See More Post

অতন্দ্র গাজীপুর জেলার কোনাবাড়ি জোনের ধারাবাহিক ১০ম ফিজিক্যাল মাসিক মিট আপ।

আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার ও সফলভাবে সম্পন্ন হলো ২৫/১১/২০২২ ইং রোজ শুক্রবার নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের  অতন্দ্র গাজীপুর জেলার কোনাবাড়ি জোনের ধারাবাহিক ১০ম ফিজিক্যাল মাসিক মিট আপ।


উপস্থিত ছিলেনঃ 

সম্মানিত মডারেটর Ashraful Alam ভাই,

কমিউনিটি ভলান্টিয়ার বিল্লাল হোসেন রিফাত ভাই, জাহিদ বাবু ভাই এবং কোনাবাড়ি জোন ও অন্যান্য উপজেলার আজীবন সদস্যবৃন্দ।


সম্মানিত মডারেটর আশরাফুল আলম ভাই লাইভে গিয়ে কীভাবে অনলাইনে টিকেট কাটতে হয় তা দেখান এবং কোনাবাড়ি জোনের অনেকেই অনলাইনে টিকেট ক্রয় করেন। 


কীভাবে কোনাবাড়ি জোন বিশেষ করে গাজীপুর জেলা থেকে ১৪ই জানুয়ারি, ২০২২ ইং ৫ম উদ্যোক্তা মহাসম্মেলনে  সর্বোচ্চ উপস্থিতি নিয়ে অংশগ্রহণ করা যায় এবং অতন্দ্র গাজীপুর জেলাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই ব্যাপারে সম্মানিত মডারেটর আশরাফুল আলম ভাই খুবই গুরুত্বপূর্ণ এবং দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন। 


যারা যুক্ত হয়েছিলেন তারা সকলেই নিজের মতামত,  নিজের পরিচয় ও উদ্যোগের পরিচয় তুলে ধরেন। 


যারা উপস্থিত ছিলেন সকলের জন্যই অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো।  সকলের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করছি।  সকলের জীবন হোক সুখময়,  নিরাপদ ও শান্তিপূর্ণ।



ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।