See More Post

ময়মনসিংহ মুক্তাগাছা উপজেলা মিটআপ |

বিসমিল্লাহির রাহমানির রাহীম,,,,,
আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রিয় মেন্টর জনাব Iqbal Bahar Zahid স্যারের নির্দেশে শুরু হয়েছে উপজেলা মিটাপের।
আর সেই সুবাদে ক্রিয়েটিভ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা থেকে আয়োজিত হয়ে গেলো একটি মেগা মিটাপের, আলহামদুলিল্লাহ।
আমাদের মিটাপে মুক্তাগাছার উপজেলা নিবার্হী কর্মকর্তা স্যারকে, আমাদের কোর ভলান্টিয়ার এবং মডারেটর Julekha Khatun Suma আপুকে, জেলা এম্বাসেডর নাশিদ ভাইকে, উপজেলা এম্বাসেডরগণ, ভলান্টিয়ারগণ থেকে শুরু করে যারা যারা কাছে বা দূরে থেকে এই মিটাপের আয়োজনে অংশগ্রহণ করেছেন, যারা যারা স্পন্সর হয়েছেন, সুদূর প্রবাস থেকে স্পন্সর হয়েছেন Rashedul Islam King ভাইকে, S M Sumon আর বিশেষ ধন্যবাদ লায়লা আরজুমান আপুকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এতো সুন্দর আর সফল একটি সারপ্রাইজ মিটাপের জন্য।
আমি ছিলাম আয়োজন টিমের একজন ভলান্টিয়ার হিসেবে, এস এম সুমন আর লায়লা আপু,আমরা তিন জন ভলান্টিয়ার করেছি, আমাদের ভলান্টিয়ারে যদি কারো কোন কষ্ট লেগে থাকে, যদি আমাদের কোন ভুল হয়ে থাকে, আমরা আশা রাখি আমাদের ভুল গুলো আমাদের জানাবেন।
যেন পরবর্তীতে আরো সুন্দর আয়োজন করতে পারি ইমরা, ইন-শা-আল্লাহ।

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।