামর্শ নিয়ে আমাদের দাগনভুইয়া উপজেলা মিটআপের আয়োজন করা হয়েছে,সবার অংশগ্রহণে অনুষ্ঠান সফল ও সার্থক হয়েছে ।
স্থান ঃ ফারুক অর্গানিক হাউজ,
সিলোনীয়া বাজার , দাগনভুইয়া,
বিকাল তিনটা ত্রিশ মিনিট -- শুক্রবার।
১৬/০৯/২০২২ ইংরেজি।
🥀🥀প্রতিযোগিতা হোক পজিটিভিটির 🥀🥀
চাকরি করবোনা, চাকরি দিবো এ-ই শ্লোগান হৃদয়ে ধারণ করবো ইনশাল্লাহ।
জীবনে অন্তত একজন মানুষের ভাগ্য বদলাতে সাহায্য করবো ইনশাআল্লাহ।

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।