See More Post

আরেকটি পরিবার হয়ে গেছে মনের অজান্তেই।

💞 স্ট্যাটাস অফ দ্যা ডে" ৯০০ তম দিনে আমার ১ম SOD এর অনুভূতি প্রকাশঃ

আসসালামু আলাইকুম,
আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে সকলেই ভালো আছেন, সুস্থ আছেন।

💝 শুরুতেই কোটি কোটি শুকরিয়া জানাই মহান আল্লাহ তায়ালার দরবারে তিনি আমাকেও এখনো ভালো রেখেছেন, সুস্থ্য রেখেছেন, আলহামদুলিল্লাহ।

কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় মেন্টর শ্রদ্ধেয়  Iqbal Bahar Zahid স্যারের প্রতি। দোয়া করি মহান আল্লাহ তা'আলা যেন আপনাকে পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করেন এবং নেক হায়াত দান করেন।

আজ প্রিয় ফাউন্ডেশনের ৯০০তম "স্ট্যাটাস অফ দ্যা ডে" তাই আমার কিছু অনুভূতি তুলে ধরার চেষ্টা করছি। প্রকৃতপক্ষে কিছু কিছু অনুভূতি ভাষায় প্রকাশ করা যায়না আবার কিছু অনুভূতি লিখেও প্রকাশ করা সম্ভব নয়! তার পরও,,,

প্রিয় ফাউন্ডেশন এর  সম্মানিত সকল সদস্য এবং সকল দায়িত্বশীল ভাই ও বোনদের জানাই অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা।

শ্রদ্ধেয়  স্যারের "গল্পে গল্পে সেল পোস্ট" করার কথায় অনুপ্রাণিত হয়ে গল্পের ছলে একটি সেল পোস্ট করি। এবং সৌভাগ্য ক্রমে আমার পোস্ট টি SOD হয়। অভিনন্দন এর ঝড় শুরু হয় ওয়ারী জোনে। ওয়ারী জোনের ভালো বাসায় আমি আবেগাপ্লুত হই। এবং আমি হয়ে যাই কমিউনিটি ভলান্টিয়ার।

যদিও আমার একাধিকবার "স্টেটাস অফ দা ডে" হওয়ার সৌভাগ্য হয়েছে, তারপরও প্রথম "স্টেটাস অফ দা ডে" লিংকটি সম্মানিত Md Iqbal Hossain  ভাইয়ের পোস্ট থেকে কপি করে দিলাম, মন চাইলে ঘুরে আসতে পারেন,,,

https://www.facebook.com/groups/youngentrepreneursbdiqbal/permalink/1430050214132997/

"স্ট্যাটাস অব দ্যা ডে" 656
Date :- 26/10/2021, SL-10

আমাকে "স্টেটাস অফ দা ডে" পোস্ট করার জন্য সবচেয়ে বেশি যে মানুষটির অবদান রয়েছে তিনি হলেন সম্মানিত ডিস্ট্রিক্ট এম্বাসেডর ও ফাউন্ডেশনের সুপার এক্টিভ মডারেটর প্রিয় Ismat Hasan  ভাইয়া। আন্তরিক কৃতজ্ঞতা প্রিয় ভাইয়ার প্রতি।

আর ভলান্টিয়ারিং করতে যেয়ে কিছু কিছু মানুষের সাথে এমনভাবে মিশে গেছি যে, এই ফাউন্ডেশন এখন আমার আরেকটি পরিবার হয়ে গেছে মনের অজান্তেই।

আরো কিছু ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা স্বীকার না করলেই নয়। এত বড় অকৃতজ্ঞ আমি নই!

হাসান মাহমুদ নাটোরী  ভাইয়া ফাউন্ডেশনের সন্ধান দিয়েছেন।

Sane Rafi ভাইয়া  রেজিষ্ট্রেশনে সহায়তা করেছেন।

Nasrin Sultana আপু  ওয়ারী জোনে যুক্ত করে দিয়েছেন।

"স্ট্যাটাস অফ দ্যা ডে" এর মাধ্যমে যখন কমিউনিটি ভলান্টিয়ার হই। জোন থেকে আমাকে সেলিব্রেট করা হয়। সেই অনুভূতি আমার আজীবন মনে থাকবে।

আন্তরিক কৃতজ্ঞতাঃ
Foysal Bin Sharif ভাইয়া
Md. Roman Sarkar ভাইয়া
Md Shovon ভাইয়া
Md Sohel Rana ভাইয়া সহ

আরো অনেকেই রয়েছেন এই মুহূর্তে নামগুলো মনে করতে না পারায় আন্তরিক দুঃখ প্রকাশ করছি।

সকলের জন্য অনেক অনেক দোয়া রইলো মহান আল্লাহ তায়ালা আপনাদের সবাই কে হেফাজতে রাখুন সবসময়।

"স্ট্যাটাস অফ দ্যা ডে"  টিম সহ ফাউন্ডেশনের অন্যান্য সকল টিম লিডার এবং ফাউন্ডেশনে যারা সামনে থেকে এবং পর্দার আড়ালে থেকে নিঃস্বার্থ ভলেন্টিয়ারিং করে যাচ্ছেন আপনাদেরকে সহস্র সালাম জানাই।

বিভিন্ন ভাবে এ পর্যন্ত  যারা "স্টেটাস অফ দা ডে" হয়েছেন সবার প্রতি অনেক অনেক শুভকামনা এবং যারা এখনো হতে পারেন নি তাদেরকে আহবান জানিয়ে আজকের মত বিদায়,,,


📌স্ট্যাটাস অফ দ্যা ডে ৯০০
তারিখ ১৩-১১-২০২২ইং


আন্তরিক ধন্যবাদান্তে,
Hazrat Ali

🌼ওনার ওফঃ Ict Enterprise
🔰ওয়ারী জোন অ্যাম্বাসেডর, ঢাকা
✅Member of Promotion Team.
🎁মেম্বার অফ সাপ্তাহিক হাট মনিটরিং টিম
🍀মেম্বার অফ ঢাকা বিভাগীয় এগ্রো ফোরাম
🔰Member of Top20 Club
🌺ব‍্যাচঃ ১১ তম
🌺রেজিঃ ৩৫৫৬০
🌳নিজ জেলাঃ ফরিদপুর
🍀বর্তমানঃ ঢাকা, ওয়ারী জোন।
📧E-mail: ictenterprise@gmail.com
☎️ Mobile: +880 17 11 39 01 31

🙋‍♂️ বিজনেস পেইজ লিংকঃ http://Facebook.com/icTEnterprise/
(ভালোবেসে লাইক/কমেন্ট করে পাশেই থাকবেন আশা করি)

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।