See More Post

বিনামূল্যে ১৬টি স্কীল শেখানো হয়।

🕋বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম,ওয়ারহমাতুল্লাহ।

🌹সর্ব প্রথম আমি শুকরিয়া আদায় করছি, মহান রাব্বুল আলামিনের প্রতি, যিনি আমাকে এই পৃথিবীতে সকল বিপদ আপদ থেকে এখনো পর্যন্ত  সুস্থ ও নিরাপদ  রেখেছেন, আলহামদুলিল্লাহ।

🌺 লেখার শুরুতে পরম ভালোবাসা ও  শ্রদ্ধা ভরে স্বরণ করছি, আমার প্রান প্রিয় মমতাময়ী মা ও বাবার প্রতি। যাদের উছিলায় এই সুন্দর পৃথিবীর বুকে এসে পৃথিবীর সৌন্দর্য  উপভোগ করতে পারছি। মা ও বাবার প্রতি আমার অফুরন্ত ভালোবাসা প্রকাশ  করছি।

🌹তারপর আমি আরো শ্রদ্ধার  সাথে স্বরণ করছি, আমাদের সকলে,প্রান প্রিয় মেন্টর, এসময়ে সেরা আবিষ্কার জীবন্তকিংবদন্তি ও মানবতার ফেরিওয়ালা, জনাব, @iqbal Bahar Zahid স্যারের প্রতি। তার সুচিন্তা ও পরিকল্পনার মাধ্যমে আমরা এতো সুন্দর একটি প্লাটফর্ম উপহার পেয়েছি। আরো পেয়েছি লক্ষ  লক্ষ  ভাই ও বোন এবং পেয়েছি বিশাল একটা পরিবার,যার শিক্ষা বুকে লালনকরে লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী, সহজ করে নিজের বলার মত একটা গল্প তৈরী করার সাহস পেয়েছে। যিনি আমাদেরকে  একজন ভালো মানুষ ও সফল উদ্যোক্তা এবং স্বাবলম্বী করে তুলতে বিনা স্বার্থে, দিন রাত সময় দিয়ে সবার জন্য  নিরলস ভাবে  কাজ করে যাচ্ছেন।
বাংলাদেশের  বেকরত্ব দূর করার জন্য  প্রিয় স্যার যেই মহৎ উদ্যোগ নিয়েছে, তার জন্য  আমি প্রিয় স্যারকে স্যালুট জানাই।

🌹🌹নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের সকল ভাই বোনদের উদ্দেশ্যেই আমার আজকের লেখা। আমার পরিবারের বাইরে আমার আর একটি পরিবার আছে আমি মনে করি। সবাইকে  আমার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা ও অনেক বেশি দোয়া রইলো।

👉গল্পের শুরুটা কোথায় থেকে করবো বুঝতে পারছিনা না,তবে আমার জানা মতে জীবনের গল্পের শুরু আছে কিন্তু শেষ নাই।  মানুষ জন্মের পর পরই জীবনের গল্প শুরু হয়,আর শেষ  হয় মানুষের মৃত্যুর পর।

       ♥️আমার সংক্ষিপ্ত  জীবনী ❤️

🌹আমি  আনোয়ার পাশা, পিতা আব্দুল  আজিজ, মাতা আনোয়ারা বেগম।  আমরা দুই ভাই এক বোন, আমি পরিবারের বড় ছেলে,আমার শৈশব ও জন্ম গাজীপুর  সদর, গাজীপুর জেলায়।

         🌹শৈশব ও জন্ম 🌹
এই পৃথিবীতে সবাই সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করে তার ব্যতিক্রম  ছিলনা আমার জীবনের,আমার জন্ম হয় একটি  সরকারি  হাসপাতালে, আমার মা ও বাবার প্রথম সন্তান আমি,আমার জন্মের সময় মা'অনেক অসুস্থ হয়ে পরে তাই, আমার মা' কে গাজীপুরের সদর হাসপালে থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আমার জন্মের সময় আমার মা ওবাবা অনেক কষ্ট  করছে। তাদের কাছে আমি চির ঋনী।
১ সপ্তাহ পরে আমার নামকরন করা হয়, ইসলামিক বিদান অনুসারে, একটু একটু করে বড় হতে লাগলাম মা ও বাবার আদর ও ভালোবাসা পেয়ে।
আল্লাহ আমার মা ও বাবাকে নেক হায়াত দান করুন, আমিন।

