#আলহামদুলিল্লাহ
আসসালামু আলায়কুম, সবাইকে জানাই এই রামাদান মাসের শেষ দিকে রামাদান মোবারক। আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন।আলহামদুলিল্লাহ
মানুষের জন্য কিছু করতে পারা টা একটা আল্লাহর অশেষ রহমত। আর সেটা যদি হয় রক্ত দান তাহলে তো কথায় নেয়! আল্লাহ সবাইকে রক্ত দান করার সুযোগ দেয় না। যে সুযোগ টা আজ আমি পেয়েছি তাই আল্লাহর কাছে লাখ কোটি শুকক্রিয়া। আজ আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি কারন আজ এক অসহায় মাকে রক্ত দান করলাম। সবাই আমার জন্য দুয়া করবেন🤲🤲 আল্লাহ সবাইকে সুখে শান্তিতে রাখুন...আমিন।🤲🤲
বিঃদ্রঃ এই পোস্ট এর মুল উদ্দেশ্য সবাইকে রক্ত দানে উৎসাহিত করা। আসুন আমরা যে যার স্থান থেকে রক্ত দান করি। আল্লাহ এই নেক মানবিক কাজ করার তৌফিক দান করুন... আমিন🤲🤲
🙍♂️আমি মোঃ জাকের হুসাইন
🩸রক্তের গ্রুপ- বি (+)
💉৪র্থ বার
পেশা- বেসরকারি চাকরি
ব্যাচ-১২
রেজি-৬৭৪১১
নিজ জেলা- চাঁপাইনবাবগঞ্জ
বর্তমান জেলা-#আমের_রাজধানী_চাঁপাইনবাবগঞ্জ।
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।