See More Post

মহাসম্মেলনের অনুভুতি প্রকাশ

গত ৪ জানুয়ারি ২০২০ এ 'নিজের বলার মত একটা গল্প' প্লাটফর্মের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইতিহাসে এক অনন্য ঘটনার সূচনা হয়। একটা অনলাইন প্লাটফর্মকে কেন্দ্র করে এমন বিশাল এক মহাসম্মেলন বিশ্বের ইতিহাসে এই প্রথম। এই দিনটা ছিল 'নিজের বলার মত একটা গল্প' গ্রুপের প্রত্যেকটা সদস্যদের জন্য ঈদ স্বরুপ। আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে এমন একটা ইতিহাসের সাক্ষী হতে পেরেছি। আমি সত্যিই অবাক হয়েছি যে, সুধু মাত্র ভার্চুয়াল জগতের মাধ্যমে ভালবাসার এমন এক নিবিড় সম্পর্ক তৈরি হতে দেখে।
যত জনের সাথে একদম প্রথম সাক্ষাৎ হয়েছে কাউকেই মনে হয়নি যে আমরা একে অপরকে এই প্রথম দেখলাম বা সামনাসামনি এই প্রথম কথা বললাম । ভীষণ ভাবে একজন অন্যজনের প্রতি আন্তরিক। বাইরের অনেক মেহমান উপস্থিত ছিলেন সেদিন যারা বর্তমান সময়ে বেশ পরিচিত। কিন্তু সব কিছু কে ছাপিয়ে এই প্রোগ্রামের মূল কেন্দ্রবিন্দু ছিল আমাদের সকলের প্রিয় স্যার এবং প্রিয় মেন্টর 'ইকবাল বাহার' স্যার ।
কতটা ভালোবাসে স্যার কে সকলে তা ঐ দিন নিজের চোখে দেখলাম। আর সেই ভালোবাসার প্রকাশ গুলো ছিল স্যারের পায় ছুয়ে কিংবা স্যারের বুকে ঝাপিয়ে পড়ে অথবা স্যারকে একটু ছুয়ে তা না হলে একটা সেলফি নিয়ে। আমার ও বড্ড ইচ্ছা হচ্ছিল স্যারের খুব কাছাকাছি যাওয়ার একটু সেলফি তোলার। কিন্তু স্যার ঐ দিনের আগ থেকে নিয়ে অনেক কষ্ট করছেন। এমনকি সন্ধ্যায় জানতে পারলাম স্যার সেই সকালে খেয়েছেন আর তখনও খাননি। তাই সবার মত ওখানে ছুটে না গিয়ে এবং স্যারকে বাড়তি একটু কষ্টের মধ্যে না ফেলে গ্যালারিতে বসে বসে স্বপ্ন দেখতে লাগলাম যে স্যার একদিন ঐ সব ভাইদের মত করে এমন বড় কোনো প্রোগ্রামে আমার নাম ধরে ডাকবেন আর আমি স্যারের স্নেহের স্পর্শ পাবার সৌভাগ্য অর্জন করব।
যত জন ওখানে বক্তব্য রেখেছেন সবারই একটা কথা আমাদের স্যার কিভাবে এটা করতে সক্ষম হলেন। এত জন ভালো মানুষ এক সঙ্গে করাটা চারটিখানি কথা নয় তাদের মতে। আর সেই খানে দেশ বিদেশ সহ সকল জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল ভালো মানুষদের একসঙ্গে করেছন আমাদেরই স্যার। বিশ্বাস করুন পরোক্ষ ভাবে হোক আর প্রত্যক্ষ ভাবে হোক ভালো মানুষের খেতাব পাওয়াটা যে কতখানি আনন্দের তা ঐ দিন গ্যালারিতে বসে প্রত্যেকটা ক্ষণে ক্ষণে উপলব্ধি করেছি।
ব্লাড ক্যাম্পেইনের ওখানে দায়িত্বে থাকায় আরো কিছু ভালো লাগার মূহুর্তের সাক্ষী হতে পেরেছি। আসলে এসব ভালো মানুষদের প্রশংসা করার মত ভাষা আমার জানা নেই। যখনি কেউ নিজের ইচ্ছায় হাসি মাখা মুখ নিয়ে এসে জিজ্ঞাসা করছে 'ভাই রক্ত দিব কথায়?' আমি গর্বিত চোখে সেই সব মহৎ মানুষদের চোখ ভোরে একবার দেখে নিয়েছি।
জানিনা এমন সৌভাগ্য আর কখনো পাব কিনা।
এই মহাসম্মেলনে থাকা ১২২ টা স্টল ছিল আমার জন্য অনুপ্রেরণার আরেকটা উৎস। কি ছিলনা স্টল গুলোতে... !!!!
কোনো ছোট খাটো বিষয় নিয়েও কেউ ভাবতে বাদ রাখেনি। প্রত্যেকটা বিষয়কে কত সুন্দর করে ভালোবাসার সাথে উপস্থাপন করেছে স্টলের মালিক গুলো। আমিও যদি সবার মত এই ভাবে কাজকে শ্রদ্ধা করতে এবং ভালোবাসতে পারি তবে ইনশাল্লাহ আমিও একদিন সফল হবো। আর সব থেকে বড় ব্যপার যেটা লক্ষ্য করলাম তা হলো, এই সব স্টলের অধিকাংশ কর্ণধাররা ছিলেন ইয়াং। যাদের হয়তো বিভিন্ন প্রতিষ্ঠানে ভালো ভালো পজিশনে চাকরি করার লোভে ছুটার কথা ছিল তারা আজ অন্যের কর্মসংস্থান তৈরি করার জন্য মহা ব্যস্ত।
ঐ দিন সকাল থেকে নিয়ে রাত অবধি আমার ভালো লাগার অনুভূতি গুলো ঠিকঠাক ভাবে ব্যক্ত করা আমার দ্বারা সম্ভব নয়। আমার না সুধু ঐ দিনের উপস্থিত কারোর পক্ষে তা মনে হয়না সম্ভব হবে। কারন ঐ দিন আমরা যা পেয়েছি আর যতটা আনন্দিত হয়েছি সে সম্পর্কে যতই বলি না কেনো তা কম হয়ে যাবে। তবুও একটু চেষ্টা করে নিজের অনুভূতি প্রকাশের ব্যর্থ প্রচেষ্টা চালালাম।
আমার বিশ্বাস অনেকেই অনেক ভালো করে ঐদিনে তার সকল অনুভুতি প্রকাশ করবেন কিন্তু তবুও তার মন ভরবেনা তাতে।
সকলের জন্য শুভ কামনা এবং অনেক ভালোবাসা রইলো।

📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ১০৫
Date:- ০৯/০১/২০২০ ইং
মোঃ ইস্রাফিল হোসেন রাজিব ।
’নিজের বলার মত একটা গল্প’
ষষ্ঠ ব্যাচ
রেজিস্ট্রেশন নাম্বার : 1931
মোবাইল নাম্বার : 01906229171
কেরানীগঞ্জ, ঢাকা।

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।