See More Post

বাবার মু‌খে প্রায় শুনতাম চাকরি মানে চাকর ।

একজন নারীর জীব‌নের প্রতি‌টি অধ‌্যায় অ‌নেক ক‌ঠিন। চাক‌রি খে‌কে উ‌দ্যোক্তা জীবন। বাবার বাড়ী থে‌কে স্বামীর সংসার সব স্থান ই পরা‌ধিনতা।
একজন নারী চাই‌লে ই পা‌রে না একজন পুরু‌ষের মত উ‌দ্যোক্তা হ‌তে।
বাবার মু‌খে প্রায় শুনতাম চাকরি মানে চাকর ।
বাবা একটা সময় চাকরি করতেন। কিন্তু চাকরির এই পরাধীন জিবন ছেড়ে আজ তিনি একজন সফল ব্যবসায়ী।
আমিও য়ে সেই পরাধীনতা বন্ধনে আবদ্ধ ছিলাম ৭ বছর। পরের অধীন কাজ করা অনেক যন্ত্রনাদায়ক। দা‌য়িত্বশীলরা য‌দি খারাপ হয় তাহ‌লে কস্ট প‌রিমান আ‌রো অ‌নেক বে‌শি হয়। চাকরির তৃক্ততা অ‌নেক গভীর।
প্রিয় স‌্যা‌রের উ‌ক্তি
স্বপ্ন দেখুন,
সাহস করুর,
শুরু করুন
লে‌গে থাক‌ুন, সফলতা আস‌বেই।
শ্রদ্ধেয় স‌্যা‌রের এক‌টি উ‌ক্তি ম‌নে উ‌দ্যোক্তা হওয়া স্বপ্ন দে‌খি, সাহস ক‌রে ম‌নের সা‌থে সংকল্প ক‌রে ব্যবসা শুরু করি। যেখানে আমি অর্থ উপার্জনের সা‌থে স্বাধীন আকাশে নিজের মতো করে উড়তে পারি।
হঠাৎ এক‌দিন স্কুলের এক গার্ডিয়ান আসলো বাসায়।(স্কুলের প্রায় গার্ডিয়ান এখন আমাকে ম্যাডাম শব্দের সাথে ব্যবসায়ীক সম্বধোনটা জুরে দেন, শুনতে ভালোই লাগে) তি‌নিও তাই বললো।
গার্ডিয়ান: ব্যবসায়ী ম্যাডাম কিছু দিন আগে আপনার কাছ থেকে যে থ্রি পিস টা নিলাম তা কিন্তু আমি পড়তে পারিনি।
আ‌মি: কেন আপু?
গা‌র্ডিয়ান: আমার ননদ দেখে পছন্দ করে তার জন্য নিয়ে নিলো।
আ‌মি: আচ্ছা আপু সমস্যা নেই আপনি পছন্দ করে অন্য একটা নিতে পারেন।
কিন্তু ওনাকে একটু চিন্তিত দেখাচ্ছিলো।
কি হলো আপু কি ভাবছেন?
হঠাৎ করে আমার বোনের বিয়ে ঠিক হয়ে গিয়েছে হাতে সময় কম আমার কিছু থ্রি পিস লাগবে সাথে আপনার ছাত্রীর জন্য। কিন্তু সমস্যা হচ্ছে এত কম সময়ে কিভাবে বানাবো। একটা ঝামেলায় পড়ে গেলাম।
এই কথা এটা নিয়ে চিন্তা করছেন সমস্যা নেই আপু। আমি কিছুদিন হলো নতুন সংযোজন করেছি রেডিমেট থ্রি পিস। বানানোর জামেলা ছাড়াই পড়তে পারবেন। আর আমার ছাত্রীর জন্য ও চিন্তা করতে হবে না। টু পিস গাউন এবং ওয়ান পিস এর ও কালেকশন আছে আমার কাছে।
তি‌নি যেনো হাঁফ ছেড়ে বাঁচলেন।
আপু কে স্টিচ থ্রি পিস গুলো দেখানোর পর পছন্দ করে ৫ টা থ্রি পিস এবং ওনার মেয়ের জন্য একটা টু পিস গাউন এবং একটা ওয়ান পিস পছন্দ করে নিয়ে নিলেন। (আলহামদু‌লিল্ল‌াহ)
স‌্যা‌রের দেখা‌নো পথ আমার ব‌্যবসা কর‌তে সহ‌স যুগি‌য়ে‌ছে, স‌্যা‌রের দেওয়া শিক্ষা আদর্শ বুকে ধারন ক‌রে সাম‌নে এ‌গি‌য়ে যে‌তে চাই।
আজ নি‌জের এক‌টি প‌রিচয় তৈ‌রি কর‌তে সক্ষম হ‌য়ে‌ছি, সফল হওয়া পর্যন্ত লে‌গে থাক‌বো।
থ্রি পিস, টু পিস সবার ই লাগে,
আমার কা‌ছে নিত‌্য নতুন ডিজাই এর কা‌লেকশন পা‌বেন। আপনাদের পছ‌ন্দের থ্রি পিছ নি‌তে পা‌রেন।
আমরাই ক্রেতা, আমরাই বিক্রেতা।
সবার সহ‌যো‌গিতায় একজন সফল উ‌দ্যোক্তা হ‌তে চাই।
শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রিয় মেন্ট Iqbal Bahar Zahid স‌্যা‌রের প্রতি, স‌্যা‌রের সুস্বাস্থ‌্য ও দীর্ঘায়ু কামনা ক‌রি।

📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ৯১৪

Date:- ২০/১২/২০২২ইং


ধন‌্যবাদা‌ন্তে
নাম: নাসরিন ইসলাম
ব‌্যাচ: ৭ রেজি:৬৯৫০
নর‌সিংদী সদর
পেইজ লিংক অপরাজিতা নূর

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।