See More Post

রমনা জোনের মাসিক মিটআপ

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 


 অফলাইন মাসিক মিট আপ অক্টোবর-২০২২।


💢 সবার প্রতি অনেক বেশী কৃতজ্ঞতা ও ভালোবাসা আমাদের রমনা জোনের অফলাইন মিটআপ সবার অংশগ্রহণের মাধ্যমে সুসম্পন্ন করতে সহযোগিতা করার জন্য। আপনারা এসেছিলেন বিধায় এতটা রঙিন হয়েছিল আজকের মিটআপ। 


💢 সবার অংশ গ্রহনের মাধ্যমে রমনায় যে আলোডন সৃষ্টি হয়েছে এর মাধ্যমে আমরা এগিয়ে যাব। রমনা একদিন বিচরণ করবে আপন মহিমায়।


💢 রমনা পার্ক মুখরিত হয়েছিল আজ আমাদের প্রিয় ফ্ল্যাটফরমের রমনা জোনের অফলাইন মিটআপ পরিচালনার মাধ্যমে।


💢 এই আনন্দের মূহর্ত গুলো পাওয়ার জন্য ধন্যবাদ দিতে চাই প্রিয় মেন্টর Iqbal Bahar Zahid স্যারকে। যিনি এই ভালোবাসার ফ্ল্যাটফরম তৈরি না করলে পেতাম না এই ভালোবাসার জায়গা। এইখানে আমরা একত্রিত হচ্ছি নিজেদেরকে শুধুমাত্র উদ্দ্যোগতা বানানোর জন্য নয় নিজেদেরকে একটা উন্নত মানবিকতা সম্পন্ন মানুষ হিসাবে প্রতিষ্ঠার করার আপ্রান চেষ্টা নিয়ে। 


আমরা কাজ করছি রমনা জোনকে এগিয়ে নিয়ে যাবার জন্য একটা রমনা পরিবার হয়ে। উপহার দিব স্যারকে এক অনন্য জোন হিসাবে আমাদের কার্যক্রমের মাধ্যমে। স্যারের প্রতিটা নিয়ম মেনে আমরা এগিয়ে যাবো সবার সহযোগী হয়ে - প্রতিযোগী হয়ে নয়। একজন আরেকজনের উপকার করার মানষে যুক্ত থাকব সব সময়।


💢 আমাদের আজকের মিটআপ আয়োজনে যারা অর্থ, সময়, খাবার দিয়ে সহযোগিতা করেছেন সবার প্রতি অনেক ভালোবাসা রইল। সেই সাথে সবাইকে অনুরোধ করছি আপনারা যেই শিক্ষা লাভ করতেছেন এখান থেকে আপনার পরিচিত আরেকজনকে এই ফ্ল্যাটফরমে ফ্রি রেজিঃ করে যুক্ত করার মাধ্যমে উনাকে ও সু্যোগ করে দিবেন।


💢 সেই সাথে কৃতজ্ঞতা ও ভালোবাসা সকল দায়িত্বশীল কোর, মডারেটর, জোন এম্বাসেডর,থানা এম্বাসেডর ও সদস্যদের প্রতি যারা অনুমতি দিয়ে, ভালোবাসা দিয়ে এই আয়োজনকে সফল ও সার্থক করেছেন। 



ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।