See More Post

চাঁপাইনবাবগঞ্জের O+ রক্তযোদ্ধা

মোঃ হাবিবুর রহমান

৪র্থ ব্যাচ,

জেলাঃ চাঁপাইনবাবগঞ্জ

রেজিষ্ট্রেশন নং: ৫৫৫৮

উদ্যোক্তা: চাঁপাই শপ

চাঁপাই শপ- Chapai shop


সেচ্ছায় রক্ত দান একটি মহৎ মানবসেবা।

 Iqbal Bahar Zahid স্যারের কাছ থেকে শিখা মানুষের কল্যানে মানবিক কাজ করা।স্যারের অনুপ্রেরনায় জীবনে প্রথমবারের মতো এক মুমূর্ষ রুগিকে রক্ত দান করলাম।

যার অনুভতি এখনো অন্তর দিয়ে অনুভব করছি। নিঃসার্থ ভাবে কিছু দান করার মধ্যে একটা নির্মল ভালোলাগা কাজ করে যেটা আজ হৃদয় দিয়ে অনুভব করেছি। নিঃসার্থভাবে কিছু দান করার মাঝে যে ভালোলাগা কাজ করে তার কাছে অর্থ সত্যিই তুচ্ছ। আমার শরীরের সামান্য রক্ত কারো জীবন বাঁচাতে সাহায্য করবে,এর চেয়ে খুশির খবর আর কি হতে পারে। ভালো থাকুক প্রত্যেকটা মানুষ।

"রক্তের জন্য যাবে না কারো প্রাণ,

করিব রক্ত দান বাঁচাব প্রান"

নিয়মতান্ত্রিক ভাবে রক্ত দান অব্যাহত থাকবে ইনশাঅাল্লাহ্।

রক্তের গ্রুপ (o+)

প্রয়োজনে যোগাযোগ করবেন 01768752410

বি:দ্র: প্রচারনার উদ্দেশ্য নয়, সেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করা।

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।