See More Post

সিলেট জেলার মাসিক মিটআপ

এইরকম একেকটি মাসিক মিটআপ সবার কাছে মনে হয় পরিচিত বৃদ্ধি পায়। কিন্তু আমার কাছে মনে হয় নিজের কাজে আরও স্পিড বাড়ানোর চার্জ! 


ফাউন্ডেশনে এক্টিভ হওয়ার পর থেকে সবসময়ই ভালো মানুষ হবার নির্দেশ পেয়েছি সম্মানিত স্যার Iqbal Bahar Zahid স্যারের থেকে। যার থেকে সবচেয়ে বেশি মোটিভেশান পেয়েছি তিনি হলে #মনে_পড়ে_লিমিটেড কোম্পানির সত্ত্বাধিকারী Md. Movazul Hoque Movaz ভাই। 


তাছাড়া কিভাবে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারি ব্যবসায়িক জীবনে এবং কোন সমস্যা হলে এসবের নির্দেশ পেয়েছি ফাহিম মুন্তাছির তালুকদার ভাই Tanvir Lalon ভাই MD Riaz Uddin ভাই Mohd Aminur Rahman ভাই সহ সকলের থেকে।


সবচেয়ে বেশি বিরক্ত করেছি ফাউন্ডেশনে যেই মানুষটাকে তিনি হলেন Mujahid Opu ভাই। (কিভাবে করেছি বিরক্ত তা উল্লেখ নাই করলাম)।


আজকে মাসিক মিটআপে আমাকে এইভাবে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন সকলে তা কল্পনা করি নি। খুব ভালো যেভাবে লেগেছে তেমনি অবাক হয়েছি আমাকে এতোটা সম্মান দেয়ার জন্যে। 


আমি সবার জন্যে দোয়া ও শুভ কামনা জানাই। সেই সাথে যারা আজকে আমাকে ফুল দিয়ে সম্মান জানালেন দোয়া করি আল্লাহ্ যেন আপনাদেরকে এরচেয়েও বেশি সম্মানিত করে দেন।



ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।