            🌹ছাএ জীবন 🌹
আমার ছাত্র  জীবন শুরু  হয়,আমার  খালা আম্মার কাছ থেকে, সেই থেকে আমার ছাত্র জীবন শুরু,ছোট  থেকে আমি ছিলাম একটু  দুষ্ট প্রকৃতি, লেখা পাড়া তেমন মনোযোগী ছিলাম না, ২০০৮ সালে প্রাইমারি  পাশ করি,এর পর একটি মাদ্রাসায়  ষষ্ঠ  শ্রেনীতে ভর্তি হই। এক বছর লেখাপড়া পর আবার স্কুলে  ভর্তি  হয়।
সেই উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে 2015 সালে এস,এস,সি পাস করি।
ছাত্র জীবনে খেলাধুলা বেশি পছন্দ ছিল  স্কুলে বিভিন্ন আন্তঃ স্কুল প্রতিযোগিতায়  অংশগ্রহণ করতাম।
এস,এস,সি পাশ করার পর একটি প্রাইভেট কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হই। সেখান থেকে পড়ালেখার পাশাপাশি একটি সরকারি চাকরির জন্য আবেদন করি পুলিশে, সেখানে টাকা ঘুষ না দেয়ার কারণে চাকরিটি আর হয় না, তারপরে লেখাপড়া ঐ পর্যন্তই আমার সমাপ্ত হয়।

           🌹বৈবাহিক  জীবন 🌹
ছাত্র জীবন শেষ করার পর। দীর্ঘদিন চাকরি করার পর আমার পরিবারের মা ও বাাবার পছন্দ অনুযায়ী 2021 সালে একুশে সেপ্টেম্বর আমার বৈবাহিক জীবন শুরু হয়। ইসলাম ধর্মে অনুসারে আমার বিবাহ সম্পন্ন হয়।
আমার বিবাহের এক বছর পর আমাদের ঘর আলো করে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। আমাদের সংসার আনন্দ ও বেদনার মাঝখানে এখনো পর্যন্ত সুখময় জীবন যাপন করছি, আল্লাহর অশেষ রহমতে।
মানুষের জীবনে এমন কিছু কথা বা স্মৃতি থাকে যা চাইলেও সবার মাঝে শেয়ার করা যায় না।
🌷🌷 পারিবারিক  জীবন 🌷🌷

শুরুতেই বলেছি আমার পারিবারিক জীবন দুঃখ কষ্ট হাসি আনন্দ-বেদনার মাঝখানে আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালই চলছে।
আমার পরিবারে মা বাবা ভাই বোনদের সাথে একসাথে বসবাস করি এবং আর্থিক সমস্যার মাঝেও আলহামদুলিল্লাহ মা- বাবার সাথে সাথেই আছি, মৃত্যুর আগ পর্যন্ত যেন মা-বাবার সাথে থাকতে পারি সেই প্রার্থনা করি, আমি পরিবারের বড় সন্তান তাই আমি জবের পাশাপাশি কিছু করার চিন্তা ভাবনা করি এরপর আমার একটি ছোট বোন আছে তার বিয়ে চলে আসে বিয়েতে অনেক টাকা খরচ  হয়ে যায় পরিবারের, কিছু টাকা লোন করি,পরিবারে আমি এবং আমার বাবা দুজনেই উপার্জন করি এবং ঋণ পরিশোধ করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ ঋণের মাঝখানে পরিবার নিয়ে সুখে শান্তিতে আছি।

