#উদ্যোক্ত_ক্লাব_গঠনে_পটুয়াখালী_জেলা_টিম।
#হাজী_আক্কেল_আলী_হাওলাদার_কলেজ
বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার একটি শীর্ষস্থানীয় এবং ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান।
পটুয়াখালী জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আমাদের উদ্যোক্তা ক্লাব গঠনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি পটুয়াখালী জেলা টিম। ইনশাআল্লাহ পটুয়াখালী জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে থাকবে আমাদের উদ্যোক্তা ক্লাব।
প্রিয় মেন্টর শ্রদ্ধেয় Iqbal Bahar Zahid স্যারের নির্দেশনা মোতাবেক উদ্যোক্তা ক্লাব গঠনের দায়িত্ব নিয়ে পটুয়াখালী জেলা টিমের পক্ষ থেকে উদ্যোক্তা ক্লাব গঠন করার লক্ষ্যে হাজী আক্কেল আলী হাওলাদার কলেজের অধ্যক্ষ মহোদয়ের কাছে স্যারের স্বাক্ষরিত চিঠি প্রদান করে পটুয়াখালী জেলা টিম।
চিঠি প্রদানে উপস্থিত ছিলেনঃ
Md Hasibul Hasan ভাই
(পটুয়াখালী জেলা প্রতিনিধি ও মডারেটর)
Saiful Arefin ভাই
(পটুয়াখালী জেলা প্রতিনিধি ও জেলা সম্মনায়ক )
Happy Sajida আপু
সহ উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা টিমের প্রাণপ্রিয় ভাই ও বোনেরা।
এভাবেই ধারাবাহিকভাবে পটুয়াখালী জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে স্যারের স্বাক্ষরিত চিঠি এবং স্যারের লিখা বই পৌঁছে দেয়ার লক্ষ্যে নিয়ে কাজ করছি ইন-শা-আল্লাহ।
এভাবে এগিয়ে যাবে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের পটুয়াখালী জেলা টিম ইনশাআল্লাহ।
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় মেন্টর জনাব ইকবাল বাহার জাহিদ স্যারের প্রতি। পটুয়াখালী জেলা টিমের পক্ষ থেকে অনেক অনেক দোয়া প্রিয় স্যারের জন্য।
ধন্যবাদান্তে
আমার পেইজ গ্রাম্য হাট এর পাশে থাকুন ভালোবেসে লাইক ফলোয়ার হয় এবং একটু ঘুরে আসুন🌹🌹🌹
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।