See More Post

তেজগাঁও জোন মিটআপ

#বিসমিল্লাহির_রাহমানির_রাহীম 


#আস্সালামুআলাইকুম 


#মিটআপ মিটআপ তেজগাঁও জোন এর অফলাইন মিটআপ। 


মিটআপ মানে বন্ধন, সম্পর্ক তৈরি এবং একে অন্যের সাথে পরিচিতি।


🙋‍♂️🙋‍♂️🙋‍♂️দীর্ঘদিন পর তেজগাঁও জোন এর পক্ষ থেকে দায়িত্বশীলদের একটি অফলাইন মিটআপ অনুষ্ঠিত হয়। উক্ত মিটআপ এ উপুস্থিত ছিলেন তেজগাঁও জোন প্রতিনিধি Nurun Nabi Riyaz ভাই এবং ঢাকা জেলা ও তেজগাঁও জোন এবং থানা এম্বাসেডরগন। সুন্দর ও মনোরম পরিবেশে উক্ত মিটআপটি সফল ও স্বার্থক হয়।


👉👉👉আজকের মিটআপটি ছিলো অত্যন্ত চমৎকার ও গুরুত্বপূর্ণ মিটআপ। এই মিটআপএ তেজগাঁও জোনকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এতে বিভিন্ন বিষয় নিয়ে দিক নির্দেশনা দেন কোরও মডারেটর এবং তেজগাঁও জোন প্রতিনিধি Nurun Nabi Riyaz ভাই। প্রিয়ো ভাই এর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইলো। আমাদের পাশে থেকে  আমাদেরকে সাপোর্ট দেওয়া জন্য। এইভাবে সবসময় আমাদের পাশে থেকে তেজগাঁও জোন এগিয়ে নিয়ে সুপরামর্শ দিবেন আশা করি। 


♥️♥️ইনশাআল্লাহ আমরা হবো সেরা উদ্দ্যেক্তা এই ভিশনকে সামনে রেখে এইভাবে এগিয়ে যাবে তেজগাঁও জোন।♥️♥


ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।