See More Post

এটা হল সম্প্রীতি

গত ৪ জানুয়ারী হয়ে গেল" নিজের বলার মত একটা গল্প " গ্রুপ এর মহাসম্মেলন।
এই সম্মেলনে গিয়ে এতদিন ভার্চুয়াল জগতের মানুষ গুলোকে চোখের সামনে দেখতে পেয়ে সত্যিই অভিভূত হয়ে গেছি।
আমার জানা নেই এমন কোন অনলাইন প্লাটফর্ম আছে কিনা যেটা এত বেশি সংখ্যক মানুষকে ভার্চুয়াল জগত থেকে বাস্তবে একত্রিত করতে পেরেছে।
আমি আজ বলব বিশ্বাস, ভালোবাসা, দায়িত্ব আর সম্প্রীতির গল্প।
আমরা স্বামী,স্ত্রী আর দুই ছেলেমেয়ে নিয়ে গিয়েছিলাম সম্মেলনে।
সবার স্টল ঘুরে ঘুরে দেখেছি। অনেক কিছু কিনেছি।
এতদিন অনেকের সাথে কথা হয়েছে। কিন্ত এই মানুষ গুলোকে কখনো দেখিনি। কিন্তু যখন সরাসরি দেখলাম তাদের আন্তরিকতায় আমি মুগ্ধ।
প্রথমেই বলব মনীষা চাকমার কথা। তিনি যেভাবে আমাকে বুকে জড়িয়ে ধরলেন মনে হল আমাদের বহুদিনের পরিচয় ছিল।
এটা হল ভালবাসা।
মুজাহিদ অপু ভাই এর সাথে কথা বলে খুবই আন্তরিক মনে হল। তিনি যে এত নিরহংকারী আর বন্ধুত্বপূর্ণ সেটা দেখা নাহলে বুঝতামই না। তিনি 12 কেজি মধু দিয়ে গেছেন আমাদেরকে যেটার টাকা তিনি পরে নিবেন বলেছেন।
এটা হল বিশ্বাস।
আর আমাদের যশোর জেলা এম্বাসেডর রনি ভাই আর ইউনুস ভাই যে এত কেয়ারফুল এবং দায়িত্ব বোধ সম্পূর্ণ সেটা তাদেরকে না দেখলে বুঝবেন না। আমাদের খাবার সময় ইউনুস ভাই আমার ছেলেমেয়ের জন্য এক্সট্রা খাবার এর ব্যবস্থা করে দিয়েছে। মনে হয়েছে আমাদের যেন খুব কাছের বন্ধু।
ইউনুস ভাইকে ধন্যবাদ দিয়ে ছোট করবনা।
কারণ তিনি মানুষটাই এমন। তিনি সম্মেলনের টিকিট দেয়ার জন্য নওয়াপাড়া থেকে যশোর টাউন পর্যন্ত এসেছেন সন্ধ্যায়। আবার সেই রাতে কষ্ট করে বাসায় ফিরে গেছেন।
আবার রনি ভাইতো মিটআপের জন্য ঢাকা থেকে প্রতিমাসে যশোর অব্দি যান।
এই স্যাক্রিফাইস গুলো শুধু এই প্লাটফর্মকে ভালোবেসে ভালো মানুষদের দ্বারাই সম্ভব।
এটা হল দ্বায়িত্ব।
আর অনেক গুলো ভালো মানুষ যাদের সাথে অনেক কথা বলার ইচ্ছা ছিল কিন্তু সময় ছিলনা
তাদের মধ্যে জুলেখা খাতুন সুমা আপু একজন।
আশা স্পর্শমণি আপু আর সাদিয়া আফরিন পুষ্প আপুর সাথেও অল্প কথা হয়েছে।
তারা ও নিজেরা যে ভালোমানুষ সেটা তাদের সাথে কথা বললেই বোঝা যায়।
এটা হল সম্প্রীতি।
আর যেই মানুষটা এতকিছুর আয়োজন করেছেন তার কথা বললে কি ফুরাবে?
আমাদের সবার প্রিয় ইকবাল বাহার স্যার দুপুরে না খেয়ে এতবড় একটা অনুষ্ঠান ক্রমাগত সামলেছেন সেটা আমরা অনেকেই জানিনা।
আমাদের মধ্যে অনেকেই সেলফি তুলতে ব্যস্ত।
কত কষ্ট করে এই মানুষটা সবকিছু সামলেছেন সেটা আল্লাহই জানেন।
এটা হল আত্মত্যাগ।
বিশ্বাস ভালবাসা দায়িত্ববোধ সম্প্রীতি আর আত্মত্যাগ এর এক অনন্য উদাহরণ আমাদের সবার প্রিয় ইকবাল বাহার জাহিদ স্যার।
আল্লাহ যেন আপনার সবসময় ভাল করেন।
নিজের বলার মত একটা গল্পের আকাশে নক্ষত্র হয়ে বেঁচে থাকুক একটি নাম।
ইকবাল বাহার জাহিদ


📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ১০৫ Date:- ০৯/০১/২০২০ ইং
ফারহানা রশীদ
ষষ্ঠ ব্যাচ
যশোর জেলা
রেজিঃ 4442

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।