See More Post

স্টার্ট-আপ আইডিয়া

কোন ডিজিটাল ব্যবসা শুরু করার স্বচ্ছ পরিকল্পনা, বাস্তবিক, পরিমাপযোগ্য আইডিয়াকে স্টার্ট-আপ বলে। এই সকল বিষয় ছাড়া আরো অনেক বিষয়ে প্রয়োজন একটা স্টার্ট আপ আইডিয়াকে প্রতিষ্ঠিত করা। একটা আইডিয়া মানে শুধু আইডিয়া নয়, একটা গল্প যা বাস্তবায়ন করা সম্ভব। সেই বাস্তাবায়নে অনেক ধরনের প্রতিকূলকে উপেক্ষা করতে হয়। আপনার আইডিয়ার একটা গল্প থাকবে। তার একটা মিশন-ভিশন থাকতে সেটা বাস্তবায়নের রিসর্চ না থাকলে সেই খানে আইডিয়া দিয়েও আপনে ব্যবসা শুরু করতে পারবেন। বাংলাদেশ সরকারি স্টার্ট-আপ ২০১৮ সালে প্রতিষ্ঠা করা হয়েছে। বাংলাদেশে উদ্যেক্তাগনের ইনভেস্ট হিসাবে। শুধু মাত্র একটা লিখত দলিলের মাধ্যমে নিজের আইডিয়া উপস্থাপন করতে হবে। কিভাবে উপস্থাপন করতে হবে? একদিন পরে লিখবো।

সেই গল্প হবে আপনার আইডিয়ার গল্প। একটা বিষয়ে মাথা রাখা দরকার যে, প্রতি মাসে আমেরিকা ৩ লক্ষের উপরে স্টার্টআপ আসছে । তাদের সফলতা শূন্য নয় কিন্তু শূন্যের কাছাকাছি। তাই বিষয়টা মোটেও পানি খাওয়ার মত নয়। তাই বলে কি আপনার আপনাকে নিষেধ করা হয়েছে? না মোটেও নয়, আপনেও শুরু করুন, প্রত্যকের আইডিয়া বা গল্প এক না। সবকিছুর মধ্যে পরিবর্তন থাকতে পারে। একেক জনের আইডিয়া, বাস্তবায়ন পদ্ধতি, রিসর্চ একেক রকম। কোম্পানির আইডিয়ার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের পরিকল্পনা হতে পারে, বিভিন্ন রকম বিনিয়োগ লাগতে পারে। বিনিয়োগ কত করতে হবে নির্ভ্র করবে কোম্পানির পরিকল্পনার উপর। তাই আপনেও শুরু করে দিন। শুরু করে দিন আপনার আইডিয়াকে বাস্তবায়ন করার। একটা আইডিয়াকে বাস্তবায়নের একটা লিখিত দলিল হল একটা স্টার্ট আপের মূল্ভিত্তি। আপনার আইডিয়া থাকলে সেটাকে বাস্তবায়নের দিকে নজর দিতে আজই লেখালেখি শুরু করে দিন।

📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ১০৯
Date:- ১৩/০১/২০২০ ইং

Raju Ahmed

8th Batch
pabna district
serial no-9010

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।