See More Post

জীবনে সংগ্রাম করে বেচে থাকা।

🔷বিসমিল্লাহির রহমানির রহমান🔷🔷

🙂  প্রথমেই সকলে  আমার সালাম নিবেন আসসালামু  আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

🎇 নিজের বলার মতো একটা গল্পে আপনাদের
সকলকে সাগতম।

🇧🇩সবাই কেমন আছেন❓  আশা করি মহান আল্লাহর অসীম কুদরতে ভালো আছেন।  আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।

❤️❤️❤️ সকল প্রসংশা মহান আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতি। যিনি আমাদের আজ সকলের মাঝে বাচিয়ে রেখেছেন ও সুস্থ জীবন দান করেছেন। যার কারণে আজ আমি আপনাদের মাঝে এই কথাগুলো তুলে ধরতে পেরেছি। তাই মহান আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া জানাই। 💠💠

💖💖💖 দুরুদ ও সালাম বর্ষিত হোক প্রান প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) এর প্রতি তার পরিবার পরিজন এবং সাহাবীগনের প্রতি।

➡️ তার পর  কৃতজ্ঞতা স্বীকার করছি আমার জন্মদাতা মা-বাবার এবং  আমাদের প্রিয় মেন্টর ও শিক্ষক লাখ লাখ তরুণ তরুণী আইডল ও জীবন্ত কিংবদন্তি  ইকবাল বাহার জাহিদ স্যার এর প্রতি। যার কারণে   আমরা এমন একটা প্লাটফর্ম পেয়েছি। যিনি  আমাদের সপ্নদ্রষ্টা লাখো তরুণদের আইকন, লক্ষ লক্ষ তরুন তরুণীর উদ্দোক্তা গড়ার কারিগর।বাংলাদেশর বেকারত্ব দুর করার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন । তাই আমি আমার অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞতা ও  ধন্যবাদ জানাই। 🔆🔆

✍️নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের সকল ভাই বোনদের উদ্দেশ্যেই  আমার আজকের লেখা। আমি আগে একা ছিলাম আমার কোনো ভাই বোন ছিল না কিন্তূ এই প্লাটফর্মে যুক্ত হয়ে আমি অনেক ভাই বোন পেয়েছি। আমার পরিবারের বাহিরে এটা আমার আরেকটা পরিবার বলে আমি মনে করি। সবাইকে আমার অন্তরের অন্তস্তল থেকে হৃদয়ের গভীর থেকে অনেক বেশি দোয়া ও ভালবাসা রইলো।

🌹🌹🌹 তাহলে জানা যাক আমার জীবনের গল্প সম্পর্কে।  সুখ দুঃখ আনন্দ বেদনা প্রাপ্তি  অপ্রাপ্তি ইত্যাদি নিয়ে আমাদের জীবন। আল্লাহ মানুষের জীবনকে নানা সুরে বেধেছেন।এক এক মানুষের জীবন এক এক রকম।  আমার জীবনে ও কিছু সুখ  এবং কিছু দুঃখ আছে।

আশা করি সবাই আমার সাথে  থাকবেন।  আমার জীবনের গল্প সম্পর্কে জানা যাক।

➡🔶🔶🔶 জন্ম ও  শৈশব : 

❤️❤️আমার জন্ম হয় চট্টগ্রাম রেড ক্রিসেন্ট হাসপাতালে।   আমার গ্রামের বাড়ি বাশবাড়িয়া, সীতাকুণ্ড। আমি আমার বাবা - মায়ের একমাত্র স্নেহের সন্তান। একমাত্র স্নেহের সন্তান বলে অনেক আদর পেয়েছিলাম তাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ। আমার  মা একজন আদর্শ গৃহিনী।বাবা ছিলেন  পেশায় একজন চাকুরীজীবি।আমার  শৈশব কাটে আমার  দাদার বাড়িতে। সবার মতো  আমার  শৈশব ও অনেক  আনন্দে কেটেছে।

📖🖊️আমার শিক্ষা জীবন 📑 ঃ

প্রাইমারি ও মাধ্যমিক বিদ্যালয় ঃ আমি শিক্ষা অর্জন করি বাশবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় থেকে। মাধ্যমিক ও পড়াশোনা করি বাশবাড়িয়া  সরকারি  হাই স্কুল থেকে।

মা বাবার পাশে দাঁড়াতে চাই তাই সেই অনুযায়ী আমি আমার সাধ্য মতো চেষ্টা করে গেছি,আমার মায়ের অনেক ইচ্ছে ছিল যে আমি বড় হয়ে সরকারি চাকরি করব। কিন্তূ হয়তো তা কোনো কারণে সম্ভব হয়নি 😭😭😭।  তবুও আমি আমার আপ্রাণ চেষ্টা করেছি নিজেকে গড়ে তোলার।

