🌹🌹🌹 জীবনের গল্প🌹🌹🌹
🌻🌻🌻 আস্সালামুআলাইকুম🌻🌻🌻
🍀🍀 সর্ব প্রথমে মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যিনি এখনো আমাকে সুস্থ্যতার সাথে বাঁচিয়ে রেখেছেন,,,
☘️☘️ দরুদে সালাম পাঠ করছি আমার প্রিয় নবীজি মুহাম্মদ (সঃ) এর নামে,,,
☘️☘️ কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার জন্মদাতা বাবা, এবং জন্মদাত্রী মায়ের প্রতি, যাদের মাধ্যমে আমার এই পৃথিবীর আলো-বাতাস দেখার সৌভাগ্য হয়েছে,,,,,
🍁🍁 আমি জাহানারা আক্তার,
৮ ভাই বোন, বোনের মাঝে আমিই সবার ছোট, শুনেছি ছোট হলে নাকি অনেক আদরের হয়, বাবা মায়ের চোখের মণি হয়, কিন্তু আমার এমনিই ভাগ্য, জন্মের পর ৯ মাস বয়সেই বাবা কে হারাই, বাবার আদর কি, কেমন হয় তা জানতে পারি নাই,
আসলে এটাই হয়তো ভাগ্য,😔
ছোট থেকে ভাই, বোন, মা সবার আদরেই ছিলাম মোটামুটি,
যখন একটু বড় হতে লাগলাম, তখনি ঘোর অন্ধকারে ছেয়ে গেলো আমার পৃথিবী😔, মাত্র ১১ বছর বয়সে মা' আমাকে ছেড়ে এই পৃথিবী থেকে বিদায় নেন, " ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজেউন"
হে আল্লাহ্ আমার 'বাবা, মা' কে জান্নাতের উচ্চস্থান দান করুণ,,, আমিন🤲
🌴🌴 ছোট বেলা থেকে বাবা, মা'কে হারিয়ে যেনো এক নিঃস্ব জীবন যাপন করছি, ভাই বোনরা থাকা সত্ত্বেও আমার জীবন যেনো দূরবীসহ ছিলো😔।
🌿🌿 জীবনের প্রতিটি মূহুর্তে যেনো শূর্ণ্যতা অনুভব করি, তাই নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখার চেষ্টা করতাম, ছোট বেলা থেকেই কাজ করার আগ্রহ জাগতো মনে, তাই পড়ালেখার পাশাপাশি, কিছু পুঁতির কাজ ও শিখলাম, সেই সাথে পড়া লেখা চালিয়ে যেতে থাকলাম,
বড় ভাইয়ের কাছে যদিও থাকতাম,বাকি ভাইবোনদের কাছে ও থাকতাম, সবার কাছে বোঝার মতো ছিলাম।
☘️☘️কোন রকম পড়ালেখা এইচ এস সি পাশ পর্যন্ত করেছিলাম, তার পর পরই বিয়ে হয়ে যায়, সংসার জীবন শুরু হয়ে গেল।
🥰সংসার জীবন ও যাচ্ছে আলহামদুলিল্লাহ্ আল্লাহর দরবারে সবসময় শুকরিয়া রাখি, সংসার জীবনে এসে আল্লাহ আমাকে একটি কন্যা সন্তান দেন,যার ঘরে নাকি প্রথম কন্যা সন্তান আসে সেই ঘরে নবীজির সালাম পৌছে, এজন্য অনেক আনন্দিত আমি, এর পরে এক পুত্র সন্তান আল্লাহ দিলেন আবার ৩৫ ঘন্টা পরে সেই সন্তান আল্লাহ দুনিয়া থেকে তুলে নিলেন 😭😥তখন অনেকটাই কষ্ট পেলাম যে আর বুঝি বাবা ডাক কখনও ডাকতে পারব না😭😭
