আলহামদুলিল্লাহ্ আমাদের পজিটিভ শরীয়তপুর সদর জেলার মাসিক মিট-আপ অফলাইনে সফল ভাবে সম্পুর্ন হলো।
কৃতজ্ঞতা প্রান প্রিয় মেন্টর উদ্যােক্তার কারিগর আমাদের নয়নের মধ্যে মনি জনাব Iqbal Bahar Zahid স্যারের প্রতি। এতো সুন্দর একটা ভালো মানুষের প্লাটফর্ম তৈরী করে দেওয়ার জন্য।
ডায়নামিক লেডি লিডার পজিটিভ শরীয়তপুর সদর উপজেলা এম্বাসাডর Salma Akter আপু নেতৃত্বে মিট আপ সম্পুর্ন হলো।
উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর জেলার ক্যাম্পাস এম্বাসাডর Anika Islam Tanha আপু।
আরো উপস্থিত ছিলেন সুপার এক্টিভ ভলান্টিয়ার BQ Mysha আপু, সহ দায়িত্বশীল অনেকেই।
সকলের জন্য আন্তরিক দোয়া ও ভালোবাসা নিবেদন করছি।
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।