এভাবে অনেক বাধার সম্মুখীন হয়ে আল্লাহর অসীম রহমতে অনেক শিক্ষকদের সহায়তায়  আমি  এসএসসি পাশ করি।  এরপর এইচএসসি পাশ করি। তারপর চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে অনার্স ও মাস্টার্স কম্পলিট করি।

🎆🎆  বিবাহিত জীবন  🎆🎇

এইচএসসি পাশ করার পর যখন ইউনিভার্সিটিতে ভর্তির জন্য প্রস্তূতি নিচ্ছিলাম তখনই আমার বিয়ে হয়ে যায়। যার ফলে ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারিনি।   শুরু হলো আরেকটি নতুন জীবন। ২০০৮ সালে আমার (প্রথম সন্তান)  মেয়ের জন্ম হয়। বিয়ের আগে ও বিয়ের  পরবর্তী সময়ে আমার জীবন চলার পথ খুব বেশি আলাদা ছিলোনা। হাসবেন্ড এর মন মানসিকতা খুব ভালো হওয়ায় বাবার বাড়ি থেকে আরও বেশি ভালো ভাবে দিন কাটতে লাগলো বিয়ের পর আমি অনার্স ও মাস্টার্স পাশ করি। আলহামদুলিল্লাহ।

😢আমার  সবচেয়ে  কস্টের কয়েকটি বছর😢

আমার চাচা শশুর ২০১৮ সালে মারা জান।উনি মারা যাওয়ার ঠিক ২০ দিন পর আরেক  ছোট চাচা মারা যান। পরপর ২টি দুরঘটনায় আমি মানসিকভাবে ভেঙে পড়ি ও অনেক অসুস্থ হয়ে পড়ি। সারাক্ষণ শুধু তাদের কথা সবসময় মনে পড়ত।  উঠতে, বসতে সবসময় শুধু তাদের নিয়ে চিন্তা করতাম। এভাবে এক সময় আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে ছিলাম। অনেক মানসিক ডাক্তার দেখিয়ে ছিলাম। ২ বেলা করে ঘুমের ওশুধ খেতাম। উনারা যেখানে থাকেন আল্লাহ যেন  উনাদেরকে জান্নাত বাসি করেন সেই দোয়া করি। মানুষের মৃতু্্য অনিবার্য  সত্য। তাই আমাদের সবার উচিত ৫ ওয়াক্ত নামাজ পড়া।কাজ তো সবসময় থাকবে। তাই বলে নামাজকে ভুলে গেলে চলবে না।মহান আল্লাহ আমাদের  সবাইকে ৫ ওয়াক্ত নামাজ পড়ার  তওফিক দান করুন আমিন।
এখন আল্লাহর অসীম রহমতে আগে থেকে আমি  অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। 

🔷 আমার স্বপ্ন -
  সপ্ন  দেখা মানুষেরা চাঁদের আলোতে পথ খুঁজে  নিতে পারে তারাই সবার আগে ভোরের  সুয  ওঠা দেখতে  পায়।আমি এই কথাটা  বিশ্বাস করি। তাই  সপ্ন দেখতে  ভালোবাসি।
যাই হোক আমার অনেক স্বপ্ন আছে।  সপ্নগুলোর একটি গুরুত্বপূর্ণ সপ্ন হচ্ছে আমি চাই যে আমি নিজেকে একজন উদ্দোক্তা হিসেবে গড়ে তুলব ও নিজের প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করব। সেই ছোট বেলা থেকে এই স্বপ্ন। মহান আল্লাহর অসীম কুদরতে আমি ধীরে ধীরে নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের একজন উদ্দোক্তা হওয়ার আলো পেতে থাকি।  নিজের ফ্যামিলির পাশাপাশি আরো অনেক হতদরিদ্র মানুষের সাহায্য করবো। গরীব অসহায় মানুষের পাশে দাঁড়াবো। বেকার ভাই-বোনদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করব। নিজে ভালো থাকার পাশাপাশি অন্যদেরকেও যেন ভালো রাখতে পারি অন্তত একজন  মানুষের ভাগ্য যাতে বদলাতে  পারি।