🌷🌺শুরু হলো নতুন পথ চলা 🌺🌹

2016 সালে লেখাপড়া শেষ করার পরে আমি একটি চাকরির জন্য একটি সিকিউরিটি কোম্পানিতে জব করি সেখানে কিছুদিন চাকরি করার পর, কিছুদিন পর  চাকরি চলে যায়, চাকুরি চলে যাওয়ার পরে
পর আমি কি করব? বুঝতে পারছিলাম না, পরিবারের অভাব অনটনের মাঝখানে অর্থনৈতিক দুর্ভোগে পড়ে আমার পরিবার। 2017 সালে আমি মোটর কোম্পানিতে হেলপার হিসেবে গাড়িতে হেলপারি করি সেখানে দুই বছর হেলপারি করার পর কিছু টাকা আমার ঋণ দিতে সক্ষম হই। তারপরে আবার ঋণ নিয়ে একটি অটো ইজি বাইক কিনে পরিবারের সচ্ছলতা আনার জন্য কিছুদিন আমি নিজেই ইজিবাইক চালাই,
এর পাশাপাশি প্রাইভেট কোম্পানিতে চাকরির জন্য আবেদন করতে থাকি, 2019 সালের নভেম্বর মাসে আমার একটি টেক্সটাইল কোম্পানিতে জব হয়।
সেখানে এক বছর হেলপারি করার পর,কিছুদিন পর আর একটি কোম্পানিতে অপারেটর হিসেবে যোগদান করি, সেখানে মোটামুটি ভাল সেলারি ছিল,তবুও পরিবারের ঋণ পরিশোধ এবং সংসার সচ্ছল ভাবে চলতো না।
পরিবারের আর্থিক সচ্ছলতা আনার জন্য চাকরির পাশাপাশি কিছু একটা করার চিন্তা ভাবনা শুরু করি।
কিছুদিন ইউটিউব ফেসবুক ঘাটাঘাটি করার পরে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন পেজের লিংক পেয়ে যাই, ইউটিউবে স্যারের অনেক ভিডিও প্রোগ্রাম দেখে মনে সাহস সঞ্চয় হয়, মা-বাবার প্রতি আগের চেয়ে অনেক বেশী শ্রদ্ধা ও ভালবাসা বেড়ে যায়, অনেক অনুপ্রেরণা পাই,পরিবারকে স্বচ্ছল করার জন্য, "চাকুরি করব না,চাকুরি দেব",প্রিয় স্যারের এই স্লোগান ও আদর্শ বুকে ধারন করে নিজে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করে যাচ্ছি।

      🌺আমার স্বপ্ন 🌺
আমার স্বপ্ন খুব বেশী বড় কিছু না, আমি যেন একজন সফল উদ্যোক্তা হতে পারি এবং আমার পরিবার ও সমাজের কিছু দায়িত্ব পালন করতে পারি, নিজে একজন সফল উদ্যোক্তা বা সফল ব্যবসায়ী হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারি এবং বেকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে পারি, সেই লক্ষ্যে,স্বপ্ন পূরনের জন্য দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং প্রিয় শিক্ষক জনাব,ইকবাল বাহার জাহিদ স্যারের দেখানো পথ অনুসরণ করে যাচ্ছি। ইনশাল্লাহ, ভবিষ্যতে একজন সফল উদ্যোক্তা না হওয়া পর্যন্ত লেগে থাকব।
সকলে ভালবেসে সহযোগীতা করবেন,দোয়ায় রাখবে সেই প্রত্যাশা করি।

      🌷ফাউন্ডেশনে যুক্তঃ-🌷
এই ফাউন্ডেশন আমি আগে থেকেই  ফলো করতাম, কিন্তু আমি ভেবেছিলাম আর দশটা গ্রুপের মত এটি একটি সাধারণ গ্রুপ,মাঝে মাঝে আমি স্যারের ভিডিও গুলো দেখতাম সেখান থেকে অনুপ্রাণিত হতাম,সাহস পেতাম নিজে কিছু করার কিছুদিন পর আমি রেজিস্ট্রেশন করার জন্য ফাউন্ডেশনে পোস্ট দেই, আমাকে রাজশাহীর এক বড় ভাই, শামীম রেজা ভাই এই ফাউন্ডেশনে রেজিস্ট্রেশন করিয়ে দেয়। রেজিস্ট্রেশন করার পর থেকে ভালোবেসে এই ফাউন্ডেশনে যুক্ত আছি। এখানে নিজের পরিচয় ফুটিয়ে তোলা যায়, কথা বলার জড়তা কাটানোর ভিডিও করা যায়, নিজের, পণ্য'র ব্রান্ডিং ও ভালো মানুষ হওয়ার চর্চা হয়, মানবিক কাজ করা হয়,ভলান্টিয়ারিং শেখানো এবং প্রতিদিন উদ্যোক্তা হওয়ার জন্য সাজেশন ক্লাস চর্চা হয়। বিনামূল্যে ১৬টি স্কীল শেখানো হয়।
এই ধরনের প্লাটফর্ম আর কোথাও আছে বলে আমার মনে হয় না।

