See More Post

অনুভূতি উদ্যোক্তা সম্মেলন ০৪.০১.২০২০

শুরুতেই_সবাইকে_ঈদ_মোবারক
❤ অাসসালামুঅালাইকুম অাশা করছি সবাই ভালো অাছেন, অামাদের ৪ জানুয়ারি মহা সম্মোলন নিয়ে অামার অনুভূতি অাগেও প্রকাশ করেছি কিন্তু শেষ হয়নি অার হয়তো লিখে এই মহান মিলন মেলার অনুভূতি শেষ করা যাবে না। এত বড় কোনো সম্মেলনে অাগে কখনো অামার অংশ গ্রহন করা হয়নি, অামি এই মহান সম্মেলনে অংশ করতে পেরে সত্যি খুব গর্বিত।
💖💖অামি এই সম্মেলনে অংশ গ্রহন করার জন্য এক মাস অাগে থেকে কত যে প্রস্তুতি নিয়েছি এ যেনো একাবারে ছোট বেলার ঈদের অাগের মূহুর্তের মতো।
অামার ছোট বেলা অাগে থেকে নতুন কাপর কিনে লুকিয়ে রাখা তারপর নানা রকম কাজের জন্য প্রস্তুতি নেওয়া। এই সম্মেলনে গিয়ে মনে হলো অাবারও সেই ছোট বেলার ঈদ করার মতো।
ঈদ_মোবারক💖
💓যার সাথে দেখা হচ্ছে তাকেই বুকে নিচ্ছি কোনো মানা নেই পরিচিত হোক কিংবা অপরিচিত সবাই ভাই বোন
নেই কোন হট্টগোল নেই কোনো ঝামেলা।
এ যেন এক ভাল মানুষের মিলন মেলা, মহা সম্মোলনে অংশ গ্রহন করার জন্য অাগের দিন বেরিয়ে পরি বাসা থেকে, বাসষ্টান্ডে গিয়ে কোনো গাড়ি নেই, প্রথমেই মন খারাপ হয়ে গেলো ঘন্টা খানেক অপেক্ষা করার পর একটি গাড়ি পেলাম তাও সিট নেই, এমনিতে কোথাও গেলে সিট ছাড়া উঠি না অাজ কোনো কিছু না ভেবে উঠে পরলাম, অনেক কষ্টে ফেরি ঘাটে অাসি দেখি প্রায় কিলোমিটার জ্যাম তখন ভাবি হয়তো অাজ যাওয়া হবে না, কিন্তু অামার তো যেতেই হবে এই ভেবে বাসা থেকে নেমে প্রাই ১ কিলোমিটার হেটে লঞ্চে উঠলাম। তারপর ঘাট পার হয়ে ঢাকায় এক বড় ভাইয়ের বাসায় উঠলাম, রাতে খেতে দিছে অামি খেতে পারছিলাম না এই সম্মেলনের জন্য অামার কোনো দেরি সহ্য হচ্ছিল না। সারারাত ঘুমাতে পারিনি কখন সকাল হবে শুধু এই চিন্তাই করতেছিলাম সত্যই অামার জিবনে ছোট বেলার ঈদ ফিরে এসেছিলো ৪ জানুয়ারি ২০২০ তারিখে। সকাল বেলা বাসা থেকে বের হয়ে ষ্টিডিয়াম মাঠে পৌছালাম এখানে এত সুন্দর নিয়ম সু শৃঙ্খল পরিবেশ দেখে অামি মুগ্ধ।
ঈদ_মোবারক💖
গ্যালারিতে গিয়ে বসলাম সাধারনত অামি বেশি মানুষের অনুষ্ঠানে গিয়ে দেখতে পাই সবাই অযথা চিল্লাচিল্লি করতে থাকে কিন্তু এখানে ৫০০০ মানুষ থাকলেও ১ সেকেন্ডের জন্যও মনে হয়নি যে ডিষ্টাব বোধ করছি।
ঈদ_মোবারক💖
❤সবচেয়ে চমক ছিলো #Iqbal_Bahar_Zahid স্যারের গ্যালারিতে অসাধারন ভাবে প্রবেশ করা। সত্যি চমক লেগেছে অামার।
স্যার কে জিবনের প্রথম সামনা সামনি দেখতে পেরেছি সত্যি খুব অসাধারণ মূহুর্তের তৈরি হয়।
এ যেনো অামার প্রথম প্রেম সত্যি বলছি স্যার যতখন সামনে ছিল অামি ততখন স্যারের দিকেই তাকিয়ে ছিলাম। একটা মানুষ কেমনে পারে এত পাগলামি করতে, স্যার অাপনার প্রেমে না পরে উপায় অাছে,অাপনি এত এনার্জি কেমনে কোথা থেকে পান অামার জানার খুব ইচ্ছা। এত সুন্দর অায়োজন যে কাউকেই মুগ্ধ করবে অামার ও ব্যাতিক্রম নয়।
অামি নিজেও মুগ্ধ।
❤ সরাসরি অংশ গ্রহন না করতে পারলেও অনেক সময় লাইভ বিভিন্ন অনুষ্ঠান দেখেছি কিন্তু কোনো অনুষ্ঠানে এত নাম করা স্পিকার এবং মেহমান অংশ গ্রহন করেন না। কিন্তু এই ভালো মানুষের মিলন মেলায় দেখলাম বাংলাদেশের সবাই অাসছেন, পুরো বাংলাদেশ এক জায়গায়।
❤ বিশেষ ভাবে ধন্যবাদ দিতে চাই যারা এই অনুষ্টান কে এত সুন্দর ভাবে শুরু থেকে শেষ পযন্ত কাজ করেছেন। বিষেশ ভাবে ধন্যবাদ দিতে চাই Kazi Nazmul Alam Hamim ভাইকে এত ব্যস্ততার মাঝেও অামকে সময় দিছেন।
❤ অনুভূতি লিখলে সারা রাত শেষ হয়ে যাবে শেষ হবে না, পরিশেষ বলতে চাই #Iqbal_Bahar_Zahid স্যার অাপনার সাথে অামার প্রথম দেখায় প্রেম হয়ে গিয়েছে, অাপনাকে দেখে অামার মন ভরে অামার দেখা করে চাই খুব ভালোবাসি স্যার অাপনাকে। অার অাপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো।
অাবারও সবাইকে
ঈদ_মোবারক💖
ঈদ_মোবারকরক💖

📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ১০৫ Date:- ০৯/০১/২০২০ ইং
হাফিজুল ইসলাম সুমন
৭ম ব্যাচ
রেজিঃ ২২৪০
ডিষ্টিক অ্যাবসেডর
ফরিদপুর
০১৮৭৮৪৮৪৮১৮

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।