See More Post

শুনশান নীরব এক অজানা শহরের ভুলো রাস্তায় একা একা হেটে চলি আর আনমনে ভাবি

প্রথমেই সবাই কে আমার পক্ষ থেকে জানাই সালাম ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন।
আমি সুলতানা রাজিয়া (রুপা)
ব্যাচ-৮ম
রেজিস্ট্রেশন -7046
জেলা - জামালপুর
বতর্মান অবস্থান - দক্ষিণ কোরিয়া।
প্রতিষ্ঠান- মিষ্টিমুখ (অনলাইন সুইটস & ডেজার্ট সপ)
যোগ্যতা : অনার্স + মাস্টার্স ইডেন মহিলা কলেজ, ঢাকা।
হাজবেন্ডের উচ্চ শিক্ষার কারণে বিদেশে পাড়ি জমানো। যদিও আমার কোরিয়াতে পদার্পন তার 2 বছর পর 2018 সালে। কর্মব্যস্ত জীবন, চাকুরী ছেড়ে কোরিয়া এসে হয়ে গেলাম পারফেক্ট হাউজ ওয়াইফ। কিন্তু 2-3 মাস যেতে না যেতেই এতটা নিঃসঙ্গ, হতাশা, বেকারত্ব সব মিলিয়ে সময়টা খুব খারাপ যাচ্ছিলো। শুনশান নীরব এক অজানা শহরের ভুলো রাস্তায় একা একা হেটে চলি আর আনমনে ভাবি আমার কিছু একটা করা উচিৎ। এ্যাট লিষ্ট নিজেকে ব্যাস্ত রাখতে কিছু একটা করা লাগবে। হাজবেন্ড ল্যাব থেকে ফিরে সেই রাত 10 টায়, খাওয়ার মাঝেই প্রশ্ন করি আমি কিছু একটা করলে কেমন হয়? সারাদিন বাসায় বসে থাকতে ভালোলাগে না। পজিটিভ রেসপনস আসে। বাট কি করা যায়!! দুইজন মিলে বেশ কয়েকদিন ভাবলাম কিন্তু ভালো কোন আইডিয়া পেলাম না। একদিন হাজবেন্ডের জন্য কয়েক রকম মিষ্টি আর স্নেকস বানালাম। রাতে মিষ্টিমুখে দিতে দিতে বললো আচ্ছা এক কাজ করলে কেমন হয়- তোমার ডেজার্ট বানানোর হাত ত খুবই ভালো আর কোরিয়াতে আমাদের দেশের সুইটস পাওয়া যায় না। তুমি একটা অনলাইন সপ করতে পারো।
অতঃপর যেই কথা সেই কাজ একটা ফেসবুক পেইজ ওপেন করে ফেল্লাম। পেজের নাম দিলাম "মিষ্টিমুখ "।
আলহামদুলিল্লাহ্ সবার কাছ থেকে ভালো রেসপনস পাচ্ছি। যদিও এখন পযর্ন্ত স্বল্প পরিসরে করছি এবং এখনো শিখছি। আগামীতে বড় পরিসরে করার ইচ্ছে আছে। স্বপ্ন আছে কোরিয়াতে মিষ্টিমুখের নামে একটি হালাল ফুড & রেস্টুরেন্ট করার। মন থেকে আমি একজন সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী হতে চাই।
নতুন উদ্যোক্তা হবার আগে (বিশেষ করে নারীদের ক্ষেত্রে ) নিজে কি করতে পছন্দ বা কি ভালো লাগে সেই দিকে বেশি মনোযোগ দেওয়া উচিৎ বলে মনে করি আমি । তাহলে ঝুঁকি নেয়ার মানসিকতা তৈরি হবে।তাতে নিজেকে পরীক্ষা করে নেয়ার সুযোগ হয়।
সবাইকে ধন্যবাদ।
পেইজ ভিজিট করার জন্য সবাইকে আমন্ত্রণ।

📌"স্ট্যাটাস অব দ্যা ডে"- ১২৫ Date:- ৩০/০১/২০২০ ইং
সুলতানা রাজিয়া (রুপা)
ব্যাচ-৮ম
রেজিস্ট্রেশন -7046
জেলা - জামালপুর
বতর্মান অবস্থান - দক্ষিণ কোরিয়া।
প্রতিষ্ঠান- মিষ্টিমুখ (অনলাইন সুইটস & ডেজার্ট সপ)

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।