See More Post

পাবনা জেলার রক্তযোদ্ধা

ধন্যবাদ ফেসবুক ❤

বসে ফেসবুকে ঘুরাঘুরি করছি, হঠাৎ চোখে পড়লো, এক ভাই পোষ্ট করেছে আর্জেন্ট রক্ত লাগবে।

কমেন্ট করলাম, নিজের নাম্বার দিলাম।

কিছুক্ষণ পর ফোন আসলো,

বলল ভাইয়া রক্ত পাওয়া গিয়েছে।

ধন্যবাদ ❤  

গত বুধবার সন্ধার পর অচেনা এক নাম্বার থেকে ফোন আসল, বলল ভাইয়া আমার পরিচিত একজনের রক্ত লাগবে আপনি দিতে পারবেন? 

জিগ্যেস করলাম আমার নাম্বার কোথায় পেলেন?

বললেন ফেসবুকে পেয়েছি।

বললাম দিতে পারব, ঠিকানা দিন।

ঠিকানা দিলেন "ন্যাশনাল হার্ট ফাইন্ডেশন " 

সাথে একটা নাম্বার।

ঠিকানা দেখে কলিজা কেপে উঠল।

আর দেরি করলাম না।

🏃🏃 দ্রূত চলে গেলাম।

গিয়ে ফোন দিলাম, ওপার থেকে ভাঙ্গা কন্ঠে কথা বলছেন এক ভদ্রলোক।

🙋 লোকটাকে দেখে আমি রিতিমত অবাক 🤔🤔 

😥😥 আগামী ২/৩ দিন যে লোকটাকে আম্পান,বুলবুল,নার্গিসদের সাথে যুদ্ধ করতে হবে!  সেই লোকটার বয়স ৭০+ হবে।

(প্রায় ১ বছর আগে আমি যুদ্ধটা করেছি, তাই কিছুটা জানি) 

❤বললাম আপনার সাথে আর কেউ আছে?

না কেউ নেই 😥😥😥

রুগি আপনার কে?  

কান্না জড়ানো কন্ঠে বললেন, আমার মেয়ের জামাই।

আপনার জামাইয়ের ভাই আসে নাই? 

না, সে আসতে পারবে না 😥  (এটা ভাই?)

লোকটার সাথে কথা বলে বুঝলাম, তিনি গ্রামের সাদামাঠা, সহজ সরল একটা বোকা লোক ❤ 

তো, চলেন রক্ত দিয়ে আসি।

বললেন কোথায়  যেতে হবে???

 প্রেসক্রিপশন দিন,

বলল ৮ তলায়।

তাহলে লিফ্টে গিয়ে নিয়ে আসুন।

নিয়ে আসলেন।

লোকটার মুখের দিকে তাকিয়ে বলতে পারলাম না যে,

ফটোকপি করে নিয়ে আসুন।

উনাকে বসিয়ে, নিজেই ফটোকপি করে, টাকা জমা দিয়ে রক্তের স্যাম্পল দিলাম।

প্রেসক্রিপশনে দেখলাম রুগির নাম "আলম", বয়স ৪৮ বছর, হার্ট ব্লক ।

বাইপাস সার্জারি করাতে হবে।

বললাম আপনার নাতি- নাতনি নাই? 

না নাই।

আমি ছাড়া আরও তিন জন ডোনার লাগবে, তারা কই? 

ব্যাবস্থা হয় নাই তবে হবে।

রাত তখন প্রায় সাড়ে দশটা।

বললাম আপনার সব আত্বীয়দের ফোন দিন, ডোনার ৩/৪ জন সঙ্গে নিয়ে দ্রূত চলে আসতে বলুন।

বৃদ্ধ লোকটার দিকে তাকিয়ে ইচ্ছে করছিল, ২/৩ দিন উনার সাথে থাকি, লোকটার জন্য আরেকবার যুদ্ধ করি।

কিন্তু সবকিছু চিন্তা করে থাকতে পারলাম না।

রক্ত দেয়ার পর লোকটাকে জিগ্যেস করলাম কিছু খেয়েছেন?

বললেন না, পড়ে খাব।

লোকটাকে কিছুটা সান্তনা দিয়ে চলে আসলাম।

ডোনার জোগার হয়েছে ❤  

আজ, আলম ভাইয়ের অপারেশন।

দোয়া করি আল্লাহ ভাইকে সুস্থতা দান করুন,

সেই সাথে শশুর নামের বৃদ্ধ যোদ্ধাকে আল্লাহ হেফাজত করুন❤❤

প্রোয়জনে রক্ত দানে

কোন শর্ত নয় ❤ 

আসুন রক্ত দিয়ে একে অপরকে সাহায্য করি❤

মোঃ সোহেল রানা

৫ম ব্যাচ

রেজিঃ ৪০৮৫ 

উপজেলা এম্বাসেডর বেড়া- পাবনা।

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।