See More Post

মৌলভীবাজার জেলার ঈদ পূর্ণ মিলনি অনুষ্ঠান

আসসালামুআলাইকুম সবাই কে।
আজ আমাদের মৌলভীবাজার জেলার ঈদ পূর্ণ মিলনি অনুষ্ঠান ছিলো। সাথে ছিলো নতুন কোর মোহাম্মদ তারেক আহমদ ভাইয়া কে বরন করে নেয়া।
চমৎকার ভাবে এই অনুষ্ঠান উপভোগ করলাম। যদিও হৃদয় ছিলো ভারাক্রান্ত কারণ আমাদের কোর ভলেন্টিয়ার মোহাম্মদ তারেক আহমদ ভাইয়া কে শেষ বাবের মত মিট আপ এ কাছে ফেলাম। জানিনা আর কবে এভাবে আমাদের মিট আপ হবে তারেক ভাইয়া কে নিয়ে। চলে যাবেন সুদুর লন্ডন। ওনি শুধু আমার ভাই নয় আমার কলিজার টুকরা। তাই তো ওনাকে বিদায় দেয়ার কথা ভাবলে নিজেকে সামলাতে পারিনা।অশ্রুতে ভিজে যায় দুচোখ। যদিও আমার রক্তের সম্পর্ক নয় এই সম্পর্ক আমার আত্মার। সারাজীবন বেঁচে থাকুক এই ভালোবাসা। এ বন্ধন সম্ভব হয়েছে শুধু মাএ নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন এর জন্য। আমার প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং অফুরন্ত ভালোবাসা এত সুন্দর একটা প্লাটফর্ম তৈরী করে দেয়ার জন্য। সবার প্রতি অনেক অনেক দোয়া ও অফুরন্ত ভালোবাসা অবিরাম। ভালো থাকুক প্রিয় মানুষ গুলো সব সময় এ কামনা করি।

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।