See More Post

বগুড়া জেলা টিমের টিকিট মেলা

আলহামদুলিল্লাহ, 

সত্যিই খুবই আনন্দ লাগছে প্রিয় শিক্ষক জনাব Iqbal Bahar Zahid স্যার দৃষ্টি গোচর হতে পেরে।


কেমন কেমন করেই যেন আজকের মিট আপ টা হয়ে গেল। আমার ডাকে টিকিট নিয়ে হাজির প্রিয় বগুড়া জেলা টিমের দায়িত্বশীলগন।


আমার ডাকে সারা দিয়ে উপস্থিত হয়েছিলেন-

Nasrin Islam Rita 

Shohaima Shobnom 

Zannatul Ferdous 

Maksuda Papia 

Umme Salma Islam 


জয়পুরহাট জেলা থেকে 

Mst Salma Khatun  আপু।


সত্যিই আজকের দিনটা স্বরণীয় হ'য়ে থাকবে আমার জীবনে।


ভালোবাসার এই প্রিয় ফাউন্ডেশনের সাথে যুক্ত আছি ১৯ তম ব্যাচের ১৭ তম সেশন থেকে। এত অল্প সময়ে এত শিক্ষা, এত ভালোবাসা পাবো কখনো ভাবিনি। আজ এই ফাউন্ডেশনের প্রতি অকৃত্রিম ভালোবাসা প্রকাশ করার মত ভাষা/উপায় আমার জানা নেই। শুধু জায়নামাজে এই ভালোবাসার ফাউন্ডেশন ও সংশ্লিষ্ট সকলের জন্য মন থেকে দোয়া থাকবে।


পরিশেষে, Entrepreneurship নিজের বলার মতো একটা গল্প Foundation কর্তৃক আয়োজিত ৫তম বর্ষপূর্তি উপলক্ষে মহাসম্মেলন এর টিকিট আমিও কনফার্ম করেছি, দেখা হচ্ছে ৬৪ জেলার উদ্দোক্তা ভাই/বোন ও প্রবাসী বাংলাদেশি ভাই/বোনদের সাথে। 


আমি আসছি, আমি থাকছি, আপনি আসছেন তো?



ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।