See More Post

আলমডাঙ্গা উপজেলা মিটআপ,চুয়াডাঙ্গা

🕋বিসমিল্লাহির রহমানির রহিম🕋

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ


কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের প্রিয় মেন্টর জনাব Iqbal Bahar Zahid স্যারকে যিনি এত সুন্দর একটা প্লাটফর্ম তৈরী করেছেন। 


আজ ২১/১০/২০২২ তারিখ শুক্রবার দুপুর ৩ ঘটিকায় আলমডাঙ্গা সরকারি কলেজ মাঠে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা টিমের দ্বিতীয় মাসিক ফিজিক্যাল মিটআপ অত্যান্ত সুন্দর ও সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ। 


আলমডাঙ্গা উপজেলা এম্বাসেডর আমি মোঃতারেক হোসেন ও আর এ তামান্না আপু,তৌহিদুর রহমান ভাইয়ার পরিচালনায় মিটআপে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা এম্বাসেডর আরিফ আহাম্মেদ ভাইয়া,চুয়াডাঙ্গা সদর উপজেলা এম্বাসেডর মোঃতৌহিদুর রহমান, সুুমন রায়হান ভাইয়া ও ফারহানা শিউলি আপ  এবং আলমডাঙ্গা উপজেলা এম্বাসেডর জান্নাতুল ফেরদৌস ঊষা।আরও  উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলার সকল কমিউনিটি ভলেন্টিয়ার  হেলেন আক্তার কামনা আপু সহ ও আজীবন সদস্যবৃন্দু।


মিটআপে সকল সদস্যগণ তাদের ব্যাক্তিগত, বিজনেস পরিচয় তুলে ধরেন,এবং কিভাবে আলমডাঙ্গা উপজেলা টিমকে আরো শক্তিশালি ও এগিয়ে নিয়ে যাওয়া যায় এ বিষয়ে সবাই গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ তুলে ধরেন।


আজকের মিটআপে উদ্যোগক্তাদের গল্প ও ফাউন্ডেশন থেকে প্রাপ্তির সম্পর্কে আলোচনা করা হয়। যে গল্প ও আলোচনা শুনে অনেকে অনুপ্রাণিত হয়।


মিটআপে খাবার স্পন্সর করেছিল কাজী নাফিসা রাবিতা আপু ও জীবননগর উপজেলা এম্বাসেডর  কাজী রাজন ভাই।


উপস্থিত সকলের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। 



ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।