আল্লাহ বলেছেন দুনিয়াতে তার বান্দার প্রিয় কিছু তুলে নিলে আখেরাতে তার বদলা দেবেন, সেই আশাতেই সবর করার চেষ্টা করেছি,
আলহামদুলিল্লাহ আল্লাহ পরে আমাকে আবার একটি পুত্র সন্তান দিয়েছেন যাকে বাবা ডেকে কিছুটা বাবাকে বাবা বলে ডাকার আনন্দটা পাই🥰
💗এখন আমার ২ মেয়ে ১ ছেলে, আলহামদুলিল্লাহ তাদের মাদ্রাসায় পড়ানোর মত আল্লাহ সুযোগ করে দিয়েছেন, মেয়েকে কিতাবখানায়, এবং ছেলেকে হাফেজিয়াতে পড়াচ্ছি,ছোট মেয়েটা ছোট।💗
🤲দোয়া করবেন আমার সন্তানদের জন্য আল্লাহ যেনো তাদের সঠিক পথে চলান, তাদের নিয়ত পুরা করেন। 🤲🤲
এই সব মিলিয়ে সংসার জীবনের পাশাপাশি নিজে কিছু করার চিন্তা সবসময়ই ছিলো, নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করবো এইসব চিন্তা সবসময় করতাম, ভাবতাব আমার মত যেন এভাবে কষ্ট করতে না হয় অন্যদের।
🌱 একটা মেয়ের সমাজে প্রতিষ্ঠিত হওয়া অত্যন্ত জরুরি, নিজের একটা পরিচয় থাকা, নিজের পরিচয়ে যখন পরিচিত হতে পারি তাহলেই একটি মেয়ের জীবনে পূর্ণাঙ্গ শান্তি আর পরিপূর্ণতা লাভ হবে,
নিজের একটা পরিচয় তৈরি করতে আমি রাতদিন চেষ্টা করতে থাকি, আর আল্লাহর কাছে চাওয়ার মতো করে চাইলে আল্লাহ যে সত্যিই দেন এই বিশ্বাষটা ছিলো ছোট বেলা থেকেই।💗
🌹তাই এমন বিশ্বাষ মনের মদ্ধ্যে রেখেই আমার পথ চলা,🌹
আমি আমার এক বান্ধবীর সাথে সব সময় সব বিষয় শেয়ার করি, তখন আমার সেই বান্ধবী আফরোজা বেগম কুসুম আমাকে জানায়, এই প্রিয় ফাউন্ডেশনের কথা,,,🥰
🌱 মানুষ গড়ার কারিগর মানবতার ফেরিওয়ালা আমাদের স্বপ্ন দ্রষ্টা প্রিয় Iqbal Bahar Zahid স্যারের কথা, যখন জানতে পারি এই বটবৃক্ষ একজন স্যারের কথা তখন আরো বেশি জানার ইচ্ছে জাগলো আমার, তখন এই ফাউন্ডেশনে আমি বান্ধবীর মাধ্যমেই যুক্ত হই,,,
আমার এই বান্ধবীর প্রতি অনেক বেশি কৃতজ্ঞ, সত্যিই জীবনে এমন বন্ধু, বান্ধবী থাকা অনেক বেশি জরুরি, নিজের কষ্ট গুলো শেয়ার করা যায়,
🌱 যখন থেকে প্রিয় ফাউন্ডেশনে আছি, স্যার এর প্রতিটি সেশন এবং ভিডিও, ইউ'টিভি লাইভ এক এক করে সব ফলো করা শুরু করি, ইউটিউব দেখে বাটিক এর কাজ শিখি, আল্লাহর রহমতে আমি আরো নতুন নতুন অনেক কিছুই শিখছি, নিজেকে ব্র্যান্ডিং করতে চেষ্টা করছি,
💕বিশেষ করে স্যারের এই শেসন থেকে কিছু কথা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে, যেমন স্বপ্ন দেখুন সাহস করুন, লেগে থাকুন সফলতা আসনেই এই কথার দিয়ে যে কতটা সাহস, উৎসাহ পাই যা আমি বলে বুঝাতে পারবোনা, 🤲এজন্য আমি সব সময় স্যারের জন্য দোয়া করি আল্লাহ্ যেনো স্যারকে সুস্থ রাখেন,🤲
