See More Post

সিরাজগঞ্জ বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ বরাবর আমাদের সকলের শ্রদ্ধেয় শিক্ষক জনাব Iqbal Bahar Zahid স্যারের চিঠি প্রদান করা হয়েছে।

আসসালামু আলাইকুম সবাইকে। 


"বেকার থাকবোনা একদিনও"


 শ্রদ্ধেয় স্যারের এই শ্লোগানকে বাস্তবায়ন করতে সারা দেশে প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস ভিত্তিক "ক্যাম্পাস উদ্যোক্তা ক্লাব" গঠনের লক্ষ্যে ক্যাম্পাস অর্গানাইজিং টিম কাজ করে যাচ্ছে।


তারই ধারাবাহিকতায় আজ ১৪নভেম্বর ২০২২ রোজ-সোমবার  সিরাজগঞ্জ জেলায় একটি কলেজে অধ্যক্ষ বরাবর আমাদের সকলের শ্রদ্ধেয় শিক্ষক জনাব Iqbal Bahar Zahid স্যারের চিঠি প্রদান করা হয়েছে। 


কলেজটি হলো

১/বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রী  কলেজ। 


চিঠি প্রদানে উপস্থিত ছিলেন 

১/ Anowar Hossain 

উপজেলা প্রতিনিধি শাহজাদপুর। 

২ /@ Maria Akhter  আপু

সম্মানিত আজীবন সদস্য।

৩/@ALIM Sarkar 

সন্মানিত আজীবন সদস্য। 


এই মহৎ কাজে অংশগ্রহণ করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। সেইসাথে এই মহৎ কাজে যাঁরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহায়তা করেছেন, তাঁদের সবাইকে জানাই ফাউন্ডেশন তথা সিরাজগঞ্জ জেলা টিমের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসা। 


ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।