ভালো লাগার কিছু মুহূর্ত নোয়াখালী উদ্যোক্তা আপুদের সাথে।ছোট ছোট মিট আপ গুলো নিজেদের মধ্যে দারুণ ব্রন্ডি তৈরি করে।
যখন মিট আপে উপস্থিত থাকবো বলে ঠিক করলাম, মনে হচ্ছিল কাউকেই তো চিনিনা কেমন কাটবে সময়??যখন মিট আপে উপস্থিত হওয়ার আগ পর্যন্ত মনে হচ্ছিল ভিন্ন কোন শহরে যাচ্ছি আমি,সবাইতো অচেনা।
গিয়ে দেখি অনেকেই আমার চেনা।কিছু সময় পর ধারণাটা সম্পূর্ণ পাল্টে গেলো আলাপচারিতার মাধ্যমে ধিরে ধিরে সবাই কতো চেনা আর আপন হয়ে উঠছেন কি ভাবে যে প্রায় তিন ঘন্টা সময় কেটে গেছে টেরই পেলাম না।
অল্প কিছু কার্ড ছিল সাথে,শুধু আপসোস হচ্ছিল সবার হাতে একটি কার্ড দিয়ে যদি বলতে পারতম আপু। এটিই আমার আস্থা আর ভালোবাসার ঠিকানা Nilabro নীলাব্রো.
লোকেশন @Exim Bank Maijdee,Noakhali.
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।