আমি এখন বাটিক, হ্যান্ডপেইন্ট এবং পুঁথির কাজ দিয়ে বিভিন্ন সৌখিন কাজ করছি, আলহামদুলিল্লাহ্ ,, প্রথমে ২৩০০ টাকা নিয়ে শুরু করেছিলাম, এখন আলহামদুলিল্লা মাসে আমার আয় ৫/৭ হাজার টাকা আসে,
যেহেতু এই প্লাটফর্মে যুক্ত আছি, তাহলে আমি মনে করছি আমার এই প্লাটফর্ম আমার পরিবার, আর এই পরিবারে থেকেই আমি আমাকে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ আমার স্বপ্নের লক্ষ্যে, আমি দৃঢ় ভাবে আরো বেশি বিশ্বাস করি আমার এই পরিবারের সকলেই আমার পাশে থাকবে আমি ও পাশে থাকবো ইনশা আল্লাহ্।
🌼🌼 আমার ভবিষ্যৎ ইচ্ছে,,,,
আমি একজন সফল নারী উদ্যোক্তা হতে চাই এবং এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই, আর সেইভাবে নিজেকে তৈরি করতে চাই। আমি জীবনে এমন কিছু করতে চাই, যেনো আমার মাধ্যমে আল্লাহ্ তা'য়ালা কিছু মানুষের রিযিকের ব্যাবস্থা করে দেন, সর্বপরি ভালো মানুষ হয়ে বাকি জীবন বেঁচে থাকতে চাই।
🌱🌱🌱 পরিশেষে এটাই বলতে চাই আমাদের মেয়েদের সবসময় অবহেলার পাত্র হয়ে সমাজে বেঁচে থাকতে হয়, তাই আমাদের মেয়েদের অবশ্যই সাবলম্বী হওয়ার দরকার, আমরা যে যাই পারি ছোট ছোট কাজগুলো নিয়ে সামনের দিকে এগিয়ে যাবার চেষ্টা করবো, যেহেতু এতো সুন্দর একটা প্লাটফর্ম আছে তাহলে আর চিন্তা কি,
💁♀️বিনামূল্যে পাচ্ছি শিক্ষা প্রতিনিয়ত, আর লাখো ভাই, বোনের পাচ্ছি সহযোগিতা, আর আমাদের প্রিয় স্যারের শিক্ষাতো পাচ্ছিই🥰❤️,,
স্যার এর দীর্ঘ নেক হায়াত কামনা করছি, সুস্থতার সাথে বেঁচে থাকুক আমাদের বটবৃক্ষী হয়ে হাজার, লাখো বছর,,আমিন🤲
🌹🌹 ভালো থাকুন সকলেই সুস্থতার সাথে, আমার বাবা, মায়ের জন্য দোয়া করবেন সকলে, সকলের জন্য মনের গভীর থেকে আমারও দোয়া রইল🤲
🌺 কষ্ট করে আমার পুরো গল্পটা পড়ার জন্য অনেক বেশি কৃতজ্ঞ,, এইভাবে পাশে থাকুন বিশ্বাস করি সবসময়ই,,,🌹
📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৮৮৪
তারিখ ১১-১০-২০২২ইং
💁♀️ আমি জাহানারা আক্তার
🌷ব্যাচ : ১৭
🌷রেজিষ্ট্রেশন নাম্বার : ৮৪৬৬১
🌷থানা : কতোয়ালী
🌷জেলা : দিনাজপুর
🥀🥀কাজ করছি : পুঁথির, বাটিকের, হ্যান্ডপেইন্ট, কুমিল্লার খাদি পণ্য এবং বিভিন্ন ড্রেস নিয়ে।
🌷পেইজ লিংক :https://www.facebook.com/
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।