আসসালামুয়ালাইকুম আলহামদুলিল্লাহ। প্রিয় মেন্টর Iqbal Bahar Zahid স্যারের অনুপ্ররেণায় বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে খুব সুন্দর ও সুষ্ঠুভাবে সৈকত সৌন্দর্যের বরগুনা জেলার শীত বস্ত্র বিতরণের সকল আয়োজন সম্পন্ন করলাম। আয়োজনে ছিলো অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ এবং তাদের যাতায়াতের জন্য ১০০ টাকা করে গাড়ীভাড়া প্রদান। এবং সুবিধা বন্ঞ্চিত শিশুদের সাথে খাওয়া দাওয়ার মধ্য দিয়ে আজকের ভালোবাসা আদানপ্রদান।। বরগুনা জেলা টিম থেকে - মানসুরা রিনা খোকন গাজী সিদ্দিকুর রহমান শুভ আব্দুল্লাহ মিঠুন মিত্র রেজাউল জসিম রুবি আপা রাকিব হোসাইন সহ আরো অনেকে।। ভালোবাসাটা হোক ভালোবাসা বন্ঞ্চিতদের সাথে।। তারাও ভালো থাকুক আমরাও তৃপ্তির ঢেকুর নেই।। প্রিয় স্যার মানবতার ফেরিওআলা আপনি একজন অন্ধের চোখের আলো একজন অসহায় মানুষের অভিভাবক আপনি পথভ্রষ্ট মানুষের পথের দিশারী আপনাকে যে নামেই ডাকি না কেনো কখনো আমার তৃপ্তি আসবেনা।। আজকে ভালোবাসা দিবসে এই সৃষ্টির সমস্ত আয়োজন সমান ভালোবাসা জানাই আপনার প্রতি।। আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন সুস্থ ভাবে। স্যালুট ভালো মানুষ গড়ার কারিগর কে। ইনশাআল্লাহ আগামীতে আরো বড়ো সড়ো আয়োজন করবে সৈকত সৌন্দর্যের বরগুনা জেলা টিম।।
ইনশাআল্লাহ ফরিদপুর জেলার বাকি ৮টি উপজেলায় এই কর্মসূচি চলমান থাকবে। অনেক বেশি ধন্যবাদ Iqbal Bahar Zahid স্যার কে ॥
আমি রান্নাটা ভালো পারি, রান্নাটা নিয়েই পেজ খুলি অনলাইনে কাজ করি। প্রথম অর্ডার আসছিল পিৎজা ডেলিভারির। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ।