See More Post

দিন আসে, দিন যায়। মানুষের জীবনের স্মৃতির অ্যালবাম আবদ্ধ হতে থাকে।

বিসমিল্লাহির রাহমানির রাহিম 

🍀 আমার জীবনের গল্প। 🍀

আসসালামু আলাইকুম !

প্রথমেই আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করছি যিনি আমাকে সুস্থ ও সবল রেখেছেন এবং আমার  নিজের  পরিবারের জন্য কাজ করার তৌফিক  দিয়েছেন।

পরবর্তীতে প্রিয়নবী হযরত মুহাম্মাদ সাঃ এর  প্রতি 

লাখো কোটি সালাম পেশ করছি যিনি না আসলে আমাদের এই পৃথিবী তৈরি হতোনা। 

✍️ নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন এর সম্মানিত সকল দায়িত্বশীল ও আজীবন  সদস্য  ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই  আল্লাহর রহমতে ভালো আছেন। সুস্থ ও নিরাপদে আছেন, আমি ও আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ।

✍️লেখার শুরুতে পরম ভালোবাসা ও শ্রদ্ধা ভরে স্মরন করতে চাই আমার প্রিয় মমতাময়ী মা ও বাবাকে, তাদের উছিলাই এই সুন্দর পৃথিবীর বুকে এসে পৃথিবীর সৌন্দর্য  উপভোগ করতে পারছি। মা বাবার প্রতি শ্রদ্ধা ও অফুরন্ত ভালবাসা প্রকাশ করছি।

✍️তারপর আমি শ্রদ্ধার সাথে স্মরন করছি আমাদের সকলের প্রিয় মেন্টর, প্রিয় শিক্ষক, তরুণ প্রজন্মের আইডল, উদ্যেক্তা গড়ার কারিগর- জনাব Iqbal Bahar Zahid  স্যারকে - যার সুচিন্তা ও পরিকল্পনার মাধ্যমে আমরা এত সুন্দর একটা প্লাটফর্ম পেয়েছি, পেয়েছি লক্ষ লক্ষ ভাই বোন। পেয়েছি বিশাল একটা পরিবার। যার শিক্ষা বুকে ধারণ করে লক্ষ লক্ষ শিক্ষিত বেকার তরুণ তরুণীরা সাহস করে তার বাস্তব জীবনের সফলতার গল্প, ব্যর্থতার গল্প  ও কষ্টের গল্প  অনায়াসে লিখে থাকেন।  

যিনি আমাদের কে একজন সফল উদ্যেক্তা ও সাবলম্বি করে তুলতে বিনা স্বার্থে দিন রাত সময় দিয়ে সবার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের বেকারত্ব দুর করার জন্য প্রিয় স্যার যেই মহৎ উদ্যোগ নিয়েছেন, তার জন্য আমি  প্রিয় স্যারকে স্যালুট জানাই।

✍️নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের সকল ভাই বোনদের উদ্দেশ্যেই  আমার আজকের লেখা। আমার পরিবারের বাহিরে এটা আমার আরেকটা পরিবার বলে আমি সব সময়  মনে করি। সবাইকে আমার পক্ষ থেকে হৃদয়ের গভীর থেকে অনেক বেশি দোয়া ও ভালবাসা রইলো। 

✍️গল্পের শুরুটা কোথা থেকে করবো বুঝতে পারছি না, তবে সত্যিকার অর্থে জীবন গল্পের শুরু হয় জন্মের পর পর আর শেষ হয় মানুষের মৃত্যুর মাধ্যমে! আমার জীবনের গল্প টা শুরু হয়েছিল আমার জন্মের আগেই। নিশ্চয়ই ভাবছেন এটা কিভাবে সম্ভব ? আসলে আমি যখন আমার মা এর গর্ভে ছিলাম তখন কিছু সমস্যার কারণে আমাকে মাকে অনেক কষ্ট করতে হয়।  তিনি অনেক অসুস্থ হয়ে পড়েন। আমার জন্মের পরপরই আমার মায়ের  টানা তিন মাস  হাসপাতালে থাকতে হয়। অনেক অপেক্ষার পর , অনেক  কষ্টের পর আমি আমার মা এর কোল জুড়ে আসি।  সে জন্যই হয়তো আমার মা আমাকে একটু বেশি ই ভালোবাসে। মা ই আমার একমাত্র বন্ধু।  আমার সুখ দুঃখের সাথী।  

আমি আমার জীবনের সব কিছুই আমার মা এর সাথে শেয়ার করি। আর আমার উদ্যোক্তা হওয়ার পিছনে মা এর সাপোর্ট অনেক বেশি ছিল। 

