আসসালামুআলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন।।
সকলের প্রতি আকুল আবেদন এই যে, আমার স্বল্প প্রচেষ্ঠায় আমাদের এই প্রিয় প্লাটফর্ম নিয়ে আপনাদের মাঝে কিছু কথা তুলে ধরবো।
প্রিয় ভালো মানুষ গুলোর দৃষ্টি আকর্ষণ করছি,,
শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ আমার, আপনার সকলের প্রাণ প্রিয় ব্যাক্তি জনাব ইকবাল বাহার স্যারের প্রতি,
আমাদের দেশ বাংলাদেশ।অন্যন্য দেশের তুলনায় অনেক ছোট একটি দেশ।দেশের আয়তন অনুসারে এ দেশের জনসংখ্যা অনেক বেশি।
এ দেশের সবচেয়ে বড় একটি সমস্যা হল বেকারত্ব,,
যার কারণে আমাদের দেশের হাজারো তরুণ প্রজন্ম হতাশাজনক ভাবে চলাফেরা করে আসছে,,
আর তারই ধারাবাহিকতায় আমাদের প্রিয় ব্যাক্তি জনাব ইকবাল বাহার স্যার তার মূল্যবান সম্পদ,সময়কে বিসর্জন দিয়ে বেকার তরুণদের জন্য উৎসর্গ করলেন নিজের বলার মতো একটা গল্পের বিশাল বড় প্লাটফর্ম..
যে প্লাটফর্মটি তরুণদের জন্য নিঃস্বার্থ ভাবে সহায়ক ভূমিকা পালন করে আসছে।
তারই প্রেক্ষাপটে হাজারো তরুণ উদ্যেক্তা নতুন দিগন্তের স্বপ্ন দেখে।
যা থেকে তরুণরা শিখতে পেরেছে কিভাবে একটি ব্যাবসা শুরু করা যায়,তারা শিখতে পেরেছে কিভাবে ব্যাবসার মূলধন সংগ্রহ করা যায়,তারা শিখতে পেরেছে কিভাবে মার্কেটিং করা যায়,তারা এর মধ্যে দিয়ে আরো পেয়েছে বিশাল বড় নেটওয়ারর্কিং করার সুযোগ,পেয়েছে নানা ধরনের ব্যাবসায়িক আইডিয়া ইত্যাদি অনেক কিছুই।
যার জন্য বলতে পারি যে,,
এটি এমন একটি প্লাটফর্ম,
** যা আগামীর নতুন বাংলাদেশ তৈরী করার সহায়ক ভূমিকা পালন করবে ,,
** যা বেকারত্ব দূর করার সহায়ক ভূমিকা পালন করবে,,
** যা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার সহায়ক ভূমিকা পালন করবে,,
** যা সকল সন্তান ও মা-বাবার মধ্যে বন্ধন সৃষ্টি করার সহায়ক ভূমিকা পালন করবে,,
** যা আমাদের দেশের হত-দরিদ্র মানুষদের নতুন ভাবে বাঁচার সহায়ক ভূমিকা পালন করবে।।
অবশেষে বলতে পারি যে, কোন মানুষই এ দুনিয়াতে চিরস্হায়ী নয়,
হয়তো আমাদের প্রিয় প্লার্টফর্মের মানুষ গুলো আজ আছে,,
কাল হয়তো নাও থাকতে পারে,
তদ্রপ আমাদের প্রিয় ইকবাল বাহার স্যার আজ আছে,
কাল হয়তো নাও থাকতে পারে,
কিন্তু আমি বুকে হাত রেখে বলতে পারি,
যেহেতু এখানে হাজারো ভালো মানুষের আনাগোনা,
সেহেতু এখানেই সৃষ্টি হবে হাজারো ইকবাল বাহার।
আর তারই ধারাবাহিকতায় আমাদের এই প্রাণের গ্রুপকে ইতিহাসের পাতায় তুলে রাখবে এ প্লাটফর্মের ভালো মানুষ গুলোই,ইতিহাসে স্বরণ করে রাখবে আমাদের প্রিয় স্যারকে.
জনাব ইকবাল বাহার স্যার শুধু একটি নামই নয়,তিনি একটা ইতিহাস।।
আমি আরো বিশ্বাস করি ইতিহাসের পাতা থেকে এ প্লাটফর্মের নাম মুছে পেলার কোন সুযোগ নেই।
আমি আমাদের প্রিয় স্যারের দীর্ঘায়ু হায়াত কামনা করি।
আল্লাহ তাকে আমাদের মাঝে দীর্ঘদিন বেঁচে থাকার তৌফিক দান করুক।।
সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই,
ভালোবাসা অভিরাম সকলের জন্য.
📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ১১৩
Date:- ১৭/০১/২০২০ ইং
মোঃমাহফুজ আলম
জেলাঃ-কুমিল্লা
ব্যাচঃ-৭ম
রেজিঃ-২৫৮০
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।