See More Post

উৎসাহ উদ্দীপনা, স্মরণীয় বরণীয় এমন সৌন্দর্য ও গর্বিত প্রাণের ফাউন্ডেশন

👉👉👉৯০০ তম দিনে অনুভূতি প্রকাশ👈👈👈

     👉আমার ১ম SOD হওয়ার পোস্ট লিংক👇
https://m.facebook.com/groups/youngentrepreneursbdiqbal/permalink/1609448249526525/
🕋🕋🕋বিসমিল্লাহির রাহমানির  রাহিম🕋🕋🕋
                   আসসালামু আলাইকুম
             ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ
✍️সকল প্রসংশা মহান রাব্বুল আলামিনের প্রতি।

💞শ্রদ্ধাভরে স্মরণ করছি প্রিয় বাবা-মাকে। যাদের উছিলায় মায়াবী এই পৃথিবীতে এসেছি। বড় হয়েছি তাদের পরম মমতা ও অকৃত্রিম ভালোবাসায়💞।

💓কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সকলের প্রিয় মেন্টর এবং তরুণ প্রজন্মের আইডল 💚ইকবাল _বাহার _জাহিদ 💚 স্যারের প্রতি। যার অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা পেয়েছি এই ভালবাসার প্লাটফর্ম । যিনি আমাদের শিক্ষক, মোটিভেশনাল স্পিকার, লক্ষ লক্ষ তরুণ-তরণীর হৃদয়ের স্পন্দন, পথহারা বেকার তরুণ তরুণীর ভাগ্য পরিবর্তন এর কারিগর। শুধু তাই নয় স্যার সার্বিক ভাবে আমাদেরকে দক্ষ করে তুলতে দিনরাত সার্বক্ষনিক কাজ করে যাচ্ছেন এবং একজন ভালো মানুষ হিসেবে তৈরি করে ভালো মানের উদ্যোক্তা হওয়ার জন্য সবসময় অনুপ্রেরণা ও শিক্ষা দিয়ে যাচ্ছেন।

আমি যেখানে আমার জীবনের গল্প শেয়ার করে SOD হয়েছি তা হচ্ছে আমার প্রাণের ফাউন্ডেশন।
                                  👇
💞নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন 💞

✍️এত সুন্দর একটি প্ল্যাটফর্ম এ আমি আমার বাস্তব জীবনের গল্প শেয়ার করে SOD হয়েছিলাম
আজ ৯০০ তম দিনে আমি আমার অনুভূতি শেয়ার করছি আপনাদের সাথে।
                       S💌O💌D
          💌 অর্থাৎ স্ট্যাটাস অফ দ্য ডে 💌
                   👉আমার অনুভূতি 👈

আমি খুবই সাধারণ ও নিজেকে খুব বেশি বড় করে পরিচয় দেয়ার মত কোন বৈশিষ্ট্য না থাকলেও আমি মনের দিক থেকে নিজেকে অনেক বড় মনে করি। এর প্রধান কারণ হচ্ছে আমরা সবাই মনের গতিতে চলি, ভালো মন্দ বিবেচনা করি তাই।
এই প্লাটফর্ম এ নিজের মন থেকেই যুক্ত হয়েছি, পাশাপাশি মন থেকে ভালোবেসে কাজ করে যাচ্ছি। মন হচ্ছে আমাদের আবেগের জায়গা, আমরা যাই করি দিন শেষে যদি মনে শান্তি না পাই, নিজেকে বের্থ মনে হয়। তাই নিঃসন্দেহে প্লাটফর্ম আমার আবেগের জায়গা, আমি আমার জীবনের গল্প শেয়ার করার পর যখন আমি জানতে পারি আমি স্ট্যাটাস অফ দ্য ডে হয়েছি, পাশাপাশি কমিউনিটি ভলেন্টিয়ার করা হয়েছে। আমার মনে শান্তির মৃদু হাওয়া বয়ে গেল। আমার লেখা সার্থক হয়েছে এবং আমি খুব বেশি অনুপ্রাণিত হয়েছি।এখন আমি নিজেকে একজন  কমিউনিটি ভলেন্টিয়ার ও নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এর গর্বিত সদস্য বলে পরিচিত হতে পেরে আমি অনেক বেশি গর্ব বোধ করি।

উৎসাহ উদ্দীপনা, স্মরণীয় বরণীয় এমন সৌন্দর্য ও গর্বিত প্রাণের ফাউন্ডেশন। মনের মাধুরী মিশিয়ে ফাউন্ডেশন এর ভালোবাসায় সিক্ত সবাই , যেখানে সারা রাত জেগে কাজ করা অথবা দূর থেকে ছুটে এসেও কেউ ক্লান্ত হয় না। যেখানে নেই হিংসা বিদ্বেষ অহংকার, আছে ভালোবাসা বিশ্বাস, এগিয়ে যাওয়ার সাহস স্যার আপনাকে স্যালুট এত সুন্দর একটা ফাউন্ডেশন আমাদের দিয়েছেন উপহার  ।
আপনি আমাদের দেশের গর্ব আমাদের অহংকার


📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৯০০
তারিখ ১৩-১১-২০২২ইং

🌻 নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের            

      আজীবন গর্বিত সদস্য ও কমিউনিটি ভলেন্টিয়ার।
🌻নাম : মো:ফজলুর রহমান
🌻কমিউনিটি ভলান্টিয়ার
🌻এগ্রো ফোরাম সদস্য
🌻পোস্ট রীচ গ্রুপ মেম্বার
🌻নিজ জিলা : ফেনী
🌻বর্তমান: চট্রগ্রাম
🌻ব্যাচ :11
🌻রেজিস্ট্রেশন : 16238
❣️আমার ব্লাড গ্রুপ : (A-)
🌻পেশা : চাকরি প্যাটার্ন ম্যকিং এবং ফ্যাশন ডিজাইনার, এন এইচ টি ফ্যাশন লি :
🌻পাশাপাশি কাজ করছি রেডিমেড গার্মেন্টস ও চা পাতা নিয়ে
🌻মোবাইল :01625297733
🌻ফেইসবুক লিঙ্ক: https://www.facebook.com/fajlur.rahamanpotol
🌻পেইজ লিংক
https://www.facebook.com/Classic-mart-bd-106181034482729/

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।