🌹অতন্দ্র গাজীপুর জেলার সম্মানীত কোর-ভলান্টিয়ার, মডারেটর, জেলা এম্বাসেডর,উপজেলার এম্বাসেডর, কমিউনিটি ভলান্টিয়ার সহ সকল আজীবন সদস্য ভাই- বোনদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা অবিরাম।
সবাই এত বেশী আন্তরিক, সব সময়ে সহযোগী পাই,তাদের ভালবাসায় আমি মুগ্ধ।

✍️পরিশেষে, আমার লেখা গল্পে যদি কোন ভূল করে থাকি বা কাউকে কষ্ট দিয়ে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
মানুষ মাত্রই ভূল, আমার অগোছালো জীবনের গল্প ধৈর্য সহকারে পড়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।


📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৮৮৪
তারিখ ১১-১০-২০২২ইং

          💞ধন্যবাদান্তেঃ-💞
🌹মোঃ আনোয়ার পাশা।🕋বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আসসালামু আলাইকুম,ওয়ারহমাতুল্লাহ।


🌹সর্ব প্রথম আমি শুকরিয়া আদায় করছি, মহান রাব্বুল আলামিনের প্রতি, যিনি আমাকে এই পৃথিবীতে সকল বিপদ আপদ থেকে এখনো পর্যন্ত  সুস্থ ও নিরাপদ  রেখেছেন, আলহামদুলিল্লাহ। 


🌺 লেখার শুরুতে পরম ভালোবাসা ও  শ্রদ্ধা ভরে স্বরণ করছি, আমার প্রান প্রিয় মমতাময়ী মা ও বাবার প্রতি। যাদের উছিলায় এই সুন্দর পৃথিবীর বুকে এসে পৃথিবীর সৌন্দর্য  উপভোগ করতে পারছি। মা ও বাবার প্রতি আমার অফুরন্ত ভালোবাসা প্রকাশ  করছি।


🌹তারপর আমি আরো শ্রদ্ধার  সাথে স্বরণ করছি, আমাদের সকলে,প্রান প্রিয় মেন্টর, এসময়ে সেরা আবিষ্কার জীবন্তকিংবদন্তি ও মানবতার ফেরিওয়ালা, জনাব, @iqbal Bahar Zahid স্যারের প্রতি। তার সুচিন্তা ও পরিকল্পনার মাধ্যমে আমরা এতো সুন্দর একটি প্লাটফর্ম উপহার পেয়েছি। আরো পেয়েছি লক্ষ  লক্ষ  ভাই ও বোন এবং পেয়েছি বিশাল একটা পরিবার,যার শিক্ষা বুকে লালনকরে লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী, সহজ করে নিজের বলার মত একটা গল্প তৈরী করার সাহস পেয়েছে। যিনি আমাদেরকে  একজন ভালো মানুষ ও সফল উদ্যোক্তা এবং স্বাবলম্বী করে তুলতে বিনা স্বার্থে, দিন রাত সময় দিয়ে সবার জন্য  নিরলস ভাবে  কাজ করে যাচ্ছেন।

বাংলাদেশের  বেকরত্ব দূর করার জন্য  প্রিয় স্যার যেই মহৎ উদ্যোগ নিয়েছে, তার জন্য  আমি প্রিয় স্যারকে স্যালুট জানাই।


🌹🌹নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের সকল ভাই বোনদের উদ্দেশ্যেই আমার আজকের লেখা। আমার পরিবারের বাইরে আমার আর একটি পরিবার আছে আমি মনে করি। সবাইকে  আমার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা ও অনেক বেশি দোয়া রইলো।


