বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম।
অত্যন্ত চমৎকার ভাবে সম্পন্ন হলো অতন্দ্র গাজপুর জেলার শ্রীপুর উপজেলার ধারাবাহিক দ্বিতীয় মাসিক মিটআপ।
সেল্যুট জানাই যুগ শ্রেষ্ঠ শিক্ষক ও প্রিয় মেন্টর জনাব, Iqbal Bahar Zahid স্যারকে।
প্রিয় স্যারের নির্দেশে উপজেলার কার্যক্রমকে এগিয়ে নিতে হয়ে গেল আমাদের মিটআপ।
উদ্যোক্তাগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে প্রতি মাসে একটি মিটআপের গুরুত্ব অপরিসীম। তারই ধারাবাহিকতায় আজকে শ্রীপুর উপজেলায় হয়ে গেল দ্বিতীয় মাসিক মিটআপ।
আলহামদুলিল্লাহ্ অত্যন্ত চমৎকার উপস্থিতিতে আমাদের পারস্পরিক মতবিনিময় হলো।
বিজনেস আইডিয়া শেয়ার ও আসছে আগামী ৫ম বার্ষিক মহা সম্মেলনে শ্রীপুর থেকে সর্বাধিক উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে।
অনলাইনে টিকিট সংগ্রহ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
ভালোবেসে উপস্থিত ছিলেন প্রিয় Mohammed Helal Uddin ভাই, Md Asaduzzaman Ashik ভাইয়া
Jihad Morul ভাই, ইসমাঈল হামযাহ ভাই,
মোঃহিটলার জামান ভাইয়া ও অন্যান্য।
সার্বিক দিকনির্দেশনায় সম্মানিত গাজীপুর জেলা এম্বাসেডর ও মোডারেট জনাব, Yousuf Hossen Tonmoy ভাইয়া এবং রহিমা আক্তার স্বপ্না আপু।
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।