
প্লাটফর্মের ভাইবোনদের প্রতি কৃতজ্ঞতা

আমাদের প্ল্যাটফর্মে অগণিত ভাই-বোন পেয়েছি, যারা নিঃস্বার্থভাবে রেজিস্ট্রেশন থেকে শুরু করে, আমাদের প্রিয় প্ল্যাটফর্ম কে এগিয়ে নিয়ে যাচ্ছেন সম্মানিত কোর ভলান্টিয়ার মডারেটর জেলা এম্বাসেডর উপজেলা এম্বাসেডর ভলেন্টিয়ার সহ আজীবন সদস্য ভাইবোনদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ভালো মানুষের প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

গল্পের শুরুটা এখানে..
মানুষের জীবন টা খুব ছোট , কিন্তু এই ছোট জীবনের গল্প গুলো লিখে বা বলে কখনোই শেষ করা যায় না। তাই জীবনের গল্প গুলো লিখতে গেলে হাজারো কলম ফুরিয়ে যাবে কিন্তু জীবনের গল্পের কিছু টা অংশ হয় তো লেখা হবে। বাকিটা গল্প অসমাপ্তই রয়ে যায়।

আমি মোঃ রমজান আলী, পিতা মোহাম্মদ সৈয়দ আলী, মাতা মোছাঃ লাল বানু, ৬ ভাই বোনের মধ্যে ভাই আমি একা।১ বোনের পর আমার জন্ম তার পর আমার ছোট ৪ বোন। ৬ ভাই, বোনের মধ্যে আমি ২ নাম্বার সদস্য, আমার জন্ম আমার দাদার বাড়িতে। ময়মনসিংহ জেলার, গৌরীপুর থানার, মানিকদীর গ্রামে।

আমার স্বপ্ন

আমার স্বপ্ন আমি এক জন সফল উদ্যোক্তা এবং সফল মানুষ হওয়ার। বেকার যুব সমাজের মাঝে বেকারত্ব দূর করা। অসহায় মানুষের মুখে হাসি ফোটানো। পরিবার ও সমাজ নিয়ে ভালো থাকতে পারা। দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারা, মৃত্যুর আগ পর্যন্ত যেনো ভালো মানুষ হিসেবে থাকতে পারি। ইনশাআল্লাহ সফল উদ্যোক্তা না হওয়া পর্যন্ত লেগে থাকব এবং নিজের সফলতা অর্জন করব।

ফাউন্ডেশনে যুক্ত হওয়া

ইউটিউবে কিছু টিউটোরিয়াল ভিডিও দেখতে গিয়ে নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের ভিডিওটি দেখতে পাই, ভিডিওটি দেখে ভালো লাগা কাজ করে সেখান থেকে ফাউন্ডেশনের যুক্ত হবার জন্য আগ্রহ প্রকাশ করি।
একদিন দেখি ফেসবুকে রেজিস্ট্রেশন করার জন্য, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন থেকে পোস্ট করে এবং আমি ১৮ তম ব্যাচে নিজে নিজেই রেজিস্ট্রেশন করতে সক্ষম হই, এবং
রহিমা আক্তার স্বপ্না আপু আমাকে গাজীপুর ম্যাসেঞ্জার গ্রুপে এবং
Siddekun Simla আপু আমাকে ময়মনসিংহ জেলা ম্যাসেঞ্জার গ্রুপে যুক্ত করে দেন, আপনাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ ও আপনাদের সফলতা কামনা করছি। দোয়া ও ভালো বাসা রইল।

এই প্লাটফর্মে যুক্ত হয়ে যা শিখতে পেরেছি তা হচ্ছেঃ-

একজন ভালো মানুষ হওয়া।

মানুষের সাথে সম্পর্ক গড়ে তোলা।

অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ।

ধৈর্যশীল হতে পারা।

অল্পতে ভেঙ্গে না পরা।

কাজের প্রতি প্রেমে পড়া।

মানবিক কাজে মানুষকে সাহায্য করা।
আরও অনেক কিছু শিখতে পেরেছি তা একমাত্র সম্ভব হয়েছে স্যারের জন্য এবং এই প্লাটফর্মের মাধ্যমে। তাই আমি স্যার এর প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি।