👉গল্পের শুরুটা কোথায় থেকে করবো বুঝতে পারছিনা না,তবে আমার জানা মতে জীবনের গল্পের শুরু আছে কিন্তু শেষ নাই।  মানুষ জন্মের পর পরই জীবনের গল্প শুরু হয়,আর শেষ  হয় মানুষের মৃত্যুর পর। 


       ♥️আমার সংক্ষিপ্ত  জীবনী ❤️


🌹আমি  আনোয়ার পাশা, পিতা আব্দুল  আজিজ, মাতা আনোয়ারা বেগম।  আমরা দুই ভাই এক বোন, আমি পরিবারের বড় ছেলে,আমার শৈশব ও জন্ম গাজীপুর  সদর, গাজীপুর জেলায়।


         🌹শৈশব ও জন্ম 🌹

এই পৃথিবীতে সবাই সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করে তার ব্যতিক্রম  ছিলনা আমার জীবনের,আমার জন্ম হয় একটি  সরকারি  হাসপাতালে, আমার মা ও বাবার প্রথম সন্তান আমি,আমার জন্মের সময় মা'অনেক অসুস্থ হয়ে পরে তাই, আমার মা' কে গাজীপুরের সদর হাসপালে থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আমার জন্মের সময় আমার মা ওবাবা অনেক কষ্ট  করছে। তাদের কাছে আমি চির ঋনী।

১ সপ্তাহ পরে আমার নামকরন করা হয়, ইসলামিক বিদান অনুসারে, একটু একটু করে বড় হতে লাগলাম মা ও বাবার আদর ও ভালোবাসা পেয়ে।

আল্লাহ আমার মা ও বাবাকে নেক হায়াত দান করুন, আমিন। 


            🌹ছাএ জীবন 🌹

আমার ছাত্র  জীবন শুরু  হয়,আমার  খালা আম্মার কাছ থেকে, সেই থেকে আমার ছাত্র জীবন শুরু,ছোট  থেকে আমি ছিলাম একটু  দুষ্ট প্রকৃতি, লেখা পাড়া তেমন মনোযোগী ছিলাম না, ২০০৮ সালে প্রাইমারি  পাশ করি,এর পর একটি মাদ্রাসায়  ষষ্ঠ  শ্রেনীতে ভর্তি হই। এক বছর লেখাপড়া পর আবার স্কুলে  ভর্তি  হয়। 

সেই উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে 2015 সালে এস,এস,সি পাস করি।

ছাত্র জীবনে খেলাধুলা বেশি পছন্দ ছিল  স্কুলে বিভিন্ন আন্তঃ স্কুল প্রতিযোগিতায়  অংশগ্রহণ করতাম।

এস,এস,সি পাশ করার পর একটি প্রাইভেট কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হই। সেখান থেকে পড়ালেখার পাশাপাশি একটি সরকারি চাকরির জন্য আবেদন করি পুলিশে, সেখানে টাকা ঘুষ না দেয়ার কারণে চাকরিটি আর হয় না, তারপরে লেখাপড়া ঐ পর্যন্তই আমার সমাপ্ত হয়।


           🌹বৈবাহিক  জীবন 🌹

ছাত্র জীবন শেষ করার পর। দীর্ঘদিন চাকরি করার পর আমার পরিবারের মা ও বাাবার পছন্দ অনুযায়ী 2021 সালে একুশে সেপ্টেম্বর আমার বৈবাহিক জীবন শুরু হয়। ইসলাম ধর্মে অনুসারে আমার বিবাহ সম্পন্ন হয়।

আমার বিবাহের এক বছর পর আমাদের ঘর আলো করে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। আমাদের সংসার আনন্দ ও বেদনার মাঝখানে এখনো পর্যন্ত সুখময় জীবন যাপন করছি, আল্লাহর অশেষ রহমতে। 

মানুষের জীবনে এমন কিছু কথা বা স্মৃতি থাকে যা চাইলেও সবার মাঝে শেয়ার করা যায় না।

🌷🌷 পারিবারিক  জীবন 🌷🌷


শুরুতেই বলেছি আমার পারিবারিক জীবন দুঃখ কষ্ট হাসি আনন্দ-বেদনার মাঝখানে আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালই চলছে।

