#৫ম মহাসম্মেলন_ প্রস্তুতি_মিটআপ ও টিকেট _বিক্রয় উৎসব।
আলহামদুলিল্লাহ।
খুব সুন্দর ভাবে সম্পন্ন হলো কেরানীগঞ্জ জোনের মহাসম্মেলন প্রস্তুতি ও টিকেট বিক্রয় উৎসব এর মিট আপ।
সবাই উপস্থিত এ সুন্দর ভাবে সম্পন্ন হলো মিট আপ টি।
আয়োজনে ছিলেন কেরানী গন্জ জোন এর জোন এম্বাসেডরগন
উপস্থিত ছিলেন মডারেটর Runa Ahmed apu ও@Md Sohel vai,
জোন এম্বাসেডর Abir Ahmmed vai, MD Tofayel Bhuiyan Toha vai,
থানা এম্বাসেডর Jasmin Akther apu(দক্ষিণ থানা এম্বাসেডর),Najnin Rimi apu(দোহার থানা এম্বাসেডর),@Tarak Ahmed vai(মডেল থানা এম্বাসেডর) Salma Akter Ira (মডেল থানা এম্বাসেডর) Amin Hossain vai(দক্ষিন থানা এম্বাসেডর),
কমিউনিটি ভলান্টিয়ার ও
আজীবন সদস্য গন@Md Alomgir Md ALamgir Shekh vai,@Anamika Akter Moriam apu ও আরো অনেকে।
আমরা যারা এখনো টিকেট ক্রয় করিনি।খুব দ্রুত কিনে নিন।
১লা জানুয়ারী শেষ তারিখ টিকেট ক্রয় করার।তাই সবাই তাড়াতাড়ি টিকেট কনফার্ম করে নেই।
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।