See More Post

ঝিনাইদহ জেলার টিকিট মেলা

বিসমিল্লাহির রাহমানির রাহিম

 আসসালাম ওয়ালাইকুম 


অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি

 সম্মানিত মডারেটর ও ঝিনাইদহ জেলা প্রতিনিধি সোহাগ উদ্দিন সুজন ভাই, জেলা সমন্বয়ক আল মাহমুদ  ভাই, সদর উপজেলা প্রতিনিধি অ্যাম্বাসেডর  Syeda Hafiza Sultana  আপু, Abdul Alim ভাই, ও ঝিনাইদহ জেলা টিমে কে আমার আরো বহুদূরে এগিয়ে নিয়ে যেতে চাই। 

সবার সাথে অনেক  মজা হয়েছে মাশাল্লাহ, সবাই  জন্য  অনেক অনেক শুভকামনা রইল  চমৎকার একটি শিক্ষা সফর উপহার দেওয়ার।


আমাদের প্রিয় স্যার টানা ৯০ দিনের সেশনের মিটআপ নেটওয়ার্ক তৈরী করার ব্যাপারে গুরুত্ব দিয়ে থাকেন।আমি তাই প্রতি টা ভাই বোন দের কে বলি সব সময় সেশন মিটআপ যুক্ত হবে।আমাদের   চেষ্টা  ঝিনাইদহ জেলা টিমের  অনেক বড় একটি নেটওয়ার্ক তৈরী হবে ইনশাআল্লাহ। 


দূরে থেকেও কাছে চলি একসাথে, ঝিনাইদহ।এগিয়ে যাক ঝিনাইদহ জেলা টিম তার আপন মহিমায়।


নিজের বলার মতো একটা গল্প প্ল্যাটফর্ম  সকল নিজেরসদস্য সবাইকে আমার পক্ষ থেকে প্রান  ঢালা  শুভেচ্ছে ও ভালোবাসা। 

🌺 যায়।

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।