আমার পরিবারে মা বাবা ভাই বোনদের সাথে একসাথে বসবাস করি এবং আর্থিক সমস্যার মাঝেও আলহামদুলিল্লাহ মা- বাবার সাথে সাথেই আছি, মৃত্যুর আগ পর্যন্ত যেন মা-বাবার সাথে থাকতে পারি সেই প্রার্থনা করি, আমি পরিবারের বড় সন্তান তাই আমি জবের পাশাপাশি কিছু করার চিন্তা ভাবনা করি এরপর আমার একটি ছোট বোন আছে তার বিয়ে চলে আসে বিয়েতে অনেক টাকা খরচ  হয়ে যায় পরিবারের, কিছু টাকা লোন করি,পরিবারে আমি এবং আমার বাবা দুজনেই উপার্জন করি এবং ঋণ পরিশোধ করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ ঋণের মাঝখানে পরিবার নিয়ে সুখে শান্তিতে আছি। 


🌷🌺শুরু হলো নতুন পথ চলা 🌺🌹


2016 সালে লেখাপড়া শেষ করার পরে আমি একটি চাকরির জন্য একটি সিকিউরিটি কোম্পানিতে জব করি সেখানে কিছুদিন চাকরি করার পর, কিছুদিন পর  চাকরি চলে যায়, চাকুরি চলে যাওয়ার পরে 

পর আমি কি করব? বুঝতে পারছিলাম না, পরিবারের অভাব অনটনের মাঝখানে অর্থনৈতিক দুর্ভোগে পড়ে আমার পরিবার। 2017 সালে আমি মোটর কোম্পানিতে হেলপার হিসেবে গাড়িতে হেলপারি করি সেখানে দুই বছর হেলপারি করার পর কিছু টাকা আমার ঋণ দিতে সক্ষম হই। তারপরে আবার ঋণ নিয়ে একটি অটো ইজি বাইক কিনে পরিবারের সচ্ছলতা আনার জন্য কিছুদিন আমি নিজেই ইজিবাইক চালাই,

এর পাশাপাশি প্রাইভেট কোম্পানিতে চাকরির জন্য আবেদন করতে থাকি, 2019 সালের নভেম্বর মাসে আমার একটি টেক্সটাইল কোম্পানিতে জব হয়।

সেখানে এক বছর হেলপারি করার পর,কিছুদিন পর আর একটি কোম্পানিতে অপারেটর হিসেবে যোগদান করি, সেখানে মোটামুটি ভাল সেলারি ছিল,তবুও পরিবারের ঋণ পরিশোধ এবং সংসার সচ্ছল ভাবে চলতো না।

পরিবারের আর্থিক সচ্ছলতা আনার জন্য চাকরির পাশাপাশি কিছু একটা করার চিন্তা ভাবনা শুরু করি।

কিছুদিন ইউটিউব ফেসবুক ঘাটাঘাটি করার পরে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন পেজের লিংক পেয়ে যাই, ইউটিউবে স্যারের অনেক ভিডিও প্রোগ্রাম দেখে মনে সাহস সঞ্চয় হয়, মা-বাবার প্রতি আগের চেয়ে অনেক বেশী শ্রদ্ধা ও ভালবাসা বেড়ে যায়, অনেক অনুপ্রেরণা পাই,পরিবারকে স্বচ্ছল করার জন্য, "চাকুরি করব না,চাকুরি দেব",প্রিয় স্যারের এই স্লোগান ও আদর্শ বুকে ধারন করে নিজে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করে যাচ্ছি।


      🌺আমার স্বপ্ন 🌺

আমার স্বপ্ন খুব বেশী বড় কিছু না, আমি যেন একজন সফল উদ্যোক্তা হতে পারি এবং আমার পরিবার ও সমাজের কিছু দায়িত্ব পালন করতে পারি, নিজে একজন সফল উদ্যোক্তা বা সফল ব্যবসায়ী হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারি এবং বেকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে পারি, সেই লক্ষ্যে,স্বপ্ন পূরনের জন্য দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং প্রিয় শিক্ষক জনাব,ইকবাল বাহার জাহিদ স্যারের দেখানো পথ অনুসরণ করে যাচ্ছি। ইনশাল্লাহ, ভবিষ্যতে একজন সফল উদ্যোক্তা না হওয়া পর্যন্ত লেগে থাকব।

