See More Post

সৈয়দ হাতেম আলি কলেজ বরিশালে, উদ্যোক্তা ক্লাব গঠনের চিঠি প্রদান

উদ্যোক্ত ক্লাব গঠনে আজকে আমরা বরিশাল জেলার সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ,বরিশাল।


সাগর বিধৌত নদ -নদী, তাল তমাল দ্বারা বেষ্টিত প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের লীলা ভূমি এককালের বাংলার শস্য ভান্ডার ও প্রাচ্যর ভেনিস, বর্তমানে শিক্ষানগরী বরিশাল শহরের কেন্দ্র স্থলে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে অত্যন্ত মনোরম পরিবেশে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজটি অবস্থিত। ১৯৬৬ সালে বরিশাল শহরের বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গ, জেলা প্রশাসন সহ সকল স্তরের জনসাধারণের ঐকান্তিক প্রচেষ্টায় এবং দানবীর সৈয়দ হাতেম আলী সাহেবের আর্থিক সহযোগিতায় কলেজটি প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৬ সালে কলেজটি জাতীয়করণ করা হয়। প্রতিষ্ঠার পর থেকেই উচ্চমাধ্যমিক পর্যায়ে কলেজের ফলাফল খুবই সন্তোষজনক । প্রতিবছর বোর্ড পর্যায়ে মেধা তালিকায় ১-১০ তালিকায় কলেজটির স্থান থাকে। প্রচুর বৃক্ষরাজি সমৃদ্ধ পরিস্কার পরিচ্ছন্ন ক্যাম্পাস, বিজ্ঞানের প্রতিটি বিষয়ের স্বতন্ত্র আধুনিক যন্ত্রপাতি সম্বলিত।


বরিশাল জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আমাদের উদ্যোক্তা ক্লাব গঠনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি বরিশাল জেলা টিম। ইনশাআল্লাহ বরিশালের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে থাকবে আমাদের উদ্যোক্তা ক্লাব।


প্রিয় মেন্টর শ্রদ্ধেয় Iqbal Bahar Zahid স্যারের নির্দেশনা মোতাবেক উদ্যোক্তা ক্লাব গঠনের দায়িত্ব নিয়ে বরিশাল জেলা টিমের পক্ষ থেকে উদ্যোক্তা ক্লাব গঠন করার লক্ষ্যে বরিশাল জেলার সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. মোস্তফা কামাল মহোদয়ের কাছে স্যারের স্বাক্ষরিত চিঠি ও বই প্রদান করে বরিশাল জেলা টিম।


চিঠি প্রদানে উপস্থিত ছিলেন।


Ruhul Amin 

বরিশাল বিভাগীয় সমন্বয়ক,কোর ও মডারেটর।


Ishita Jahan 

বরিশাল জেলা প্রতিনিধি।


Shanto Islam 

বাবুগঞ্জ উপজেলা প্রতিনিধি।


সহ উপস্থিত ছিলেন বরিশাল টিমের আজীবন সদস্যবৃন্দ।


এভাবেই ধারাবাহিকভাবে বরিশাল জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে স্যারের স্বাক্ষরিত চিঠি এবং স্যারের লিখা বই পৌঁছে দেয়ার লক্ষ্যে নিয়ে কাজ করছি ইন-শা-আল্লাহ।


এভাবে এগিয়ে যাবে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের বরিশাল জেলা টিম ইনশাআল্লাহ। 


স্যারের লেখা বই স্পন্সর করেছেন Mezbah Ahamed ভাই মডারেটর ও জেলা সমন্বয়ক (চাঁদপুর) স্বত্বাধিকারী: কৃষানের হাসি এগ্রো। তার শারীরিক সুস্থতা ও তার ব্যবসায়িক সাফল্য কামনা করছি আমরা।


স্যারের ৯০ দিনের দেয়া সেশন সংক্ষিপ্ত ভাবে তৈরি করে দিয়েছেন Sagar Banik দাদা। কো-ফাইন্ডার বিচরণ মাঠ লিমিটেড।


অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি। বরিশাল জেলা টিমের পক্ষ থেকে অনেক অনেক দোয়া প্রিয় স্যারের জন্য।



ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।