#উদ্যোক্তা_ক্লাব_গঠনে_পটুয়াখালী_জেলা_টিম।
#সুবিদখালী_সরকারি_কলেজ_মির্জাগঞ্জ_পটুয়াখালী
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার একটি শীর্ষস্থানীয় এবং ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান।
🌿আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ্।
🌿মাশাআল্লাহ, কলেজ ও ক্যাম্পাসে উদ্যোক্তা ক্লাব গঠন নিঃসন্দেহে স্যারের যুগ উপযোগী ভালো উদ্যোগ। দেখা যায় যে, স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজ ও ইউনিভার্সিটি লেভেল এর স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি জীবন ও জীবিকা নিয়ে একটা চিন্তাভাবনার মধ্যে থাকে ও সিদ্ধান্তহীনতায় ভুগে, এমত অবস্থায় স্যারের ৯০ দিনের ক্লাস ও সেশন চর্চার মাধ্যমে একটা স্টুডেন্ট সঠিক লক্ষ্য নির্ধারণ করতে পারবে জীবনের মোড় ঘুরে যেতে পারে।
শুকরিয়া আল্লাহর কাছে আমরা এই মহৎ কাজে অংশগ্রহণ করতে পেরেছি। কলেজ ও ইউনিভার্সিটিতে গিয়ে গিয়ে স্যারের দেওয়া চিঠি পৌঁছাতে সক্ষম হয়েছি। এই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষগন বিষয়টি পজিটিভ ভাবে নিয়েছেন এবং সহযোগিতার ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করেছেন।
আমি বিশ্বাস করি এই ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে পটুয়াখালী জেলার টিম আরো সামনের দিকে এগিয়ে যাবে।
পটুয়াখালী জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আমাদের উদ্যোক্তা ক্লাব গঠনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি পটুয়াখালী জেলা টিম। ইনশাআল্লাহ পটুয়াখালী জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে থাকবে আমাদের উদ্যোক্তা ক্লাব।
প্রিয় মেন্টর শ্রদ্ধেয় Iqbal Bahar Zahid স্যারের নির্দেশনা মোতাবেক উদ্যোক্তা ক্লাব গঠনের দায়িত্ব নিয়ে পটুয়াখালী জেলা টিমের পক্ষ থেকে উদ্যোক্তা ক্লাব গঠন করার লক্ষ্যে সুবিদখালী সরকারি কলেজের অধ্যক্ষ মোঃআছাদ্দুজামান মহোদয়ের কাছে স্যারের স্বাক্ষরিত চিঠি প্রদান করে পটুয়াখালী জেলা টিম।
চিঠি প্রদানে উপস্থিত ছিলেনঃ
Md Hasibul Hasan
(পটুয়াখালী জেলা প্রতিনিধি ও মডারেটর)
Saiful Arefin ভাই
(পটুয়াখালী জেলা প্রতিনিধি ও জেলা সম্মনায়ক )
সহ উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা টিমের প্রাণপ্রিয় ভাই ও বোনেরা।
এভাবেই ধারাবাহিকভাবে পটুয়াখালী জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে স্যারের স্বাক্ষরিত চিঠি পৌঁছে দেয়ার লক্ষ্যে নিয়ে কাজ করছি ইন-শা-আল্লাহ।
এভাবে এগিয়ে যাবে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের পটুয়াখালী জেলা টিম ইনশাআল্লাহ।
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি। পটুয়াখালী জেলা টিমের পক্ষ থেকে অনেক অনেক দোয়া প্রিয় স্যারের জন্য।
🌿🌷ধন্যবাদান্তে🌿🌷
মোঃহাসিবুল হাসান
২য় ব্যাচ,রেজিষ্ট্রেশন ৩০৫৫
মডারেটর ও জেলা প্রতিনিধি পটুয়াখালী।
_______________________
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।