আসসালামু আলাইকুম সবাইকে।
আজ ছিলো মহাসম্মেল ৫ প্রতিষ্ঠাবাষিক এর প্রস্তুতি মিটআপ,
আয়োজনে ছিলো মিরপুর জোন শাহাআলী থানা এবং দারুসসালাম থানা।
আমাদের এই সুন্দর প্রগ্রাম এ যারা সাথে ছিলেন...
নুরুন্নবী রিয়াজ ভাই - কোর ভলেন্টিয়ার ও মডারেটর।
জাহাঙ্গীর ভাই - কোর ভলেন্টিয়ার ও মডারেটর।
বাহারুল ভাই - ঢাকা জেলা এম্বাসাডর।
আনিন্দ্য সাহা দাদা - মডারেটর।
হামিদা রহমান লুনা - ঢাকা জেলা এম্বাসাডর
মাজেদুল ইসলাম - জোন এম্বাসাডর
নিরব আহমেদ - জোন এম্বাসাডর
আরো অনেক দ্বায়ীত্বশীল গেষ্টরা এবং থানা এম্বাসাডর 👉 সাথী আই আর - শাহআলী থানা এম্বাসাডর
👉 লীজা আক্তার - দারুসসালাম থানা এম্বাসাডর
👉 নাসরিন পারভীন - পল্লবী থানা এম্বাসাডর
👉 আজিম আবুবকর - শাহআলী থানা এম্বাসাডর।
এ ছারাও আরো সাথে ছিলেন একটিভ সব ভলেন্টেয়াররা।
চমৎকার আয়োজন ছিলো,,,
স্পনসরে ছিলেন Shathi Ir আপু,
Azim Abubakar ভাইয়া আরও অনেকেই অসংখ্য ধন্যবাদ সবাইকে,,
আমি তো টিকেট কেটেছি মহাসম্মেলন আপনারা কেটে ছেন তো।।
অসংখ্য কৃতজ্ঞতা জানাই প্রিয় মেন্টর জনাব Iqbal Bahar Zahid স্যার কে এত চমৎকার একটা প্লাটফর্ম তৈরী করে দেওয়া।।
দেখতে দেখতে চলে আসতেছে মহাসম্মেলন মিরপুর ইনডোর স্টেডিয়ামে,,,
আমার পেইজ ঃ Habiba boutique হাবিবা বুটিকস।
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।