আমাদের স্যারের যে সব কথা আমাকে অনুপ্রাণিত করে-

জীবনে বলার মতো একটা গল্প থাকা দরকার।

স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন এবং লেগে থাকুন...... সাফল্য আসবেই।

জীবনের অন্তত ৫টি বছর ৯--৫টা ভুলে গিয়ে কাজটাকে ভালবাসুন, আপনার এগিয়ে যাওয়া শুধু সময়ের ব্যাপার।

সফলতা হচ্ছে ৪ “স” – সুশিক্ষা, সুস্বাস্থ্য, সুখ ও সম্পদ।

জীবনে বড়, সফল ও সুখী হবার জন্য পজিটিভিটির কোন বিকল্প নাই।

সবচেয়ে বড় বিনিয়োগ হচ্ছে সততা ও কমিটমেন্ট।

সময় নিন, সময় দিন, সময় বদলাবে, সময়ই সব ঠিক করে দিবে...।

সমস্যা থেকে বের হয়ে আসবে নতুন কোন বিজনেস আইডিয়া।

বৃষ্টি সবার জন্যই পড়ে তবে ভিজে কেউ কেউ।

সবসময় জিততেই হবে এই মানসিকতা আপনাকে অসুস্থ করে তুলবে। কোন কোন হার নতুন পথ দেখায়।

কিছু স্কিলস শিখে শুরু করতে হবে তাড়াতাড়ি তবেই পড়াশুনা শেষ হবার আগেই আপনার জন্য রেডি চাকরী বা কোন উদ্যোগ।

যে নিজেকে ভাল রাখে এবং অন্যকেও ভাল রাখে - তিনিই একজন ভালোমানুষ ! ভালমানুষ হবার প্রতিযোগিতা হউক।

জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে একজন ভালো মানুষ হওয়া।

আপনার জীবনে এগিয়ে যাবার কোন চমক দিতে পারে শুধুমাত্র মা-বাবার দোয়ায়।

জীবনে শুধু ১ টা কাজ বা ১ টা চাকরী করার জন্য আপনার জন্ম হয়নি, আপনার যা কিছু করছেন তারচেয়েও আরও অনেক বেশী কিছু করার মেধা ও বুদ্ধি আপনার আছে।

মানুষের জন্য কাজ করলে, জীবিকার জন্য কাজের অভাব হয় না।
বর্তমান যুগে সবার সাথে যোগাযোগে করার জন্য আমাদের সব চেয়ে খুব বেশি প্রয়োজন সেটা হল মোবাইল। বর্তমানে মোবাইল ছাড়া যেন এক মুর্হুত চলে না। আর মোবাইল চালাতে খুব বেশি প্রয়োজন ইন্টারনেট প্যাকেজ এবং মিনিট। আর আমরা যারা অনলাইনে বিজনেস করি তাদের ত ইন্টারনেট ছাড়া চলেই না। আর সে কথা মাথায় রেখে আমি চলে আসলাম আপনাদের কাছে ইন্টারনেট প্যাকেজ সকল সিমের বান্ডেল অফার নিয়ে। আমার কাছে পাবেন সকল সিমের ইন্টারনেট বান্ডেল অফার। এখন কথা হল আপনারা আমার কাছে থেকে কেন কিনবেন। আমার কাছে যে আফার প্যাকেজ গুলো পাবেন সে গুলোর মুল্য রেগুলার মুল্য থেকে অনেক কম। যা আপনি নিজে যদি সরাসরি মোবাইল থেকে বা ফ্লেক্সিলোডের দোকান অথবা বিকাশ থেকে ক্রয় করেন তাহলে মুল্য নিবে আমার দেওয়া মুল্য থেকে অনেক বেশি। আর পেমেন্ট করার ও কোন জামেলা নাই। ঘরে বসে যে কোন সময় প্যাকেজ ক্রয় করতে পারবেন বিকাশ পেমেন্ট এর মাধ্যমে খুব সহজেই। আর খুব সহজেই প্যাকেজ ক্রয় করতে যুক্ত হতে পারেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে। গ্রুপ লিংক-