See More Post

"বেকার থাকবো না একদিনও " Iqbal Bahar Zahid স্যার।

"বেকার থাকবো না একদিনও " Iqbal Bahar Zahid স্যার।
এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের তিনটি কলেজ যথাক্রমে
মোস্তফা হাকিম ডিগ্রী কলেজে
কাট্টলি সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ
ডাঃ ফজলুর হাজেরা ডিগ্রী কলেজ
উদ্যোক্তা ক্লাবের চিঠি পৌঁছে দিয়েছি। আরো দুইটি কলেজে গিয়েছি কিন্তু অধ্যাপক উপস্থিত না থাকায় চিঠি দেওয়া হয়নি। সামনে চট্টগ্রামের সবগুলো কলেজ ও বিশ্ববিদ্যালয়ে চিঠি পৌছে দিতে চট্টগ্রামের টিমের সবাই আন্তরিক।
আমি প্রথমত অনেক নার্ভাস ছিলাম একা একা কলেজগুলোতে চিঠি পৌঁছে দিতর পারবো কিনা অথবা কে কি বলবে কিন্তু যখন কলেজগুলো গিয়ে প্রিয় ফাউন্ডেশনের এচিভমেন্টের কথাগুলো অধ্যাপকদের নিকটে তুলে ধরি তারাও আমাদের ফাউন্ডেশনে নিয়ে পজেটিভ ছিলেন। স্যারের দেওয়া সেশনগুলো পড়তে পড়তে কখন যে নিজের মধ্যে একটা সাহস সঞ্চিত হয়েছে আজকের এই কার্যক্রম তারই একটি। প্রিয় স্যারের প্রতি কৃতজ্ঞতা আমাদের সবাইকে নতুন কিছু করতে সাহস যোগানোর জন্য।

ফরিদপুর জেলা টিম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি -২০২৪

ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥

পর্দাশীল ঘরোয়া নারী- সফল উদ্যোক্তা

আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।