✍️গল্পের শুরুটা যেখানে 👇

মানুষ এর জীবন টা কোনো গল্প নয় এগুলো সব বাস্তব।  তবুও ঘটনা গুলো অতীত হয়ে গেলেই গল্পের মতো শুনতে লাগে। জীবন টা খুব ছোট , কিন্তু এই ছোট জীবনের গল্প গুলো লিখে বা বলে কখনোই শেষ করা যায় না। ছোট জীবনের গল্প গুলো লিখতে গেলে হাজারো কলম ফুরিয়ে যাবে কিন্তু জীবনের গল্প কিছু টা অংশ হয়তো লেখা হবে। বাকিটা গল্প অসমাপ্তই রয়ে যায়।

যাই হোক আমরা তিন ভাই বোন।  আমার  বড় ভাই , আমি ,তার পর আমার ছোট ভাই।  

আমি বর্তমানে অনার্স ৩য় বর্ষের একজন ছাত্রী।  আমি নারায়ণগঞ্জের মেয়ে। 

✍️ আমার বাবা মা❤️

এই পৃথিবীতে আসলে সবাই বাবা মাকে ভালোবাসে।  বাবা মাকে ভালোবাসে না এমন মানুষ খুব কম আছে।  আমার জন্মের সময় মা কে অনেক কষ্ট দিয়েছি আমি তাই আমি আমার মাকে একটু বেশি ই ভালো বাসি।  আর মা ও আমাকে খুব ভালোবাসে। সবাই বড় হওয়ার স্বপ্ন দেখে।  আমি ও চাই নিজে কিছু করতে, আমার স্বপ্ন পূরণের জন্য ই লেখা পড়ার  পাশা পাশি বিজনেস করে যাচ্ছি। আমার বাবা নিজেও একজন প্রফেশনাল বিজনেসম্যান। যদি ও বাবা চাই না আমি এখনই কিছু করি কারন আমি বাবা মায়ের অতি আদরের একমাত্র রাজকন্যা পরিবার ভাই বোন থেকে সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে তাই আমার আমার বিন্দু পরিমান কষ্ট হোক এটা কখনো আমার বাবা চায় না।  তার পরেও মা এর সাপোর্ট এ আমি বিজনেস করে যাচ্ছি এই ফাউন্ডেশন এ থেকেই।                                                                                                                                                                                                       

✍️ আমার শৈশব:

দিন আসে, দিন যায়। মানুষের জীবনের স্মৃতির অ্যালবাম আবদ্ধ হতে থাকে। কিছু স্মৃতি মন থেকে মুছে যায়, আর কিছু স্মৃতি কখনাে ভােলা যায় না। মাঝে মাঝে জীবনের অতীত পানে যখন ফিরে তাকাই, তখন ফেলে আসা বর্ণাঢ্য সুখস্মৃতি মানস চোখে। মায়াবী রূপে ধরা দেয়। 

সেই দিনগুলাে ছিল বড়াে সুন্দর, বড়াে রঙিন, বড়াে মধুময়। জীবন থেকে চলে যাওয়া শৈশব-কৈশােরের সেই দিনগুলাে আজও ভুলতে পারছি না। সে দিনগুলাের কথা মনে হলেই মন পুলকে ভরে ওঠে। কত রঙিন ঘটনা, কত উচ্ছাস, কত। উল্লাস মনের পর্দায় ভেসে ওঠে। 

মনে মনে বলতে থাকি—

সে যে কাল হলাে কতকাল

তবু যেন মনে হয় সেদিন সকাল । 

শৈশব কালে আমি খেলাধুলায় অনেক পারদর্শী ছিলাম।  খেলাধুলায় আমি অনেক পুরস্কার ও পেয়েছিলাম। আজও  মনে পরে সেই স্মৃতি গুলো। কত সুন্দর ছিল সেই দিন গুলো। 

মনে পরে সেই বন্ধুদের কথা। যারা আমার ক্লাসমেট ছিল। যাদের অনেকের সাথে আজও  যোগাযোগ হয়। আবার  কেউ কেউ আছে তারা কোথায় যেন হারিয়ে গেছে। 

✍️উদ‍্যোক্তা জীবন:

আমি নিজে কিছু করার তাগিদে , নিজের পরিচয় গড়ে তোলার জন্য নিজের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য একজন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখি। আমি স্বপ্ন দেখি আমার প্রতিষ্ঠানের মাধ্যমে হাজারো মানুষের কর্মসংস্থান গড়ে তুলতে।  