সকলে ভালবেসে সহযোগীতা করবেন,দোয়ায় রাখবে সেই প্রত্যাশা করি।


      🌷ফাউন্ডেশনে যুক্তঃ-🌷

এই ফাউন্ডেশন আমি আগে থেকেই  ফলো করতাম, কিন্তু আমি ভেবেছিলাম আর দশটা গ্রুপের মত এটি একটি সাধারণ গ্রুপ,মাঝে মাঝে আমি স্যারের ভিডিও গুলো দেখতাম সেখান থেকে অনুপ্রাণিত হতাম,সাহস পেতাম নিজে কিছু করার কিছুদিন পর আমি রেজিস্ট্রেশন করার জন্য ফাউন্ডেশনে পোস্ট দেই, আমাকে রাজশাহীর এক বড় ভাই, শামীম রেজা ভাই এই ফাউন্ডেশনে রেজিস্ট্রেশন করিয়ে দেয়। রেজিস্ট্রেশন করার পর থেকে ভালোবেসে এই ফাউন্ডেশনে যুক্ত আছি। এখানে নিজের পরিচয় ফুটিয়ে তোলা যায়, কথা বলার জড়তা কাটানোর ভিডিও করা যায়, নিজের, পণ্য'র ব্রান্ডিং ও ভালো মানুষ হওয়ার চর্চা হয়, মানবিক কাজ করা হয়,ভলান্টিয়ারিং শেখানো এবং প্রতিদিন উদ্যোক্তা হওয়ার জন্য সাজেশন ক্লাস চর্চা হয়। বিনামূল্যে ১৬টি স্কীল শেখানো হয়।

এই ধরনের প্লাটফর্ম আর কোথাও আছে বলে আমার মনে হয় না।


🌹অতন্দ্র গাজীপুর জেলার সম্মানীত কোর-ভলান্টিয়ার, মডারেটর, জেলা এম্বাসেডর,উপজেলার এম্বাসেডর, কমিউনিটি ভলান্টিয়ার সহ সকল আজীবন সদস্য ভাই- বোনদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা অবিরাম।

সবাই এত বেশী আন্তরিক, সব সময়ে সহযোগী পাই,তাদের ভালবাসায় আমি মুগ্ধ।


 ✍️পরিশেষে, আমার লেখা গল্পে যদি কোন ভূল করে থাকি বা কাউকে কষ্ট দিয়ে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

মানুষ মাত্রই ভূল, আমার অগোছালো জীবনের গল্প ধৈর্য সহকারে পড়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।



📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৮৮৪

তারিখ ১১-১০-২০২২ইং 


          💞ধন্যবাদান্তেঃ-💞

🌹মোঃ আনোয়ার পাশা।

🌺২৪/৭ লাইভ সাপোর্ট টিম মেম্বার।

🌷ব্যাচ ১৯ তম

🌹রেজিস্ট্রেশন নং ১০৪২৬৩।

🌷ব্লাড গ্রুপঃ বি'পজেটিভ।

🌹থানা গাজীপুর সদর,

🌷জেলা অতন্দ্র গাজীপুর।

বিজনেস পেজ লিংকঃ-

https://www.facebook.com/ARfashoinhous/

কাজ করছিঃ-জিন্স প্যান্ট, টি-শার্ট, পলো শার্ট এবং শার্ট নিয়ে।

লাইক,কমেন্ট করে পাশে থাকার অনুরোধ করছি।

🌺২৪/৭ লাইভ সাপোর্ট টিম মেম্বার।
🌷ব্যাচ ১৯ তম
🌹রেজিস্ট্রেশন নং ১০৪২৬৩।
🌷ব্লাড গ্রুপঃ বি'পজেটিভ।
🌹থানা গাজীপুর সদর,
🌷জেলা অতন্দ্র গাজীপুর।
বিজনেস পেজ লিংকঃ-
https://www.facebook.com/ARfashoinhous/
কাজ করছিঃ-জিন্স প্যান্ট, টি-শার্ট, পলো শার্ট এবং শার্ট নিয়ে।
লাইক,কমেন্ট করে পাশে থাকার অনুরোধ করছি।

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।