🌹🌹🌹প্রিয় গ্রুপ থেকে যা পেয়েছি 🌹🌹🌹

আমি নিজের বলার মতো একটি গল্প  ফাউন্ডেশনে যুক্ত হয়ে অনেক কিছু  পেয়েছি।

যেমন ⬇️⬇️⬇️

💐স্বপ্ন দেখতে শিখেছি। স্বপ্নের সাথে সাহস করে লেগে থাকা শিখেছি। 
💐নিজেকে এবং অন্যকে ভালবাসতে শিখেছি।
💐কিভাবে সেল বাড়ানো যায়। কিভাবে কাস্টমারদের সাথে কথা বলতে হয় তা শিখেছি।
💐কিভাবে বিজনেসের জন্য টাকা সেইফ করা যায় জানতে পেরেছি।
💐কিভাবে একে অপরের সহযোগী হয়ে চলা যায় তা শিখেছি।
💐 মা-বাবার প্রতি আগের চেয়ে অনেক বেশী ভালবাসা বেড়েছে।
💐একজন পজিটিভ মানুষ হবার শিক্ষা পেয়েছি।
💐নেটওয়ার্ক বৃদ্ধি পেয়েছে। অনেক লোকের সাথে পরিচিত হতে পেরেছি।
💐উদ্যোক্তা ও ব্যবসায়ী হবার সকল কলা-কৌশল শিখতে পেরেছি।
💐 আত্মবিশ্বাস বেড়েছে নিজের পায়ে দাঁড়াবার।
💐একটা পরিবার পেয়েছি যেখানে  ভালোবাসার মানুষের সংখ্যা অনেক।
💐একজন ভালোমানুষ হয়ে বেঁচে থাকার আগ্রহ ব্যাপকভাবে বেড়ে গেছে।

🌿 উদ্দোক্তা জীবনের শুরু 🌿

ছোটবেলা থেকেই  আমার সপ্ন ছিল যে আমি বড় হয়ে একজন উদ্দোক্তা হব। আর এ সপ্ন পূরণ করেছে নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন। আর নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন থেকেই আমি উদ্দোক্তা  হওয়ার সপ্ন দেখতে পাই। ‘পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর’। বর্তমানে নারীরা কোনো কাজেই পিছিয়ে নেই। তারা তাদের নিজ যোগ্যতায় এগিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এই কথাটা বিশ্বাস করতাম। তাই সবসময় নিজে কিছু করার স্বপ্ন দেখতাম। সময় নিয়ে ধীরে ধীরে একসময় পরিবারকে রাজি করাতে সক্ষম হই। এখন আমার চেষ্টায় ও  আমার পরিবারের সাপোর্টে (বিশেষ করে আমার স্বামীর) সহযোগিতায়  ভালোই চলছে আমার উদ্দ্যোক্তার জীবন আলহামদুলিল্লাহ।

🌺 নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন থেকে যা শিখেছি 🌺

👉জীবনে সংগ্রাম করে বেচে থাকা।

👉মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তোলা।

👉অসৎ কাজ বা ব্যবসা না করা।

👉ধৈয্যশীল হওয়া।

👉কথা দিয়ে কথা রাখা এবং কাওকে না ঠকানো।

👉সময়কে মূল্যায়ন করা।

👉মা বাবাকে সেবা যত্ন করা

👉নিজেকে ভালোবাসতে শিখা।

👉সফল না হওয়া পর্যন্ত লেগে থাকা।

🌻🌻🌻 স্যার মেয়েদের জন্য এই ফাউন্ডেশনে আলাদা নিরাপত্তা ব্যবস্থা রেখেছেন। প্রতিটি মেয়েই  যেন নিরাপদে কাজ করতে পারে সেই ব্যাপারে খেয়াল রেখেছেন আমাদের ভাইয়ারাও ভীষন সাপোর্টেট।সবার মাঝেই ভাই বোনের সম্পর্ক অটুট । সবাই সবাইকে সাহায্য করে এক সাথে এগিয়ে যাবো ইনশাআল্লাহ 🌻🌻🌻

পরিশেষে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের মহা মূল্যবান সময় ব্যায় করে আমার জীবনের গল্প পড়ার জন্য।

এই গল্পটা আমার বাস্তব জীবন নিয়েই লেখা। যদি আমার গল্প পড়ে আপনাদের ভালো লাগে অথবা এই গল্পটা থেকে কিছু শিখতে পেরেছেন তাহলে সুন্দর এবং গঠনমূলক মন্তব্য আশা করবো। কোনো ভুল ত্রুটি হলে নিজের বোন হিসেবে ক্ষমা সুন্দর দৃস্টিতে দেখবেন।



📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৮৮৬
তারিখ ১৪-১০-২০২২ইং


ধন্যবাদ 🙂

🌺ধন্যবাদান্তে🌺
নাম: ফাহমিদা জেরিন
ব্যাচ নং: ১৯
রেজি নং: ১০৬৮৪২।
জেলা: চট্টগ্রাম।

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।