আমার উদ্যোক্তা জীবন এর শুরুতে অনেক বাধা আসে। অনেক বাধা পেরিয়ে অনেক কষ্টের পর আমি আজ এই খানে।  সব কিছুর জন্য আমি আমার মা এর কাছে ঋণ।  মা ছিল বলেই আমি আজ একজন উদ্যোক্তা হতে পেরেছি।  কারণ বাবা চাইতো না আমি উদ্যোক্তা হয়।  এই ফাউন্ডেশন এর মাধ্যমেই ছোট করে শুরু করি আমার বিজনেস। কাজ করছি নিত্য  প্রয়োজনীয়   স্কিন কেয়ার  প্রোডাক ও বিউটি কসমেটিক্স নিয়ে।  আমার পেজ এর নাম রঙধনু হাউজ । 

আমার কষ্টের কিছু স্মৃতি: 

আমি আমার মাকে খুব ভালোবাসি। আরো কিছু মানুষ ছিল আমার ভালোবাসার যারা আমাকে খুব ভালোবাসতো। আমিও তাদের কে খুব ভালোবাসতাম।   তারা হলো আমার মামা ও আমার খালামনি ভাগ্যের কি নির্মম পরিহাস তারা খুবই অল্প বয়সে বিধাতার ডাকে সাড়া দিয়ে  এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। তারা আজ আমাদের মাঝে নেই এই কথা টা এখনো আমি সহ আমার পরিবারের কেউ মেনে নিতে পারি না...আমার মা এখনে প্রতি নিয়ত ভাবতেই কান্না চলে আসে। আমার মা ও আমি প্রনীত তাদের জন্য কান্না করি।  

আর দোয়া করি আল্লাহ যেন তাদের ওপারে ভালো রাখে।  

✍️ প্রিয় ফাউন্ডেশনে যুক্ত হওয়ার গল্পঃ- 

ইউটিউবে এ স্যার এর ভিডিও দেখে জানতে পারি এই ফাউন্ডেশন এর কথা।  তারপর এই "নিজের বলার মতো একটা গল্প" ফাউন্ডেশনের নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশন করে  একজন গর্বিত সদস্য হতে পারলাম । নিয়মিত সেশন চর্চা ক্লাস করি। পরিচিত হই সবার সাথে।    

আমি ১৯ তম ব‍্যাচ থেকে যুক্ত হই এই ফাউন্ডেশন এ। 

সবথেকে বেশি ভালো লাগে  ফাউন্ডেশন এর সকলের আন্তরিকতা ও ভালোবাসা। এখানকার প্রতি ভাই বোন এতো আন্তরিক , এতো অমায়িক যা বলে বুঝতে পারবো না।  

সেখান থেকেই ভালো লেগে যায় প্রিয় ফাউন্ডেশনের প্রতি । সেই ভালো লাগা থেকেই আমি আমার এক ভাইয়ার সহযোগিতায় যুক্ত হলাম আমার নিজ জেলা নারায়ণগঞ্জ জেলা মেসেঞ্জার গ্রুপে। এবং শুরু করলাম  প্রিয় স্যারের দেওয়া প্রতিদিনের সেশন চর্চার ক্লাস। 

✍️আমাদের স্যার সব সময় একটা কথা বলেন,

 ''সবাই হয়তো উদ্যেক্তা হবে না, তবে আমি নিশ্চিত বলতে পারি আপনার জীবন বদলে যাবে'' 

সবার আগে আপনি একজন ভালো মানুষ হতে পারবেন।  

✍️আমি ও আমার জীবন কে বদলাতে চাই, হতে চাই একজন ভাল মানুষ। দাড়াতে চাই অসহায় মানুষের পাশে, পুরন করতে চাই নিজের স্বপ্ন ও তৈরি করতে চাই কিছু মানুষের ভাগ্য। যাতে করে নিজের জীবনে নিজের বলার মত একটা গল্প তৈরি করতে পারি। 

সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি। 

পরিশেষে

✍️এতক্ষন ধৈর্য্য ধরে আমার বাস্তব জীবনের গল্পের কিছু অংশবিশেষ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আন্তরিক দোয়া ও ভালোবাসা রইলো সবার প্রতি।

আমি সবসময় আপনাদের সুসাস্থ ও দীর্ঘায়ু কামনা করি। আপনাদের জীবন হোক সুন্দর ও সুখময়, আজকের মত এ পর্যন্তই।

    আল্লাহ্ হাফেজ

 

📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৯০৭

Date:- ২৫/১১/২০২২ইং

 রিমা আলম

জেলা : নারায়ণগঞ্জ

ব্যাচ : ১৯

রেজিস্ট্রেশন : ১০১২৭৭


ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।