See More Post

রক্ত মানুষের জীবনীশক্তির মূল, বেঁচে থাকার প্রধান হাতিয়ার।

আজকের একটা ভালো কাজের নমুনা তুলে ধরছি।
আমাদের ফাউন্ডেশন কেবল উদ্যোক্তা সৃষ্টি করেনা।
আদর্শ মানুষ তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে।
মানবতার দর্পণ প্রিয় Iqbal Bahar Zahid স্যারের শিক্ষায় আমাদের ফাউন্ডেশনের ব্লাড ডোনেশন ম্যানেজমেন্ট টিম মানবতার অগ্রদূত হিসেবে ২৪ঘন্টা সেবা দিয়ে যাচ্ছে।
রক্ত মানুষের জীবনীশক্তির মূল, বেঁচে থাকার প্রধান হাতিয়ার। পৃথিবীতে রক্তই একমাত্র ‘জীবন্তসত্তা’ যার মাঝে কোনো জাতি ভেদ, ধর্ম ভেদ, বর্ণ ভেদ নেই। ধনী-গরীব, সাদা-কালো সবারই রক্তের বৈশিষ্ট্য ও বর্ণ একই। মানুষ সামাজিক জীব। সে হিসেবে মানুষের একে অপরের প্রতি রয়েছে কিছু সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা। আর এর মধ্যে স্বেচ্ছায় রক্তদান অন্যতম।
দুপুরের দিকে আমাদের স্বপ্নীল সুনামগঞ্জ জেলার কমিউনিটি ভলেন্টিয়া Hosna Mukta আপু কল দিয়ে জানালেন ইমার্জেন্সি ঢাকায় উনার আত্মীয়ের জন্য ব্লাড প্রয়োজন। আমি আপুকে আসস্থ করলাম চিন্তা করবেন না আপু ম্যানেজ হয়ে যাবে। রক্তের জন্য নক করলাম আমাদের ফাউন্ডেশনের গুলশান এম্বাসেডর ও #ঢাকা_বিভাগীয়_ব্লাড_ম্যানেজমেন্ট_টিমের অন্যতম রক্ত যোদ্ধা Md Salauddin Jibon ভাইয়া কে। আলহামদুলিল্লাহ বলা মাত্রই সঙ্গে সঙ্গে ব্লাড রেডি।
স্যালুট জানাই আমাদের ফাউন্ডেশনের নিবেদিত ভলেন্টিয়ারদের প্রতি যাদের অক্লান্ত পরিশ্রম এবং ভালো মানুষিকতায় এগিয়ে যাচ্ছে আমাদের প্রিয় প্লাটফর্ম নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন - উদ্যোক্তা তৈরির কেন্দ্র

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।