আলহামদুলিল্লাহ, ধানমন্ডি জোনের সামাজিক কাজের অংশ বিশেষ #সুবিধা বঞ্চিত স্কুল শিক্ষার্থীদের মাঝে খাবার ও আনন্দ বিলাই| কার্যক্রম সফল ভাবে সম্পন্ন হলো
স্থানঃ ডাসওয়াব শিক্ষা নিকেতন স্কুল
১০৬, হাজারীবাগ রোড (হাজারীবাগ বড় মসজিদ, হাজারীবাগ বাজারের কাছে), হাজারীবাগ, ঢাকা ১২০৯
পৃষ্টপোষকতায়
ZA RA's Kitchen
ঢাকা জেলা এম্বাসেডর
নাসরিন জাহান আপু
সার্বিক তত্ত্বাবধানেঃ
লিজেন্ড ধানমন্ডি জোন
প্রোগ্রামে উপস্থিত ছিলে ধানমন্ডি জোনের দায়িত্বশীলগন
অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যারাস কিচেন এর সত্ত্বাধীকারী ও সম্মানিত ঢাকা জেলা এম্বাসেডর Nasrin Jahan আপুর প্রতি| যার উদ্যোগে এমন একটি ভাল কাজের ভোলিন্টিয়ারিং করতে পেরে আমি গর্বিত| আমি নাসরিন জাহান আপু ও তার প্রতিষ্টানের উত্তরাত্তর সাফল্য কামনা করছি|
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।